শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ভূমিকা রাখছেন ওসি শামসুউদ্দিন মোহাম্মদ ইলিয়াস

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ । ১২:৪২ পূর্বাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি :

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনায় এসেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসু উদ্দিন মোহাম্মদ ইলিয়াস। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু প্রভাবশালী চক্র চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এতে জনজীবন আতঙ্কের মধ্যে থাকলেও ওসি ইলিয়াসের নেতৃত্বে ধারাবাহিক অভিযান চালিয়ে অপরাধীদের দমন করা হচ্ছে। ফলে বাজার, গ্রামীণ জনপদ ও সড়ক-মহাসড়কে নিরাপত্তা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

 

বিশেষ করে গত ৫ আগস্টের পর দেবিদ্বার-চান্দিনা সড়কে ডাকাতির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। তবে ওসি শামসু উদ্দিন মোহাম্মদ ইলিয়াসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বর্তমানে সড়কটি ডাকাতমুক্ত হয়েছে। এর ফলে প্রবাসী, যাত্রী ও স্থানীয়রা এখন রাতে নিশ্চিন্তে ও নিরাপদে চলাচল করতে পারছেন।

 

ব্যবসায়ী সমিতির নেতারা জানান, ওসি ইলিয়াস দায়িত্ব নেওয়ার পর থেকে চাঁদাবাজদের কার্যক্রম সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছে। বাজার-ঘাট ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে।

 

এ বিষয়ে ওসি শামসু উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন,

পুলিশের মূল দায়িত্বই হলো জনগণের জানমাল সুরক্ষা করা। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসী—কেউই আইনের বাইরে নয়, কাউকেই ছাড় দেওয়া হবে না। দেবিদ্বারকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মাসে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে একাধিক চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে।

 

স্থানীয় জনগণের আশা, পুলিশের এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে দেবিদ্বার শিগগিরই একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলায় পরিণত হবে।

প্রিন্ট করুন