ত্রয়োদশ জাতীয় নির্বাচন: দ্বিতীয় দিনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ৫:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার পর্বের দ্বিতীয় দিন পরিচালনা করছে। ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ স্লোগানকে সামনে রেখে এনসিপি’র এই নির্বাচনী কার্যক্রম চলছে।

বিস্তারিত কার্যক্রম:

সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে এবং রাত ৯টায় তা শেষ হবে। এর আগে রবিবার (২৩ নভেম্বর) প্রথম দিনের সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়।

পদ্ধতি: সারা দেশের ১০টি বিভাগ থেকে আসা মনোনয়ন প্রত্যাশীরা বিভাগ অনুযায়ী পৃথক পৃথক প্যানেলে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। দলীয় নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে কনভেনশন হল বেশ প্রাণবন্ত।

উদ্বোধন ও মোট আবেদন: এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, এ পর্যন্ত দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১,৪৮৪ জন।

 প্রথম দিনের অংশগ্রহণকারীর পরিসংখ্যান

এনসিপি’র নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম জানান, রবিবার প্রথম দিনে মোট ৩৯১ জন মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকারে অংশ নিয়েছেন।

বিভাগ অনুযায়ী তাঁদের পরিসংখ্যান নিম্নরূপ:

বিভাগ অংশগ্রহণকারী সংখ্যা

     (  ঢাকা       ৬৫ জন)

   (    কুমিল্লা     ৪৫ জন)

(  রংপুর     ৪৩ জন)

(   রাজশাহী    ৪২ জন)

(চট্টগ্রাম       ৪২ জন)

(  ফরিদপুর      ৪১ জন)

( ময়মনসিংহ    ৪০ জন)

( বরিশাল         ৩১ জন)

( খুলনা            ৩০ জন)

             (সিলেট         ১২ জন)

প্রিন্ট করুন