দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম।

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় গতকাল মঙ্গলবার ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মেহেদী হাসান গত রোববার ঢাকা থেকে কুমিল্লা যাবার পথে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাস স্ট্যান্ড সংলগ্ন,
সাইদুর রহমানের হোটেলের সামনে প্রতিপক্ষ আলমগীর ও খাদিজার আক্তারের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে ৮/১০ জন একত্রিত হয়ে রামদা,
চাপাতি ,সুইচ গিয়ার, লোহার রড, হকি স্টিক, লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে ।
এ সময় তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ও একটি মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়। মেহেদী হাসানের চিৎকারে এলাকাবাসী সাথে সাথে মেহেদী হাসানকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
মেহেদী হাসানের শরীরের বিভিন্ন স্থানে ১৬টি সেলাই করা হয়েছে।
প্রতিপক্ষরা যাওয়ার সময় বলে যায় মামলা করলে প্রাণে মেরে ফেলা হবে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মেহেদী হাসানের মা শাহিনা আক্তার বাদী হয়ে ৫ জনের নামে একটি মামলা দায়ের করেছে। আসামিরা হল,
আলমগীর হোসেন, খাদিজা আক্তার ,মোঃ আল আমিন, শারমিন আক্তার, শরিফুল ইসলাম।
বর্তমানে মেহেদী হাসানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। উল্লেখ্য প্রতিপক্ষদের বিরুদ্ধে এলাকায় বিগত দিনে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।