মতলব উত্তর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কিশোরগঞ্জে বদলি

নানা অভিযোগে আলোচিত-সমালোচিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সেলিম হোসেনকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সচিব (ত্রাণ প্রশাসন-১) মোঃ জাহাঙ্গীর আলম এর সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
একই আদেশে মতলব উত্তর পিআইও মো. সেলিম হোসেনকে করিমগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। তবে মোঃ সেলিম হোসেকে ‘প্রশাসনিক কারণ’ বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ আছে। উভয় কর্মচারীকে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। অন্যথায় ২৯ সেপ্টেম্বর থেকেই বর্তমান কর্মস্থল থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
বদলির বিষয়ে জানতে পিআইও মোঃ সেলিম হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া গেছে।
উপজেলা ও জেলা প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্রে মোঃ সেলিম হোসেনের বদলির আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শাস্তি হিসেবে কিংবা কারও বিশেষ সুপারিশে তাকে বদলি করা হয়ে থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, পিআইওর বদলির আদেশের কথা শুনেছি। তবে আমি এখনও আদেশের কপি পাইনি।