দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সারোয়ার ভূইয়া মুকুলের রমরমা ড্রেজার বানিজ্যে এক প্রকার জিম্মি হয়ে পড়েছে ঐ ইউনিয়নের কৃষকরা৷ গোপন সুত্রে জানা যায়, নির্বাচনী খরচ তুলতে স্থানীয় ভূমি খেকো ড্রেজার ব্যবসায়ীদের কব্জা করে অনায়সে ইউনিয়ন জুড়ে চালাচ্ছেন এক ডজনের বেশি ড্রেজার৷ সরেজমিন ঘুরে দেখা যায়, ইউনিয়নের আব্দুল্লাহপুর, বুড়িরপাড়, এগারোগ্রাম, শিবনগর সহ প্রায় ডজন খানেক ড্রেজার ব্যবসায়ীদের থেকে মোটাঅংকের আর্থিক সুবিধা নিয়ে সাংবাদিক, ভূমি অফিস সহ সকল কিছুর ম্যানেজ করা কথা বলে ঠিকা নেয় চেয়ারম্যান৷ সে অনুযায়ী ড্রেজার মালিকদের কাছ থেকে মোটাঁ অংক চাদাঁ নেয়। এ বিষয়ে জানতে চাইলে সুবিল ইউনিয়নে চেয়ারম্যান মুকুল ভূইয়া বলেন, ড্রেজার কী অবৈধ নাকী? তাদের পুস্কনি থেকে তারা মাটি কাটে এটা তো বৈধ। এর আগে গিয়াস দারোগা আসছিল, আমি কথা বলছি৷ ড্রেজার কেন অবৈধ হতে যাবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক কৃষক জানায়, কেউ যদি ইচ্ছা করে জমি দিতে না চায়, তাহলে সেখানে জোর পূর্বক মাটি কাটা শুরু করে দেয় তারা। তখন কারো কিছু করার থাকে না। অবশেষে ওই ড্রেজার মালিকদের কাছেই কমমূল্যে জমি ছেড়ে দিতে হয়। ড্রেজার সিন্ডিকেটরা জমির মালিকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে প্রায় জিম্মি করে রেখেছে৷ আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই ইউনিয়ন থেকে ড্রেজার মেশিন পুরোপুরি বন্ধ করা হউক।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে৷ যারা এখন ড্রেজারের কারবার করে দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩ । ১২:২১ অপরাহ্ণ