খুঁজুন
রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন, ১৪৩২

নির্মাণাধীন নৌপুলিশ ফাঁড়ি ভবনে চুরি-ভাংচুর!!স্থানীয়রা বলছেন অন্যকিছু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
নির্মাণাধীন নৌপুলিশ ফাঁড়ি ভবনে চুরি-ভাংচুর!!স্থানীয়রা বলছেন অন্যকিছু

 

আশিকুর রহমান :

নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে নবনির্মিত নৌ-পুলিশ ফাঁড়ির ভবনে সংঘবদ্ধ চুরি ও ভাংচুরের মত ঘটনা ঘটেছে। আর স্থানীরা বলছেন উদ্দেশ্য প্রণীত।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দূর্গম চরাঞ্চল আলোকবালি ইউনিয়নের চরমাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা নদী বেষ্টিত চরমাধবপুর মৌজায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক নৌ-পুলিশ ফাঁড়ির নতুন ভবন নির্মাণের কাজ চলিতেছে।

শুক্রবার বেলা আনুমানিক ৩টার দিকে ৫ থেকে ৬ জনের সংঘবদ্ধ একটি চোর চক্র ভবনের সৌন্দর্য বর্ধনের কাঁচ ভাংচুর করে ভিতর রক্ষিত বিভিন্ন ধরনের মালামাল যাহা আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকার মত চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, নৌ-পুলিশ ফাঁড়িতে ভাংচুর ও লুটপাট উদ্দেশ্য প্রণীত। শুক্রবার দিন মুরাদনগর গ্রামের আজাদ মিয়ার ছেলে অহিদুল, কাশেম মিয়ার ছেলে আয়নুল, তারাচাঁন মিয়ার ছেলে আল আমিন সালাম মিয়ার ছেলে ফারুক মিয়া, আজি মিয়ার ছেলে দিপু,

নুরু মিয়ার ছেলে হিমেল সহ কয়েকজন মিলে এ ঘটনা ঘটায়। এরা সবাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আসাদ উল্লার দলের লোক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা এডভোকেট আসাদের হুকুমে মুরাদনগর সহ আলোকবালি ইউনিয়নে বিভিন্ন সময়ে নানান  অপকর্ম করে বেড়াতো।

এধরণের ঘটনার মূল উদ্দেশ্যই হলো প্রতিপক্ষকে ঘায়েল করা।কেয়ারটেকার জজ মিয়া বলেন, আমি এই নির্মাণধীন ভবনটি দীর্ঘদিন ধরে দেখবাল করে আসছি।

শুক্রবার দিন ওই ৬ জন মিলে ভবনের সৌন্দর্য বর্ধনের কাঁচ, দরজা-জানালা ভাংচুর সহ ভিতরে রক্ষিত প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। পরে আমি এসব ঘটনা দেখে থানায় ৬জনের নামে অভিযোগ করি। এসব কাজ করার উদ্দেশ্য হলো তাদের প্রতিপক্ষ লোকজনকে ফাঁসানো।

এবিষয় জানতে এডভোকেট আসাদ উল্লা বলেন, যে ৬ জনের নামে অভিযোগ দাওয়া হয়েছে তার মধ্যে অধিকাংশই আমার আত্মীয় স্বজন। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সাথে জড়িত। দুই/একজন বাদে বাকিরা ৫ আগস্টের পর থেকে বাড়ি ছাড়া।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আমরা একজনকে আটক করেছি।

প্রবাস থেকে মিথ্যা মামলার প্রতিবাদ জানালেন নাঈম আহমেদ সানি 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
প্রবাস থেকে মিথ্যা মামলার প্রতিবাদ জানালেন নাঈম আহমেদ সানি 

 

 

স্টাফ রিপোর্টার:

