কুমিল্লার দাউদকান্দি উপজেলায়
রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দল পরিবর্তনের ঘটনা। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আওয়ামী লীগ ছেড়ে পুনরায় বিএনপিতে যোগ দিয়েছেন।
সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে ফিরে আসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিএনপি সরকারের আমলে তিনি প্রথমবার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এলেও বিএনপি সমর্থকদের ভোটব্যাংকের ওপর ভর করে আওয়ামী লীগ সরকারের সময় দ্বিতীয়বার এবং ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও তৎকালীন কুমিল্লা-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের আহ্বানে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার উদ্দেশ্যে আনোয়ার হোসেন আওয়ামী লীগে যোগ দেন।
নির্বাচনের পর দাউদকান্দি পৌর সদরের তৎকালীন যারীফ আলী শিশু পার্ক (বর্তমানে শহীদ রিফাত পার্ক) এ আওয়ামী লীগের আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন আনোয়ার হোসেন।
তবে তার এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশের মধ্যে শুরু থেকেই অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেন, ওই নির্বাচনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পড়েন। বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কমিশনার সুমন খন্দকার ও কমিশনার সালাউদ্দিন সরকারসহ বিএনপির ডাই-হার্ড কর্মীদের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় জড়ান তিনি। এর ফলে দাউদকান্দির স্থানীয় আওয়ামী লীগে চরম মাত্রার বিভক্তি সৃষ্টি হয় এবং দলটি তিন থেকে চারটি গ্রুপে ভাগ হয়ে পড়ে।
পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে আনোয়ার হোসেন আবারও অবস্থান পরিবর্তন করেন। সম্প্রতি সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে ফিরে আসেন।
এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি শনিবার ইলিয়টগঞ্জ বাজারে আয়োজিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী পথসভায় আনোয়ার হোসেন বক্তব্য রাখেন এবং প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনীতিতে দলবদল, সুবিধাভোগ এবং এর পেছনের ভূমিকা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ । ৪:৪৪ পূর্বাহ্ণ