
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ। তিনি বলেন, “উচ্চ মহলের নির্দেশ ও প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”
অপরদিকে, তিতাস উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল হক শিপলুকেও (১ অক্টোবর) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধোলাইখাল এলাকা থেকে আটক করা হয়।
মজিবুল হক শিপলুর স্বজনরা জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই দুই রাজনৈতিক নেতার গ্রেফতারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।