ছাত্র-জনতা-মেহনতি মানুষের অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

নেতৃত্বহীন কর্মীরা অভ্যুত্থানের কিছুদিন পর। ঢাকার রাজধানীর অলি গলিতে,

আওয়ামী লীগের জটিকা মিছিল শুরু করেন।

এর প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়ে, এবং

গ্রাম থেকে শহর। প্রত্যেক জায়গাতে আওয়ামী লীগের। জটিকা মিছিল শুরু করেন নেতাকর্মীরা।

অভ্যুত্থানের প্রায় এক বছর পর।

১৬ সেপ্টেম্বর ২০২৫. সকাল দশ ঘটিকায়

কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানাধীন জিংলাতলী ইউনিয়নের সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী রাস্তার উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৫/৩০ জনের একটি জটিকা মিছিল করেন ।

খবর পেয়ে ঘটনাস্থলে

দাউদকান্দি মডেল থানা পুলিশ পৌঁছালে।

আন্দোলনকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময়। ৭জনকে আটক করে পুলিশ,

১৭ সেপ্টেম্বর দাউদকান্দি থানার এসআই তানভীর। বাদী হয়ে।

২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৮, ৯, ১০, ১১, ১২, ধারা

নাঈম আহমেদ সানি সহ মোট ২১ জনের নাম উল্লেখ করে। একটি মামলা দায়ের করেন।

নাঈম আহমেদ সানি দৈনিক ভোরের নতুন বার্তা কে জানান।

আমি জীবিকা নির্বাহীর জন্য । ৮ নভেম্বর ২০২৩ সালে।

প্রবাসে চলে আসি।

আমি দেশে থাকা অবস্থায়। আওয়ামী লীগের রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম।

দাউদকান্দি উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের। যুগ্ম সম্পাদক।

এবং ৯ নং মোহাম্মদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক

দায়িত্বে ছিলাম।

নাঈম আহমেদ সানি বলেন।

আমি আমার দল ক্ষমতা থাকা অবস্থায়,

জীবিকা নির্বাহের জন্য দেশত্যাগ করি

বিগত প্রায় দুই বছর, প্রবাস জীবন কাটাচ্ছি,

আমি প্রবাসে থেকেও, এলাকার ঘটনা কেন্দ্র করে, আমাকে মিথ্যা মামলায়।

জড়ানো হয়েছে,

আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি একজন প্রবাসী হিসেবে চাই।

আমার নামে করা মিথ্যা মামলা থেকে আমাকে অব্যাহতি দিতে হবে।

এবং সেই মামলা থেকেই আমি মুক্তি চাই।

দেবিদ্বারে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে বিএনপির লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ণ
দেবিদ্বারে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে বিএনপির লিফলেট বিতরণ

 

সোহরাব হোসেন, দেবিদ্বার,প্রতিনিধি:

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীন নেতৃত্বে ওই লিফলেট বিতরণ করা হয়েছে।

 

লিফলেট বিতরণকালে উত্তর জেলা বিএনপির এএফএম তারেক মুন্সি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত¡বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন।

সেই দাবি জনগণের মাঝে পৌঁছে দেয়া দরকার। তাই আজকে সেই দাবি সবার কাছে পৌঁছে দিচ্ছি। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক সরকার, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অয়ালিউল্লাহ সওদাগর, সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম ইমরান হাসান,

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম নিজামী, সদস্য সচিব দেলোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদরের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা ছাত্র দলের আহবায়ক শুভ হাজারী, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান শুভ, সদস্য সচিব নাজমুল হাসান ও সাবেক ছাত্রদল নেতা আক্তার হোসেন রবিন প্রমুখ।

শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ভূমিকা রাখছেন ওসি শামসুউদ্দিন মোহাম্মদ ইলিয়াস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ণ
শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ভূমিকা রাখছেন ওসি শামসুউদ্দিন মোহাম্মদ ইলিয়াস

 

বিশেষ প্রতিনিধি :

