সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫ । ৪:০৪ অপরাহ্ণ

 

ষ্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম দক্ষিণ জেলার কর্ণফুলী থানাধীন এলাকা ডাঙ্গারচর ১ নং ওর্য়াডের গতকাল বিকাল ৪ টা সময়ে বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ডাঙ্গাচর ১ নং ওর্য়াডের সর্বস্তরের জনগণ।

গত ৮ ই এপ্রিল বিকাল ৫ টা দিকে কর্ণফুলী থানার নৌ তদন্ত পুলিশ ফাঁড়িতে হামলা ও মারধর করেন, এস আই হালিমের ইদ্ধনে, হামলাকারীরা সালাউদ্দিন, পিতা( মো, সোলেমান) অলি আহমেদ, জয়নাল, নওশাদ ( পিতা, মনির)
মুমিন, পিতা, খয়রাতি), জকির, আজম, আলি, পিতা( ইলিয়াস) আরো অজ্ঞাতনামা আরো ৪,৫ জন, হামলায় আহত হন, মিজানুর রহমান খোকা, মো, জাবেদ, ও মো, সেলিম রেজা,

পরবর্তীতে, এলাকার সাধারণ জনগন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়,
গত কাল ১৪ ই এপ্রিল বিকাল ৪টা সময় ডাঙারচর ১ নং ওর্য়াড মানববন্ধন কর্মসূচি পালন করেন বিচারের দাবীতে, এই সময়ে উপস্থিত ছিলেন, ভিকটিম,

মো, সেলিম রেজা, মিজানুর রহমান খোকা, মো, জাবেদ। মো, ওসমান গনি, মো,মামুন, মো, আবুল, কাশেম, মো, আরিফ হোসেন, মো, আরমান, মো, জাবেদ, মো,রহিম, মোছা: চম্পা, মোছা: মুন্নী সহ দের শতাধিক এলাকার সর্বস্তরের জনগণ।

প্রিন্ট করুন