
নিজস্ব প্রতিবেদকঃ
আগরতলার বিশালগড়ে আজ ২০ এপ্রিল রোববার বিকেলে বিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বিগত কয়েকদিন পূর্বে কেন্দ্রীয় বিজেপি সরকার কতৃক ২০২৫ ওয়াকফ আইন পাশ হয়। এই পাশ হওয়ার পর থেকে দেশজুড়ে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সংখ্যালঘু সম্প্রদায় জাতিগোষ্ঠী মনে করে, ওয়াকফ আইন কার্যকর হওয়া ফলে মুসলিম মানুষের ধর্মীয় নীতি বিপর্যয় ঘটবে।তারি প্রতিবাদে রবিবার দুপুর ১ ঘটিকায় বিশালগড় বিধানসভার অন্তগর্ত বিশালগড় রঘুনাথপুর রেলব্রিজ সংলগ্ন মাঠে সকল অংশ মানুষকে সঙ্গে নিয়ে নাগরিক মঞ্চ পক্ষ থেকে ওয়াকফ আইন বাতিলের দাবীতে একটি গনজমায়েত ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যে বলিষ্ঠ আইনজীবী তথা রাজ্যের হিউম্যান রাইট কমিশনের অন্যতম সদশ্য, পুরুষ উত্তম রায় বর্মন, রাজ্যের যুবনেতা তথা সমাজসেবী, শাহজাহান মিয়া,
জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন কর্ণধার তথা রাজ্যের সমাজসেবক ডঃ আশ্রাব আলী মিয়া উরফে জালাল মিয়া তিনি তার বক্তব্যে বলেন, আমরা মুসলমান হিসাবে এ আইন মানতে পারি না।
আমাদের মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ রক্ষা করতে হলে ভারত বর্ষের সকল মুসলমান এক হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। প্রয়োজন হলে আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি।
তারপরও এ আইন বাতিল করতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন
বিশিষ্ট সমাজসেবক সেন্টু মিয়া সহ অন্যান্য নেতৃত্বগন।আজকের অনুষ্ঠানে রাজ্যের বলিষ্ঠ আইনজীবী তথা সমাজসেবী পুরুষ উত্তম রায় বর্মন বলেন,
বিজেপি সরকার প্রতিষ্টিত হওয়ার পর থেকে দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করে চলেছে,বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষের উপর আর এস এস পরিচালিত বিজেপি সরকার। তিনি বলেন,
২০২৫ ওয়াকফ বিল আইনে পরিনত হলে সংখালঘু অংশ মানুষের ওয়াকফ নামে মানুষের দানকৃত সম্পতির অনেক ক্ষতি সন্মূখীন হবে মুসলিম সম্প্রদায়।
তাই অবিলম্বে আইন বাতিল করতে হবে।তারজন্য তিনি রাজ্যের সকল অংশের শুভবুদ্ধির মানুষকে আইনে পথে লড়াই করার আহ্বান করেন।