
ইতোমধ্যে সোশাল মিডিয়াতে দৃষ্টান্ত স্থাপনকারী সেই পুলিশ সদস্যের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম মোঃ সোহানুর রহমান বাপ্পি। তিনি বাংলাদেশ পুলিশের ২৩ তম ‘খ’ ব্যাচের সদস্য এবং বর্তমানে POM পূর্ব বিভাগের “ডি” কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
মানবতা ও পেশাগত দায়িত্ববোধের দৃষ্টান্ত স্থাপন করায় সেই পুলিশ সদস্য সোহানুর রহমান বাপ্পি ইতোমধ্যে নেটিজেনদের কাছে মানবিক পুলিশ হিসেবে পরিচিত হচ্ছেন।
ক্যামেরায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে, সেই পুলিশ সদস্য সোহান পতাকা বিক্রিত লোকটিকে বাচানোর জন্য এগিয়ে আসেন, এবং সেনাবাহিনী শেষে ফিরলেও দুজনে একসাথে আসেন।
গত মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে যখন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচ চলাকালিন সময়ে, গেটের বাইরে প্রচুর আগ্রহী ছিলো। বেশিরভাগ দর্শক টিকেট ছাড়া ভেতরে যাওয়ার আশায় ভিড় করছিলেন। সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বারবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছিলো। স্টেডিয়ামে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেনো সৃষ্টি না হয়। এরই মাঝে ৪ নাম্বার গেটের বাইরে বিনা টিকেটে খেলা দেখতে আসা কিছু মানুষ সব সতর্কতা উপেক্ষা করে একযোগে গেটে চাপ সৃষ্টি।
একপর্যায়ে একটি বিশৃঙ্খল মবের মতো ভিতরে ঢুকে পড়ে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।
বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয়, সেখানে মব সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করা হয়।
সেখানে ভুলবশত একজন সেনাসদস্য পতাকা বিক্রেতার ওপর লাঠিচার্জ করেন। সে ঘটনায় দুঃখ প্রকাশ করে তাকে ১ লাখ টাকা উপহারও দিয়েছে সেনাবাহিনী।