
সোহরাব হোসেন দেবিদ্বার, প্রতিনিধি:
এলাহাবাদ ডিজে এস দাখিল মাদ্রাসায় প্রথমবারের মতো অভিভাবক সদস্য নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এলাহাবাদ পশ্চিমপাড়া যুব সমাজ, এলাকাবাসী ও বর্তমান অ্যাডহক কমিটির উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এক বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, দীর্ঘদিন ধরে মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন ছাড়াই সিলেকশনের মাধ্যমে গঠিত হলেও এবার উৎসবমুখর পরিবেশে অভিভাবক সদস্য পদ নির্বাচনের আয়োজন করা হবে।
অ্যাডহক কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান ফুলমিয়া স্যারের সার্বিক সহযোগিতায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে নতুন ম্যানেজিং কমিটি গঠিত হবে।
এ সময় মিটিংয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা নতুন এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন প্রক্রিয়া মাদ্রাসার উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
এই প্রথমবারের মতো নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচন হওয়ায় এলাকায় আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।