ঈদুল ফিতর ২০২৪ কত তারিখে জেনে নিন

আপনারা জেনে নিন এই আর্টিকেল পড়ে যে ঈদুল ফিতর কত তারিখে হবে। ঈদুল ফিতর ২০২৪ – Eid Ul Fitre-2024 এর প্রকৃত তারিখ জানা গেছে। জাতীয় পত্রিকার বিভিন্ন পাতায় সরকারী ও জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য দিয়েছে।
আপনারা যেহেতেু ঈদের সঠিক তারিখ খুঁজছেন, তাই আপনাদের সুবিধার্থে আমারা আজকের এই পোস্টটি আপনাদের জন্য করা হয়েছে। যাতে করে খুব সহজে আপনারা ঈদের তারিখ ২০২৪ আমাদের এখান থেকে জেনে নিতে পারেন। ৩০ দিন রমজান মাসে সিয়াম সাধনা করার পর এই আনন্দের দিন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
ইসলাম ধর্মে বছরে ২ টি ঈদ হলেও এই ঈদুল ফিতরে অনেক আনন্দ হয়। ঈদুল ফিতর ২০২৪ থেকে আপনার সঠিক ঈদের তথ্য জানতে পারবেন।
বাংলাদেশে ঈদুল ফিতরের নির্দিষ্ট তারিখ হিসেবে প্রকৃতপক্ষে চাঁদ দেখার উপর নির্ভরশীল । সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়। ঈদুল ফিতর ২০২৪ এর তারিখ হিসেবে গনমাধ্যম জানিয়েছেন যে, ঈদের তারিখ আপাতত রমজান মাসের রোজা হিসেবে দিন তারিখ করা হয়েছে।
২০২৪ সালের রমজান শুরু হয়েছে ১২ মার্চ। সেই হিসেবে রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৪ সালে ঈদুল ফিতর পালিত হবে ১০ অথবা ১১ এপ্রিল। রমজান ২৯ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ১০ এপ্রিল। আর রমজান ৩০ দিনের হলে ঈদুল ফিতর পালন করা হবে ১১ এপ্রিল ২০২৪।
বাংলাদেশের মধ্যে এই ঈদুল ফিতরের তারিখের জন্য লাখ লাখ শ্রমিক শুধু ঢাকা শহর থেকেই অফেক্ষা করে। যে ঈদুল ফিতর ২০২৪ কত তারিখে হবে। তখন তারা ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে । এছাড়া হাজারো ব্যক্তি রয়েছে যারা কিনা এই ঈদের আনন্দে তাদের পরিবারের জন্য মার্কেট করে। এই জন্য ঈদুল ফিতর ২০২৪ এর তারিখ জানা সবারই জরুরী। এবং বাংলাদেশের বিভিন্ন চাকরিজিবী তাদের পরিবারকে একসাথে নিয়ে চাকরি করার জন্য এই পবিত্র ঈদুল ফিতর ২০২৪ এর তারিখ জানতে চায়।
ত্যাগ: ঈদুল ফিতর কবে ২০২৪, ২০২৪ ঈদ কবে, ঈদুল ফিতরের তারিভখ ২০২৪, ২০২৪ ঈদুল ফিতরের তারিখ, Eid Ul Fitre 2024 , ঈদ কি বার হবে ঈদের সঠিক তারিখ, Eid tarikh 2024, 2024 Eid date, Eid date 2024, 2024 Eid Ul Fitre