8:25 pm, Friday, 18 October 2024

কুমিল্লার দাউদকান্দিতে অটো চালক শফিউল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ।

 

 

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের পর হত্যার স্বীকার অটোরিকশাচালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে এবং হত্যা রহস্য উদঘাটন করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল সোমবার সকাল১০ টার সময় উপজেলার রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে এই কর্মসূচি করা হয়। এতে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

এসময় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম ও গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

 

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান বলেন, ‘অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোরিকশাচালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।’

 

উল্লেখ্য , ঈদের আগের দিন বুধবার রাত ৯টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫)। এক দিন পর শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা মোহাম্মদপুর গ্রামের ডোবা থেকে তাঁর হাত-পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

ঠিক তার পর দিন গত উপজেলার চর মাহামুদ্দি পাঁচানি কালভার্টের পাশে অটোরিকশাটি পাওয়া যায়।তারপর থেকে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয় হত্যা রহস্য নিয়ে।এটা কি ছিনতাইকারীদের হত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের।

 

ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের শনাক্ত ও অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mainul Islam Mohin

সর্বাধিক পঠিত

দাউদকান্দিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কুমিল্লার দাউদকান্দিতে অটো চালক শফিউল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়ক অবরোধ।

Update Time : 06:04:35 am, Tuesday, 16 April 2024

 

 

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের পর হত্যার স্বীকার অটোরিকশাচালক শফিউল্লার হত্যাকারীদের শনাক্ত করে এবং হত্যা রহস্য উদঘাটন করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। গতকাল সোমবার সকাল১০ টার সময় উপজেলার রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে এই কর্মসূচি করা হয়। এতে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে।

এসময় খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক, দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম ও গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ।

 

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান বলেন, ‘অপরাধীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন কাজ করছে। নিহত অটোরিকশাচালক শফিউল্লার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। এমন আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে যান।’

 

উল্লেখ্য , ঈদের আগের দিন বুধবার রাত ৯টার দিকে নিখোঁজ হন উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটবাগ গ্রামের মৃত রুক্কু মিয়ার ছেলে শফিউল্লাহ (৩৫)। এক দিন পর শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাড়িয়ালা মোহাম্মদপুর গ্রামের ডোবা থেকে তাঁর হাত-পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ।

ঠিক তার পর দিন গত উপজেলার চর মাহামুদ্দি পাঁচানি কালভার্টের পাশে অটোরিকশাটি পাওয়া যায়।তারপর থেকে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয় হত্যা রহস্য নিয়ে।এটা কি ছিনতাইকারীদের হত্যা নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের।

 

ওসি মো. মোজাম্মেল হক বলেন, ‘অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য চোর সিন্ডিকেট তাঁকে শ্বাস রোধ করে হত্যা করেছে। হত্যাকারীদের শনাক্ত ও অটোরিকশাটি উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করেছে।’