কুমিল্লা-২ আসনে এনসিপির নির্বাচনী শোভাযাত্রা ও গণসংযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫ । ৮:৫২ অপরাহ্ণ

 

 

কুমিল্লার তিতাস ও হোমনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংবর্ধনা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৭ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে গৌরিপুর মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি তিতাস ও হোমনা উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক প্রদক্ষিণ করে।

তিতাস উপজেলা এনসিপির প্রধান এবং তিতাস-হোমনা কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদ সরকার শোভাযাত্রার নেতৃত্ব দেন।

শোভাযাত্রায় শত শত মোটরসাইকেল আরোহী নেতাকর্মী অংশগ্রহণ করেন। উপজেলা জুড়ে শোভাযাত্রার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

 

এসময় স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সাধারণ জনগণ এনসিপি নেতা সাঈদ আহমেদ সরকারকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং আসন্ন নির্বাচনে তাঁকে সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

সাঈদ আহমেদ সরকার বলেন, “জনগণের ভালোবাসাই আমার শক্তি। তিতাস-হোমনার উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়েই আমরা মাঠে নেমেছি। জনগণের দোয়া ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ এই এলাকার চিত্র বদলে যাবে।”

 

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ তিতাস-হোমনার উন্নয়ন, শিক্ষার প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন

প্রিন্ট করুন