খুঁজুন
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক, ১৪৩২

চালের দাম বেশি

চালের বাজার: এক বছরে দাম বেড়েছে ১৪-১৯ শতাংশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ৮:১৫ অপরাহ্ণ
চালের বাজার: এক বছরে দাম বেড়েছে ১৪-১৯ শতাংশ

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। আমদানি বৃদ্ধি, ভর্তুকি মূল্যে বিক্রি, অভিযানসহ কোনো উদ্যোগই বাড়তি দামের লাগাম টানতে কাজে লাগছে না। সম্প্রতি ভরা মৌসুমেও হঠাৎ করেই দফায় দফায় চালের দাম সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ টাকার বেশি বেড়েছে। যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। শুধু গত এক বছরেই চাল ভেদে দাম ১৪-১৯ শতাংশ বেড়েছে।

সম্প্রতি রাজধানী এবং এর আশপাশের বিভিন্ন এলাকার খুচরা বাজার ও দোকানগুলো ঘুরে দেখা গেছে, মানভেদে কেজিপ্রতি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে কেজিতে ৮০ থেকে ৯০ টাকায়। দোকানিরা বলছেন, গত সপ্তাহেও এসব চালের দাম ছিল ৭৮ থেকে ৮৫ টাকার মধ্যে। আবার অন্যান্য চালের মধ্যে ‘স্বর্ণা’ ৫৪ থেকে ৫৫ টাকা, ‘শম্পা’ ৭৩ থেকে ৭৪ টাকা এবং মিনিকেট বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা দামে।

খোদ সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, চালের মধ্যে নাজির ও মিনিকেট বর্তমানে বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৭০ থেকে সর্বোচ্চ ৮৪ টাকা কেজি। ১ মাস আগে যার দাম ছিল সর্বনিম্ন ৬৮ থেকে সর্বোচ্চ ৮০ টাকা কেজি। সেই হিসাবে ১ মাসেই দাম বেড়েছে ৪ দশমিক ০৫ শতাংশ। আর ১ বছর আগে এই দুটি চালের দাম ছিল সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ টাকা কেজি। সে অনুযায়ী ১ বছরে দাম বেড়েছে ১৪ দশমিক ০৭ শতাংশ।

আবার পাইজাম ও আঠাশ (মাঝারি মানের মোটা চাল) রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা কেজি দরে। ১ মাস আগে যা বিক্রি হতো ৫৯-৬৩ টাকায়। মাস ঘুরতেই এই চাল বাজারে দাম বেড়েছে ২ দশমিক ৪৬ শতাংশ। আর এক বছর আগে এই দুই জাতের চাল ৫০-৫৫ টাকায় পাওয়া যেত। সে অনুযায়ী বছর ঘুরতেই দাম বেড়েছে ১৯ দশমিক ০৫ শতাংশ।

বাড়ন্ত দামে পিছিয়ে নেই মোটা চালও। স্বর্ণা, চায়না, ইরি জাতের চালও বছর ঘুরতেই দাম বেড়েছে প্রায় ১২ শতাংশ।

এছাড়া নিউমার্কেট, রামপুরা বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার, কচুক্ষেত বাজার, হাতিরপুল বাজারের দাম অনুযায়ী টিসিবি বলছে, সম্প্রতি চালের দাম বাড়ার সাথে সয়াবিন তেল (লুজ), সয়াবিন তেল (বোতল), রাইস ব্রান তেল (১ লিটার বোতল), পাম অয়েল (লুজ), পাম অয়েল সুপার, দেশি রসুন, দেশি শুকনা মরিচ, শুকনা মরিচ (আমদানি), দেশি আদা, লবঙ্গ, এলাচ, ধনে, তেজপাতা, ডিপ্লোমা গুঁড়া দুধ, আয়োডিনযুক্ত লবণ, ডিম, লেখার কাগজ, লম্বা বেগুন এবং কাঁচা মরিচের দামও বেড়েছে।

 

ত্যাগ: চাউলের, বাজার, চাউলের দাম, আজকের চাউলের দাম কত, চালের দাম কত, চালের দাম ২০২৫, ফেব্রুয়ারী ২০২৫ চালের দাম, মোটা চালের দাম, স্বর্ণা চালের দাম কত, চিকন চালের দাম কত, পাইজাম চালের দাম, চায়না চালের দাম ২০২৫

দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী— আওয়ামী লীগ সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী— আওয়ামী লীগ সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে

 

