6:19 pm, Friday, 18 October 2024

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেফতার

 

ডেস্ক রিপোর্ট:

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আব্দুল মালেক লেইন থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত ১২টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বলেছে, গুলিবিদ্ধ হয়ে মো. খোকন (১৭) নামে এক পরিবহন শ্রমিক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ১০ লাখ নগদ টাকাসহ বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।আরও পড়ুন: সাবেক এমপি সালাম মুর্শেদী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বলেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সোনাপুর-মাইজদী সড়কের দত্তের হাট এলাকায় হরতালের পক্ষের লোকজনের মিছিলে গুলি চালায় হরতাল বিরোধীরা।

সেসময় গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক মো. খোকন নিহত হন। এ ঘটনায় খোকনের বাবা মজিবুল হক নোয়াখালী জেলার সুধারাম থানায় একরামুল করিমসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে গত ৮ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন।ওই মামলার আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে একরামুল করিম নগরীর খুলশীতে অবস্থানের বিষয়টি জানতে পারে র‍্যাব-৭। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mainul Islam Mohin

সর্বাধিক পঠিত

দাউদকান্দিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেফতার

Update Time : 02:57:26 am, Wednesday, 2 October 2024

 

ডেস্ক রিপোর্ট:

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আব্দুল মালেক লেইন থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাত ১২টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বলেছে, গুলিবিদ্ধ হয়ে মো. খোকন (১৭) নামে এক পরিবহন শ্রমিক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে ১০ লাখ নগদ টাকাসহ বেশ কিছু বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।আরও পড়ুন: সাবেক এমপি সালাম মুর্শেদী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বলেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের ডাকে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সোনাপুর-মাইজদী সড়কের দত্তের হাট এলাকায় হরতালের পক্ষের লোকজনের মিছিলে গুলি চালায় হরতাল বিরোধীরা।

সেসময় গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক মো. খোকন নিহত হন। এ ঘটনায় খোকনের বাবা মজিবুল হক নোয়াখালী জেলার সুধারাম থানায় একরামুল করিমসহ ৫৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করে গত ৮ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন।ওই মামলার আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে একরামুল করিম নগরীর খুলশীতে অবস্থানের বিষয়টি জানতে পারে র‍্যাব-৭। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।