খুঁজুন
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ, ১৪৩২

মার্চ ফোর গাজা

ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা March for Gaza

শামীম রেজা
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০:৩৪ অপরাহ্ণ
ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা March for Gaza

ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা March for Gaza

ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা
March for Gaza | ঢাকা | ২০২৫

বিসমিল্লাহির রাহমানীর রাহীম
আল্লাহর নামে শুরু করছি
যিনি পরাক্রমশালী, যিনি ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী,
যিনি মজলুমের পাশে থাকেন, আর জালেমের পরিণতি নির্ধারণ করেন।

আজ আমরা, বাংলাদেশের জনতা—যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করি—সমবেত হয়েছি গাজার মৃত্যুভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ।

এই পদযাত্রা ও গণজমায়েত থেকে আজ আমরা চারটি স্তরে আমাদের দাবিসমূহ উপস্থাপন করব-

আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি।

ষণাপত্
Mrch for Gaza

যেহেতু—জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষার, দখলদারিত্ব ও গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে;
এবং—আমরা দেখেছি, গাযায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়—বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল;
এবং—এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়—বরং পশ্চিমা শক্তিবলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইজরায়েলকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে;
এবং—এই বিশ্বব্যবস্থা দখলদার ইজরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে;

সেহেতু—আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি:

১। জায়নবাদী ইজরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে;
২। যুদ্ধবিরতি নয়—গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে;
৩। ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে;
৪। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে;
৫। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা, এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে;

কারণ—এই মুহূর্তে বিশ্বব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পরে আছে,
গাযার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে।

আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মাহর নেতৃবৃন্দের প্রতি।

যেহেতু—আমরা বিশ্বাস করি, ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়—এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়ের অংশ;
এবং—গাযা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়—এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি;
এবং—উম্মাহর প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র, এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত—যা আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ;
এবং—ইজরায়েল একটি অবৈধ, দখলদার, গণহত্যাকারী রাষ্ট্র—যা মুসলিমদের প্রথম কিবলা ও একটি পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে;
এবং—ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে—মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন-নির্যাতন চালিয়ে যাচ্ছে;
এবং—ভারতে সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ও ঐতিহাসিক অধিকার হরণ করা হয়েছে—যা উম্মাহর জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা;

সেহেতু—আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসি’র মত মুসলিম উম্মাহর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই:

১। ইজরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে;
২। জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে;
৩। গাযার মজলুম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে;
৪। আন্তর্জাতিক পর্যায়ে ইজরায়েলকে এক ঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে;
৫। জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে;

কারণ—গাযার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই, গাযার পাশে দাঁড়ানোই উম্মাহর জন্য সম্মানের একমাত্র পথ।
এবং—যে নেতৃত্ব আজ নিরব, কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে।

আমাদের তৃতীয় দাবিগুলো বাংলাদেশ সরকারের প্রতি-

যেহেতু—বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা;
এবং—আমরা বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়—ঈমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে আছে;
এবং—একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব, জনগণের ঈমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা;
এবং—বাংলাদেশের জনগণ গাযার পাশে থাকার অঙ্গীকার করেছে, তাই রাষ্ট্রীয় পর্যায়ে নিরবতা এই জনআকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার শামিল;

সেহেতু—আমরা বাংলাদেশের সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই:

১। বাংলাদেশি পাসপোর্টে ‘Except Israel’ শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইজরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে;
২। সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে, তা বাতিল করতে হবে;
৩। রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে;
৪। সকল সরকারি প্রতিষ্ঠানে এবং আমদানি নীতিতে জায়নবাদী কোম্পানির পণ্য বর্জনের নির্দেশনা দিতে হবে;
৫। জায়নবাদের দোসর ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে, যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়—বরং আন্তর্জাতিক জায়নিস্ট ব্লকের অন্যতম দোসর;
৬। পাঠ্যবই ও শিক্ষা নীতিতে আল-আকসা, ফিলিস্তিন, এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে—
যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে।

কারণ—রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত।
আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস কাউকেই ক্ষমা করে না।

আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রটি যা মূলত একটি অঙ্গীকারনামা

যেহেতু—আমরা বিশ্বাস করি, আল-কুদস কেবল একটি শহর নয়—এটি ঈমানের অংশ;
এবং—আমরা জানি, বাইতুল মাকদিসের মুক্তি অন্য কারো হাতে নয়—আমাদেরই কোন প্রজন্মের হাতে তা লেখা হবে;
এবং—আমরা বুঝি, জায়নবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল;
এবং—আজ যদি আমরা প্রস্তুত না হই, তাহলে আল্লাহ না করুন কাল আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে—যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে;
এবং—গাযা আমাদের জন্য এক আয়না—যেখানে আমরা দেখতে পাই, কীভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয়, সংগ্রামে দৃঢ় থাকা;
সেহেতু—আমরা এই মাটির মানুষ, এই মুসলিম ভূখণ্ডের নাগরিক, এই কওমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মাহর সদস্য—একটি অঙ্গীকার করছি:
১। আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করবো—প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইজরায়েলের দখলদারিত্বকে টিকিয়ে রাখে;
২। আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করবো—যারা ইসলাম ও মুসলিম উম্মাহর সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করবে, ইন শা আল্লাহ;
৩। আমরা আমাদের সন্তানদের এমনভাবে গড়ে তুলবো—যারা নিজেদের আদর্শ ও ভূখণ্ড রক্ষায় জান ও মালের সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকবে;
৪। আমরা বিভাজিত হবো না—কারণ আমরা জানি, বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না।
আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয়।
আমরা শুরু করবো নিজেদের ঘর থেকে—ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ—সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে।