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় অন্যতম আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাঁ ছোয়ার বাইরে। গেল বছরের ৪ আগষ্ট দেবিদ্বারে রাজ্জাক রুবেল হত্যার দিন প্রকাশ্যে মহড়া দিয়েছে তার লোকজন নিয়ে৷

ঘটনাটি ঘটার দেড় বছর পেরিয়ে গেলেও হামলাকারী তোফাজ্জল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে,দি-রয়েল কলেজের শিক্ষক তোফায়েল হায়দার দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কুমিল্লা শহরে তার আলিশান ফ্লাটে থাকছেন৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীরা কয়েক ধাপে গ্রেফতার হলেও তোফাজ্জল হোসেন রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছে।

গত ৫ তারিখের পর থেকে অভিযুক্ত তোফায়েল গা-ঢাকা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করেনি।

অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে শিক্ষার্থীরা যাতে অংশ গ্রহন না করে সেজন্য কলেজের পেডে ঐ শিক্ষক

জরুরী নোটিশ দিয়েছিল।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঘটনার তদন্ত চলছে, আমরা কাউকে ছাড় দেব না।” তবে এখনো কোনো গ্রেপ্তার না হওয়ায় ছাত্রসমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, “আমরা ন্যায়বিচার চাই। যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে আন্দোলন আরও বিস্তৃত হবে।”

এ বিষয়ে অভিযুক্ত তোফায়েল হায়দারের ব্যবহৃদ মোবাইল নাম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা অপরাধীরা যদি আইনের আওতায় না আসে, তবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।তাই

হামলাকারী তোফায়েল হায়দার ও তার সঙ্গীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন।

Md. Tofael Ahmed  তোফায়েল আহমেদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
Md. Tofael Ahmed  তোফায়েল আহমেদ

Md. Tofael Ahmed

(Special Correspondent)

B Positive (B+)

phone (01601363847)

Gmail. Mdtofaelahmed377@gmail

দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী— আওয়ামী লীগ সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে Md. Tofael Ahmed  তোফায়েল আহমেদ সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ ভূঁইয়ার সীমাহীন লুটপাট: কমলাপুর থেকে বরগুনা- দুর্নীতির বিস্তৃত সাম্রাজ্য সদস্য প্রশাসন মোয়াজ্জেম’র বিরুদ্ধে নীতিমালা বহির্ভূতভাবে ১১শ কর্মকর্তাকে পোস্টিং বাণিজ্য অর্ধশত কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগ রাজউক ইঞ্জিনিয়ার টিপুর ‘অঘোষিত সাম্রাজ্য’  পাখির খাদ্যের আড়ালে এলো ২৫ হাজার কেজি মাদক গৌরসারে প্রিয় শিক্ষকের বিদায়: ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে উঠল পুরো গ্রাম সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা দেবিদ্বারে ব্যবসায়ীর ছেলেকে মারধর ও হত্যাচেষ্টা, ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লার তিতাসে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে ৪ নারীকে  তিতাসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার  সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর’…..আপোষহীন তরুণ নেতা আল আমিন হক বাবু  তিতাসে ভূয়া দলিল সৃজন করে মনিরুজ্জামান লিটনের কবরস্থান দখলের পায়তারা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ হোসেন এর সেন্ডিকেটের ব্যবস্থা নিতে গড়িমসি হোমনায় নিহত জবি’র ছাত্রদল নেতা জুবায়েদের বাড়িতে শোকের মাতম: বিচারের দাবিতে বিক্ষোভ  কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার বড়বোন, অতপর ব্লাক মেইল ও অর্থ আত্নসাৎ  দেবিদ্বার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালালের অপসারণ ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ধানের জমিতে কারেন্ট পোকা দমনের উপায় গণপূর্ত প্রকৌশলী জহুরুল ইসলামের বিরুদ্ধে ৭৮ লাখ টাকার বিল জালিয়াতির অভিযোগ গণপূর্ত প্রকৌশলী লতিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির পাহাড়, একাধিক মামলার আসামি হয়েও বহাল তবিয়তে দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন  রাজস্ব কর্মকর্তা দর্জি রুবেলের অবৈধ সম্পদের সাম্রাজ্য : প্রভাব, দুর্নীতি আর দায়মুক্তির গল্প কর পরিদর্শক রুবেল দর্জির নামে-বেনামে কোটি টাকার সম্পদ উন্মোচন এতিম মেয়ের বিবাহ উপলক্ষে মানবতার হাত বাড়িয়ে দিলো দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা তিতাসে তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন আক্তারুজ্জামান সরকার  ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার