পিয়াজ চাষে বাম্পার ফলন পঞ্চগড়ের কৃষকদের

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ । ৪:৪৭ পূর্বাহ্ণ

কৃষি ডেস্ক: পঞ্চগড়ের ৫ টি উপজেলায় সাধারনতো বিভিন্ন ফসল চাষাবাদ করা হয়। জেলার দেবীগঞ্জ উপজেলায় কোটি টাকার উপর শুধু পিয়াজর বীজ বিক্রি করা হয়।

এসব চারা জেলার সদরে, অটোয়ারী, বোদা, তেতুলিয়া সহ পার্শ্ববর জেলাগুলোতে চাষ করছে। এ বছর পিয়াজের দাম বেশি হওয়া বেশরভাগই কৃষক পিয়াজ চাষ করছে।

সরেজমিনে দেখা যায় পিয়াজের চারার দাম খুবই সস্তা। জেলার দেবীগঞ্জ উপজেলার দারারহাট গ্রামের কৃষক বক্কর আলী (৪০) জানান, এবার পিয়াজের চারার দাম কম হওয়াতে অনেকেই এই পিয়াজ চাষ করছে।

পঞ্চগড় জেলার বোদা উপজেলা সবচেয়ে পিয়াজের চারার বড় হাট বসে। শনিবার ও বুধবারে এই হাট বসে। এখানে প্রতিদিন ৫০ লাখ টাকার মত পিয়াজের চারা ক্রয়-বিক্রয় করা হয়।

প্রিন্ট করুন