 
 
হালিম সৈকত
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি,
কুমিল্লার তিতাসে মো. মোস্তফা কামাল মুন্সী (৪০) নামের এক আওয়ামীলীগ নেতাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরও দুইজন আহত হয় বলে তাৎক্ষণিকভাবে জানা যায়।
হত্যাকাণ্ডটি ঘটেছে সোমবার বিকাল ৪টায় উপজেলা নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে।
নিহত মোস্তফা উপজেলা ভিটিকান্দি ইউনিয়নের রঘনাথপুর গ্রামের আবুল হাসেমের ছেলে ও ভিটিকান্দি ইউনিয়ন ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুর্বশত্রুতার এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান এলাকাবাসী। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি এবং আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু এখনই বলা যাচ্ছে না কেন এই হত্যাকান্ড।

 অনলাইন ডেস্ক
 অনলাইন ডেস্ক প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ । ৬:৩৮ অপরাহ্ণ
 প্রকাশের সময়: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ । ৬:৩৮ অপরাহ্ণ