প্রেমিক সেজে আদিবাসী শিক্ষার্থীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ । ১:৪২ পূর্বাহ্ণ

 

মোঃ শিহাব উদ্দিন, নাটোর জেলা প্রতিনিধি :

নাটোর লালপুর উপজেলায় ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের আদিবাসী কুজিপুকুর গ্রামের বাসিন্দা

এক আদিবাসী কিশোরীকে প্রেমিকের ছদ্মবেশে ধর্ষণ

করেন

প্রেমিকের ছদ্মবেশে ফোনে কথা বলে রাতের আধারে ডেকে নিয়ে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন

বাসন্তী সর্দার (৩৮) স্বামী মদন সরদার মাতা-আমতি সরদার

সাং কুজিপুকুর( পাহাড়ি সরদারপাড়া)

থানা লালপুর জেলা নাটোর

থানায় হাজির হইয়া আসামী এক মোঃ নাইম (১৯) পিতাঃ মোঃ আসাদুল ইসলাম আসাদুল ইসলাম কাল কাজ বুজিপুকুর সাং কুঁজিপুকুর আনা লালপুর জেলা নাটোর এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে আমরা আদিবাসী সম্প্রদায়ের লোক। আমার মেয়ে সাথী সরদার (১৪)

রুই গাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে লেখাপড়া করিতেছিল।

আমার মেয়েকে তো আসামি মাঝেমধ্যে মোবাইলে ফোনে বিরক্ত করতো এবং বিয়ের প্রলোভন দেখাইতো। ২৫/১২/২৩ ইং

তারিখ সন্ধ্যা আনুমানিক পাঁচ ঘটিকার সময় আমার শ্বশুর আমার শ্বশুর অসুস্থ হওয়ায় আমি সহ আমার স্বামী শশুরকে নিয়ে শশুরকে নিয়ে হাসপাতালে গোপালপুর হাসপাতালে নিয়ে আসি আমার মেয়ে বাড়িতে আমার মেয়ে বাড়িতে একা ছিল

রাত অনুমানিক ৮:৩০ মিনিট ঘটিকার সময় আমরা আমাদের বাড়িতে গিয়ে আমার মেয়েকে বাড়িতে না দেখিতে পাইয়া তাকে খোঁজাখুঁজি করতে ছিলাম।

একপর্যায়ে আমার মেয়ে আমার

বসতবাড়ির দক্ষিণ পারসে জনৈক আজিজুল ওরফে আফজাল পিতা মৃত তাজু মন্ডল এর পুকুর পাড়ে আর বাগানে দিক হইতে দেখতে দেখে দূরে আসতে দেখে আমি সহ প্রতিবেশী সাক্ষী মোঃ সোহাগ (৩০) পিতা মৃত হামিদ থানা লালপুর জেলা নাটোর

ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে জি পুকুর গ্রামের আদিবাসী কিশোরীকে দর্শনের দর্শক নাইমের অবিলম্বে গ্রেফতার এবং ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেন

মানববন্ধনে বক্তব্য রাখেন ভিক্টিমের বাসন্তী সরদার ভূমিহীন আঞ্চলিক কমিটির সদস্য সাধারণ সম্পাদক রাজিয়া বেগম ভূমিহীন নেতা শিরীষ পাহাড়িয়া ভূমি হিন নেতা বাপ্পি দাস আদিবাসী কিশোরী দিদি শা পাহাড়িয়া ভূমিহীন নেতা আকাশ আহমেদ।

নিজেরা করির পক্ষ থেকে বক্তব্য রাখেন এলাকা প্রতিনিধি রিনা মন্ডল এছাড়াও অংশগ্রহণ করেন নিজেরা করীর বিভাগীয় সমন্বয়ক মমিনুল ইসলাম কর্মী রঞ্জনা দাস ও উত্তম কুমার রায়।

প্রিন্ট করুন