বাবু হত্যা মামলার আসামি আ. লীগ নেতা সাইদুল মেম্বার গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ । ৩:৪৮ অপরাহ্ণ

 

 

দাউদকান্দি প্রতিনিধি:

 

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হওয়া বাবু হত্যা মামলার আসামি মো. সাইদুল ইসলাম ভুইয়া ওরোফে সাইদিল মেম্বারকে (৫৬) গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার মোহাম্মদ ইউনিয়নের চরকখোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ওই গ্রামের ভুইয়া বাড়ির মৃত কাদিম আলী ভুইঁয়ার ছেলে। তিনি মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

তাকে আজ রবিবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে

 

মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী বাবু হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. সাইদুল ভুইঁয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ২/৩ টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।

 

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘বৈষম্যবিরোধী বাবু হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. সাইদুল মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ রবিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।’

প্রিন্ট করুন