10:21 pm, Friday, 18 October 2024

সুদের ব্যবসা করে রাজধানীতে কোটিপতি ফরিদপুরের প্রশান্ত কুমার দেবনাথ 

 

স্টাফ রিপোর্টার :

ফরিদপুর থেকে খালি হাতে রাজধানীতে এসে শুধুমাত্র সুদের ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে শ্রী প্রশান্ত কুমার দেবনাথ প্রঃশুভ(৩৯)। ইতোমধ্যে রাজধানীর জোয়ার শাহারার এলাকায় সুদের ব্যবসা করে কোটিপতি বনে গেছেন । জানা যায়,বড় অংকের লাভ ও ব্যাংক চেকের বিনিময়ে সাধারণ মানুষের কাছে টাকা দেন রাজধানীর খিলক্ষেত জোয়ার শাহারার বাসিন্দা শ্রী রমেন্দ্র চন্দ্র নাথের ছেলে প্রসান্ত কুমার দেবনাথ। সুদে ব্যবসা করে এখন সে কোটিপতি। অবৈধভাবে সুদের টাকা খাটিয়ে গড়ে তুলেছেন কুড়িলে ডিএস ইঞ্জি: অফিস, করেছেন বেশকিছু সেলুন ব্যবসা। সরকারি রাজস্ব ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এই সুধী মহাজন,এ যেন এক আলাদিনের প্রদিপের কারিশমা৷

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, চক্রবৃদ্ধি সুদ আর প্রতারণার মাধ্যমেই কোটি কোটি টাকা, জমি ও বাড়ি করেছেন শুভ। তার কাছ থেকে সুদে টাকা নেয়ার সময় রাখা অনেক কাগজ দিয়ে নানা সময় প্রতারণাও করেন তিনি। অসংখ্য মানুষ তার সুদের ফাঁদে পড়ে হয়েছেন সর্বস্বান্ত। মাঝে মধ্যে জামানতকৃত কাগজ ফেরত না দিয়েই বাড়তি টাকা দাবি করে। টাকা না দিলে চেক ও ফাঁকা স্ট্যাম্প দিয়ে মিথ্যা মামলার ভয় দেখায় সে।

 

অর্থ ঋণ আদালত ২০০৩ আইনে অননুমোদিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকার পর কোনো ভাবে বন্ধ করা যাচ্ছে না শুভ’র রমরমা সুদের কারবার৷ বাংলাদেশ ব্যাংক কিংবা সরকারের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে অনুমতি না নিয়ে দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছেন তিনি৷ সামাজিক বিশ্লেষক জানান, জনগণের কাছ থেকে কারা আমানত সংগ্রহ ও ঋণ দিতে পারবে এবং ঋণের সর্বোচ্চ সুদহার কত হবে, সেটি আইন দ্বারা নির্দিষ্ট। কিন্তু এর বাইরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মানুষকে ঋণ দিয়ে উচ্চ হারে সুদ আদায় করে থাকে তা অবশ্যই বে-আইনি৷ হাইকোর্টের রায়ের পর যারা এই সুদের কারবার করে যাচ্ছে তাদের তালিকা করে দ্রুত সময়ের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে পাঠানো উচিত বলে মনে করেন।

এ বিষয়ে জানতে শ্রী প্রশান্ত কুমার দেবনাথের সাথে যোগাযোগের একাধিক বার চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mainul Islam Mohin

সর্বাধিক পঠিত

দাউদকান্দিতে মিথ্যা সংবাদের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

সুদের ব্যবসা করে রাজধানীতে কোটিপতি ফরিদপুরের প্রশান্ত কুমার দেবনাথ 

Update Time : 10:40:15 am, Thursday, 10 October 2024

 

স্টাফ রিপোর্টার :

ফরিদপুর থেকে খালি হাতে রাজধানীতে এসে শুধুমাত্র সুদের ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে শ্রী প্রশান্ত কুমার দেবনাথ প্রঃশুভ(৩৯)। ইতোমধ্যে রাজধানীর জোয়ার শাহারার এলাকায় সুদের ব্যবসা করে কোটিপতি বনে গেছেন । জানা যায়,বড় অংকের লাভ ও ব্যাংক চেকের বিনিময়ে সাধারণ মানুষের কাছে টাকা দেন রাজধানীর খিলক্ষেত জোয়ার শাহারার বাসিন্দা শ্রী রমেন্দ্র চন্দ্র নাথের ছেলে প্রসান্ত কুমার দেবনাথ। সুদে ব্যবসা করে এখন সে কোটিপতি। অবৈধভাবে সুদের টাকা খাটিয়ে গড়ে তুলেছেন কুড়িলে ডিএস ইঞ্জি: অফিস, করেছেন বেশকিছু সেলুন ব্যবসা। সরকারি রাজস্ব ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এই সুধী মহাজন,এ যেন এক আলাদিনের প্রদিপের কারিশমা৷

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, চক্রবৃদ্ধি সুদ আর প্রতারণার মাধ্যমেই কোটি কোটি টাকা, জমি ও বাড়ি করেছেন শুভ। তার কাছ থেকে সুদে টাকা নেয়ার সময় রাখা অনেক কাগজ দিয়ে নানা সময় প্রতারণাও করেন তিনি। অসংখ্য মানুষ তার সুদের ফাঁদে পড়ে হয়েছেন সর্বস্বান্ত। মাঝে মধ্যে জামানতকৃত কাগজ ফেরত না দিয়েই বাড়তি টাকা দাবি করে। টাকা না দিলে চেক ও ফাঁকা স্ট্যাম্প দিয়ে মিথ্যা মামলার ভয় দেখায় সে।

 

অর্থ ঋণ আদালত ২০০৩ আইনে অননুমোদিত সুদের ব্যবসা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকার পর কোনো ভাবে বন্ধ করা যাচ্ছে না শুভ’র রমরমা সুদের কারবার৷ বাংলাদেশ ব্যাংক কিংবা সরকারের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে অনুমতি না নিয়ে দীর্ঘদিন যাবত চালিয়ে যাচ্ছেন তিনি৷ সামাজিক বিশ্লেষক জানান, জনগণের কাছ থেকে কারা আমানত সংগ্রহ ও ঋণ দিতে পারবে এবং ঋণের সর্বোচ্চ সুদহার কত হবে, সেটি আইন দ্বারা নির্দিষ্ট। কিন্তু এর বাইরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মানুষকে ঋণ দিয়ে উচ্চ হারে সুদ আদায় করে থাকে তা অবশ্যই বে-আইনি৷ হাইকোর্টের রায়ের পর যারা এই সুদের কারবার করে যাচ্ছে তাদের তালিকা করে দ্রুত সময়ের মধ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে পাঠানো উচিত বলে মনে করেন।

এ বিষয়ে জানতে শ্রী প্রশান্ত কুমার দেবনাথের সাথে যোগাযোগের একাধিক বার চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি৷