চরফ্যাশনের দুই ইউপিতে প্রশাসক নিয়োগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:৩৮ পূর্বাহ্ণ

 

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

 

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদে অবশেষে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নবনিযুক্ত প্রশাসকরা নিজ নিজ ইউনিয়ন পরিষদে যোগদান করেন। নুরাবাদ ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চরফ্যাশন উপজেলা মেরিন ফিশারিজ অফিসার তানভীর আহমেদ। অন্যদিকে আহাম্মদপুর ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএডিসি চরফ্যাশন ভোলার উপ-সহকারী প্রকৌশলী আরিফ হোসেন।

এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অব.) সৈয়দ আহমেদের নেতৃত্বে আহাম্মদপুর ও নুরাবাদ ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা নবনিযুক্ত প্রশাসকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে প্রশাসক নিয়োগে ব্যর্থতা এবং অবৈধভাবে প্যানেল চেয়ারম্যানদের দিয়ে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে হাইকোর্ট উভয় ইউনিয়নে প্রশাসক নিয়োগের নির্দেশ দেন এবং প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা তিন মাসের জন্য স্থগিত করেন।

হাইকোর্টের নির্দেশনার আলোকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ (সংশোধিত ২০২৪) এর ধারা ১৮(১), (২) ও (৩) অনুযায়ী নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদে যথাযথভাবে প্রশাসক নিয়োগ করা হলো।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট আল মানিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির ও মো. ঈসা।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের গেজেট প্রকাশিত হয় ২০২০ সালের ১৩ জানুয়ারি। সে অনুযায়ী নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের কার্যকাল শেষ হয় ২০২৫ সালের ১৩ জানুয়ারি। মেয়াদোত্তীর্ণ হওয়ার পর আইন অনুযায়ী প্রশাসক নিয়োগ না দিয়ে গত ১০ সেপ্টেম্বর অফিস আদেশের মাধ্যমে প্যানেল চেয়ারম্যানদের দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।

প্রিন্ট করুন