
নিজস্ব প্রতিবেদক :
নামে-বেনামে কোটি টাকার সম্পদ গড়ে তোলা ও কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর পরিদর্শকের ব্যাংক ও মেয়াদি আমানত (এফডিআর) হিসাব জব্দ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)।
অভিযুক্তদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন কর অঞ্চল-১২ এ কর্মরত মোহাম্মদ রুবেল দর্জি, যার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সূত্র জানায়, রুবেল দর্জি নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ব্যাংক হিসাবের পাশাপাশি স্ত্রী জান্নাতুল ফেরদৌস ও বাবা জামাল উদ্দিন দর্জির ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে।
আয়কর গোয়েন্দা ইউনিটের তথ্য অনুযায়ী, রুবেল দর্জির পরিবারের নামে গাজীপুরের কাপাসিয়ায় সাড়ে চার একর জমি, একটি ব্যক্তিগত গাড়ি এবং একাধিক ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে সরকারি পদ ব্যবহার করে অবৈধভাবে টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কর অঞ্চল-৫ এ কর্মরত আরেক পরিদর্শক সাইদুর রহমানের ব্যাংক হিসাব এবং তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর হিসাবও জব্দ করা হয়েছে।
আইটিআইআইইউ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, রুবেল দর্জি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নানা অনিয়মে জড়িত ছিলেন। সম্প্রতি এনবিআর কর্তৃপক্ষ দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বদলি করেছে।