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনায় এসেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসু উদ্দিন মোহাম্মদ ইলিয়াস। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু প্রভাবশালী চক্র চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এতে জনজীবন আতঙ্কের মধ্যে থাকলেও ওসি ইলিয়াসের নেতৃত্বে ধারাবাহিক অভিযান চালিয়ে অপরাধীদের দমন করা হচ্ছে। ফলে বাজার, গ্রামীণ জনপদ ও সড়ক-মহাসড়কে নিরাপত্তা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।

 

বিশেষ করে গত ৫ আগস্টের পর দেবিদ্বার-চান্দিনা সড়কে ডাকাতির প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। তবে ওসি শামসু উদ্দিন মোহাম্মদ ইলিয়াসের দ্রুত ও কার্যকর পদক্ষেপে বর্তমানে সড়কটি ডাকাতমুক্ত হয়েছে। এর ফলে প্রবাসী, যাত্রী ও স্থানীয়রা এখন রাতে নিশ্চিন্তে ও নিরাপদে চলাচল করতে পারছেন।

 

ব্যবসায়ী সমিতির নেতারা জানান, ওসি ইলিয়াস দায়িত্ব নেওয়ার পর থেকে চাঁদাবাজদের কার্যক্রম সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গেছে। বাজার-ঘাট ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে।

 

এ বিষয়ে ওসি শামসু উদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন,

পুলিশের মূল দায়িত্বই হলো জনগণের জানমাল সুরক্ষা করা। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসী—কেউই আইনের বাইরে নয়, কাউকেই ছাড় দেওয়া হবে না। দেবিদ্বারকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মাসে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে একাধিক চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে।

 

স্থানীয় জনগণের আশা, পুলিশের এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে দেবিদ্বার শিগগিরই একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলায় পরিণত হবে।

প্রবাস থেকে মিথ্যা মামলার প্রতিবাদ জানালেন নাঈম আহমেদ সানি  দেবিদ্বারে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা দাবীতে বিএনপির লিফলেট বিতরণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ভূমিকা রাখছেন ওসি শামসুউদ্দিন মোহাম্মদ ইলিয়াস আওয়ামী লীগের দুঃসময়ে কুমিল্লা ১ আসনে গ্রুপিং রাজনীতির কবলে নেতা কর্মী। দাউদকান্দিতে আ. লীগ ও শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৭ দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের নতুন কমিটি পাবনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতীয় নাগরিক! চরফ্যাশনের দুই ইউপিতে প্রশাসক নিয়োগ রাজউককে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছেন অথরাইজড অফিসার ইলিয়াস test website maintenance MD ZAKIRUL ISLAM জাকিরুল ইসলাম দাউদকান্দির মোহাম্মদপুরে চোরের দৌরাত্ম্যঃ জনজীবন অতিষ্ঠ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ দুর্যোগ ব্রীজ প্রকল্পর এপিডি মহিদুল ফারুকের শত কোটি টাকা লুটপাট  আওয়ামী দোসর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা– পর্ব ১ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দাউদকান্দিতে ১৯ গরু ও ট্রাক ছিনতাই লন্ডনে তারেক রহমান ও ড. মোশাররফের ফলপ্রসূ ও স্মরণীয় বৈঠক আওয়ামী দোসর: বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী রকিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের পাহাড় চিত্রনায়িকার চরিত্রে নতুন সিনেমায় রুনা খান মুরাদনগরে কিশোরী’কে অপহরন,৭ দিনেও হয়নি উদ্ধার   শুভ জন্মদিন ববি ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হরিলুট | পর্ব- ০১  তরিকুল ইসলামের রাজস্ব লুটপাট: নামে-বেনামে অবৈধ সম্পদের পাহাড় ঢাকা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওয়ালিউল হাসানের হরিলুট | পর্ব – ০১ সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ সহকারী রাজস্ব কর্মকর্তা পীযূষের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ মতলবের পিআইও সেলিম খানের বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়মের অভিযোগ