বাতাকান্দি বয়েজ এন্ড গার্লস হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

হালিম সৈকত,কমিল্লা।
কুমিল্লার তিতাসের বাতাকান্দি বয়েজ এন্ড গার্লস হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বাতাকান্দি বয়েজ এন্ড গার্লস হাই স্কুল মাঠে প্রথমে পবিত্র কোরআন তেলওয়াতের পর পরই জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাতাকান্দি বয়েজ এন্ড গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সায়েম সরকার।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতাকান্দি বয়েজ এন্ড গার্লস হাই স্কুলে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ কামরুল সরকার, তুহিন আহম্মেদ, এনামুল হক ভূঁইয়া ও মবিন সরকার।
অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক চন্দ্র মোহন সরকার ও খাদিজা আক্তারের পরিচালনায় এসময়ে বক্তব্য রাখেন, অবিভাবক সদস্য জহিরুল ইসলাম প্রধান, আফসানা আক্তার শাম্মি, মুক্তা আক্তার, ইমানুল ইসলাম ইমন, সহকারী শিক্ষক মেহেদী তফাদার, লেবিনা পারভীন, মোঃ মোমেন মিয়া ও মোঃ ইউনুস রানা প্রমূখ।
সহকারী শিক্ষক রাসেল উদ্দিন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে প্লে-শ্রেণি থেকে নবম শ্রেনি পর্যন্ত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করে, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
তাছাড়াও এফডিএস মেধাবৃত্তি ২০২৪ অর্জন করায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাফছা ইসলাম, সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান, খাদিজাতুল আকসা,অষ্টম শ্রেণির শিক্ষর্থী শাফিন আহাম্মেদ কাইফ, নিরমা আক্তার ও মিথিলা আক্তারকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়।