
আশিকুর রহমান :
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তদের গুলিতে আছান নামে (৫০) একজন নিহত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। নিহত আছান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেকের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি মনির হোসেন জানান, দুর্বৃত্তরা এসে তাকে কাছ থেকে গুলি করে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
আমরা আসামীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।