দাউদকান্দিতে ১৪ মামলার আসামি যুবলীগ নেতা শাহ আলম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫ । ৪:০৭ পূর্বাহ্ণ

 

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ ১৪ মামলার আসামি এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্র।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. শাহ আলম ওরফে পা কাটা আলম (৩৬) ওই গ্রামের বাসিন্দা এবং উপজেলার জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রিন্ট করুন