আমরা মনে রাখবো:
গাযার শহীদরা কেবল আমাদের দো‘আ চান না—তাঁরা আমাদের প্রস্তুতি চান।

শেষকথাঃ

শান্তি বর্ষিত হোক গাযার সম্মানিত অধিবাসীদের উপর—তাঁদের উপর,
যাঁরা নজিরবিহীন সবর করেছেন, যাঁরা অবিচল ঈমানের প্রমাণ দিয়েছেন।
যাঁরা ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের আগুন জ্বেলেছেন
বিশ্বের নীরবতা ও উদাসীনতার যন্ত্রণা হাসিমুখে বুকের মাঝে ধারণ করেছেন।
শান্তি বর্ষিত হোক তাদের উপর, যাঁরা নাম রেখে গেছেন ইজ্জতের খতিয়ানে—

শান্তি বর্ষিত হোক হিন্দ রজব, রীম এবং ফাদি আবু সালেহ সহ সকল শহীদেরর উপর, যাঁদের রক্ত দ্বারা গাজার পবিত্রভূমি আরো পবিত্র হয়েছে, যাঁদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা।
শান্তি বর্ষিত হোক বাইতুল মাকদিসের গর্বিত অধিবাসীদের উপর, যাঁদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় ‘আল-কুদস লানা’, আল কুদস আমাদের!

গাজার জনগণকে অভিনন্দন—

আপনারা ঈমান, সবর আর কুরবানীর মহাকাব্য রচনা করেছেন।
দুনিয়াকে দেখিয়েছেন—ঈমান আর তাওয়াক্কুলের শক্তি
আমরা, বাংলাদেশের মানুষ—শাহ জালাল আর শরীয়াতুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে, আপনাদের সালাম জানাই,
আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই,
আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দো‘আ—
হে আল্লাহ, গাজার এই সাহসী জনপদকে তুমি সেই পাথর বানিয়ে দাও,
যার উপর গিয়ে ভেঙে পড়বে জায়োনিস্টদের সব ষড়যন্ত্র।

বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে,
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার

রাসেল সোহেলকে সভাপতি ও এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভকে সাধারণ সম্পাদক এবং দেশ টিভির ভিডিও জার্নালিস্ট ও বার্তা ২৪ এর মঈন নাসের খাঁন রাফিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ) রাতে সকলের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মাই টিভির জসিম উদ্দিন,

রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডেইলি প্রেজেন্ট টাইমস ও দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মো.হাবিবুর রহমান মুন্না,

কোষাধ্যক্ষ পদে রয়েছেন জিটিভির কুমিল্লা উওর প্রতিনিধি মো.মাঈন উদ্দিন,দপ্তর সম্পাদক পদে রয়েছেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি রাজিব সাহা,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন,

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন লাখোকন্ঠের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার জবিউল্লাহ মাহিন।

নির্বাহী সদস্য পদে রয়েছেন ডেইলি স্টারের কুমিল্লা জেলা প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক ভোরের কলামের সম্পাদক মো.তৌহিদ মাহমুদ অপু,

আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার সাকলাইন যোবায়ের,

দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার ও ম্যাক নিউজের সম্পাদক রকিবুল ইসলাম (ম্যাক রানা), দেশ রূপান্তরের কুমিল্লা জেলা প্রতিনিধি দুলাল মিয়া,

সময়ের আলো ও রাইজিং বিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি মো.ইয়াছিন মিয়া।

দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম।

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় গতকাল মঙ্গলবার ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মেহেদী হাসান গত রোববার ঢাকা থেকে কুমিল্লা যাবার পথে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাস স্ট্যান্ড সংলগ্ন,

সাইদুর রহমানের হোটেলের সামনে প্রতিপক্ষ আলমগীর ও খাদিজার আক্তারের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে ৮/১০ জন একত্রিত হয়ে রামদা,

চাপাতি ,সুইচ গিয়ার, লোহার রড, হকি স্টিক, লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে ।

এ সময় তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ও একটি মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়। মেহেদী হাসানের চিৎকারে এলাকাবাসী সাথে সাথে মেহেদী হাসানকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

মেহেদী হাসানের শরীরের বিভিন্ন স্থানে ১৬টি সেলাই করা হয়েছে।

প্রতিপক্ষরা যাওয়ার সময় বলে যায় মামলা করলে প্রাণে মেরে ফেলা হবে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মেহেদী হাসানের মা শাহিনা আক্তার বাদী হয়ে ৫ জনের নামে একটি মামলা দায়ের করেছে। আসামিরা হল,

আলমগীর হোসেন, খাদিজা আক্তার ,মোঃ আল আমিন, শারমিন আক্তার, শরিফুল ইসলাম।

বর্তমানে মেহেদী হাসানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। উল্লেখ্য প্রতিপক্ষদের বিরুদ্ধে এলাকায় বিগত দিনে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে এক কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি, এমনকি মদ্যপান ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিজেকে বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

চাঁদাবাজির কৌশল

ভুক্তভোগীদের অভিযোগ, সুর্য চৌধুরী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দুর্বলতা খুঁজে পেলে তা নিয়ে ‘সংবাদ প্রকাশ’ করার ভয় দেখান। এরপর অর্থের বিনিময়ে ‘সংবাদ বন্ধ’ রাখার প্রস্তাব দেন। এমনকি কোন কোন সময় ক্যামেরা বা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেটিকে ‘প্রমাণ’ হিসেবে ব্যবহার করে চাপ প্রয়োগ করেন।

বান্দরবানের রুমা এলাকার এক দোকান মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “উনি আমার দোকানে এসে বললেন, লাইসেন্স নাই, এটা নিউজ হলে সমস্যা হবে। পরে বলেন, ১০ হাজার টাকা দিলে নিউজ হবে না।”

অসামাজিক কর্মকাণ্ড

অভিযোগ রয়েছে, সুর্য চৌধুরী বিভিন্ন সময়ে পাহাড়ি পর্যটন এলাকায় মদ্যপান করেন এবং মাদক সেবন করেন। স্থানীয় কয়েকজন জানান, তিনি সন্ধ্যার পর বিভিন্ন হোটেলে ‘গোপন আড্ডা’ দেন যেখানে মদপানসহ অসামাজিক কার্যকলাপ চলে।

এক স্থানীয় রিসোর্টের কর্মচারী জানান, “ওনাকে প্রায়ই দেখি সন্ধ্যার দিকে গেস্টদের সঙ্গে বসে মদ খেতে। আমাদের বারবার নিষেধ করলেও উনি বলেন—আমি সাংবাদিক, কেউ কিছু করতে পারবে না।”

সাংবাদিকতার আড়ালে ‘ব্যবসা’

বান্দরবানের প্রকৃত সাংবাদিকদের একাংশ জানিয়েছেন, সুর্য চৌধুরীর মত কথিত সাংবাদিকদের কারণে এলাকার সাংবাদিক সমাজ বিব্রত। বান্দরবান প্রেস ক্লাবের এক সদস্য বলেন, “সাংবাদিকতার নামে এমন চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আমরা চাই প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক।”

প্রশাসনের অবস্থান

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী যেকোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সজাগ রয়েছে।

সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। কিছু অসাধু ব্যক্তি এই পেশার আড়ালে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা চালিয়ে থাকেন, যা সমাজে সাংবাদিকতার ভাবমূর্তি নষ্ট করছে। প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এ ধরনের ব্যক্তিদের ব্যাপারে সতর্ক ও প্রতিবাদী হওয়া প্রয়োজন।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম। বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নরসিংদী চক্ষু হাসপাতালের উদ্বোধন  অবশেষে কারাগারে যেতে হল সেই সজীবকে আগরতলার বিশালঘরে ওয়াকফ আইন বাতিলের দাবীতে নাগরিক মঞ্চের বিক্ষোভ সমাবেশ জাল দলিল চক্রের ছত্রছায়ায় সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান: মোটা অঙ্কের ঘুষে চিরিরবন্দরে বদলি! চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার আটক ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলেন অটোতে, প্রাইভেট কারে এসে ছোঁ মেরে পগারপার কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা নরসিংদীতে প্রায় দেড়কোটি টাকার কাপড় উদ্ধার, আটক-৫ তিতাসে ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে আটক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ ছায়া প্রভু’ তুহিনের দুর্বৃত্ত সাম্রাজ্য রাজনীতি, পর্ব-৩ এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১.৫ বিলিয়ন ডলার সাংবাদিকসহ তিনজনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গাজা যুদ্ধবিরতির জন্য জিম্মি মুক্তির দাবি ইসরাইলের গণমাধ্যম সপ্তাহের দাবিতে নরসিংদীতে বিএমএসএফ এর স্মারকলিপি সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে মানববন্ধন টোলকর্মীকে ‘কয়েক সেকেন্ডে সাত থাপ্পড়’ নারীর নরসিংদীতে গুলি করে একজনকে হত্যা বিএনপির তুহিন এখন আওয়ামী লীগের ছায়া সরকার-০২ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে লোকজ বৈশাখী মেলার আয়োজন ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত। সিদ্ধিরগঞ্জে স্ত্রী-ছেলেসহ তিন খুন: আসামি ইয়াছিন ৫ দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা March for Gaza ডেভিলহ্যান্ট অভিযানে দাউদকান্দিতে আ’লীগ ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার টিকটকে পরিচয়, পরে দুই বন্ধু মিলে ধর্ষণ
Open chat
Hello
Can we help you?