খুঁজুন
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ, ১৪৩২

চর্ম রোগের কারণ ও প্রতিকার, ক্রিম ও টেবলেট

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ণ
চর্ম রোগের কারণ ও প্রতিকার, ক্রিম ও টেবলেট

মানুষের শরীরের প্রধান গুরুত্বপূর্ণ বড় অঙ্গটি হল ত্বক বা চামড়া। চর্ম রোগের ইংরেজি শব্দ Skin-disease. চর্ম রোগের প্রধান কারণ হচ্ছে ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণ। ত্বকে অস্বস্তি সৃষ্টিকারী বা বিরূপ সৃষ্টিকারী বিভিন্ন সমস্যা থাকলেও চর্ম বা ত্বকের সমস্যা দেখা দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, ফোলাভাব, চুলকানি, দাউদ, জ্বালাপোড়া এবং লালচে বা ছোট ছোট ফুঁসকুড়ির মতো দেখা দেয়া, সাদা আঁশের মতো ছাল উঠা, বৃদ্ধি বা র‌্যাশ থেকে শুরু করে ফোঁসকা, গোটা গোটা শক্ত ইত্যাদি।

 চর্ম রোগের প্রধান লক্ষণসমূহ:

  1. খাদ্যাভ্যাসের কারণে 
  2. বয়সজনিত কারণে
  3. পোকা মাকড়ের কামড় থেকে অ্যালার্জি
  4. গর্ভবস্থা, ত্বকের ক্যান্সার
  5. থাইরয়েড লিভার অথবা কিডনি অসুখ
  6. দুর্বল রোগ প্রতিরোধক ক্ষমতা
  7. অপরিচ্ছন্নতা  ও অপরিষ্কার থাকা।
  8. বিভিন্ন ওষুধ সেবনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে শরীরে চর্ম রোগ দেখা দেয়
  9. রাসায়নিক বিকিরণ
  10. বেশি  পরিমান রোদে থাকা
  11. ছত্রাক  ও ভাইরাসের আক্রমণের কারণে
  12. ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হলে
  13.  শরীরের কোথাও পুঁজ জমা
  14. শরীরে কোথাও ক্ষত হলে
  15. ত্বকে ঘা হওয়া
  16. চামড়ার রঙ পরিবর্তন হওয়া
  17. ফোঁড়ার মতো উঠা
  18. চুলকানি ও যন্ত্রণাদায়ক চুলকানি
  19. ফুঁসকুড়ির দাগ হওয়া ও লাল রঙের ফোলা দাগ বা লালচে ভাব

 

চর্ম রোগের ক্রিম  বা চর্ম রোগের মলমের নাম:

  1. Topicort Cream-টপিকর্ট ক্রিম
  2. Lucazol Cream-লোকাজল ক্রিম
  3. Combicid Cream-কম্বাইসিড ক্রিম
  4. Combiderm Cream- কম্বিডার্ম ক্রিম

চর্ম রোগের জন্য সাধারনতো ডাক্তারগণ যে  ঔষধ দিয়ে থাকেন সেগুলোর নাম দেওয়া হলো:

  1. বিলাস্টিন (Bilastin) Tablet
  2. Terbinafin Tablet
  3. Omastin Capsule
  4. Flugal 50mg Capsule

 

চর্ম রোগের সাবান হিসেবে ব্যবহার করা হয়:

Ketoscalp Soap যা বড় বড় ফার্মেসিতে পাওয়া যায়।

চর্মরোগ হলে সাধারনতো কি কি খাওয়া নিষেধ?

  1. বেগুন 
  2. চিংড়ি 
  3. গরুর মাংস 
  4. পুই শাক

চর্ম রোগের প্রতিকার:

চর্ম রোগের প্রতিকার চর্ম রোগ মানুষের চর্ম পরিবেশে বিদ্যমান একটি আক্রান্ত অবস্থা। এটি মহান সংখ্যক বিগতিশীল সময়ে আকার নিয়েছে এবং এখনও আর্থ কয়েক নয়। চর্ম রোগের প্রাদুর্ভাব কারণে ব্যক্তির চর্ম জীবন্ত এবং স্বাস্থ্যকর রাখতে অক্ষম হয়ে উঠে। যদিও চর্ম রোগের প্রতিকার এখনও আবিষ্কৃত হয় নাই তবু অত্যন্ত কঠিন সময়গুলির পরেও এর বিপরীত আচরণ সম্ভব।

বিভিন্ন প্রকারের চর্ম রোগের রোগীদের জন্য প্রতিকার কার্যকর হয়তো অনিশ্চিত, তবু এই প্রাবল্য এবং যাতে উপযুক্ত সারসংক্ষেপে উন্নত হয়ে যাচ্ছে। চর্ম রোগের মূল লক্ষণগুলি হল খারাপ চর্মের প্রকাশ। আক্রান্ত চর্ম অস্বস্ত হয় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়। চর্মের উপর সাদা, পীত বা লালচর্ম থাকতে পারে, যা প্রতিযায়িত হতে পারে এবং কিংবা প্রকাশিত হতে পারে।

চর্মের উপর কাড়া ও দুঃস্থ অনুভব অনিচ্ছুক হতে পারে। এছাড়াও, চর্ম বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে যেখানে চর্ম আকর্ষণশীল বিরলখানি থাকে, তাদের মধ্যে পীড়িতও আকর্ষণশীল হয়। চর্ম রোগের চিকিৎসা একজনের অন্বেষণাধীন থাকতে ঐরণ-আমল প্রয়োগ, কেমিক্যাল পদার্থ এবং চমক প্রয়োগের জন্য কিছু ধরনের ঔষধ নিয়ন্ত্রণ করে: তত্ত্বগত ও প্রয়াসপরক ইত্যাদি। চর্ম সুষমতায় বাড়াতে থাকা এবং চর্ম দাঁতে সাদা অংশ নিরুপণের লক্ষ্যে ঔষধ ব্যবহার করা হয়।

আরো পড়ুন: যেভাবে বডি মোটা করবেন।

এছাড়াও, শোষণশীল উষ্ণতা ব্যবহার করে চর্মে রক্তহানি বাড়াতে এবং রোগের প্রতিসামস্যিক রোগীদের এলাকায় অর্থক্ষেত্রের ভিজ্ঞ ডাক্তারদের সরাসরি পরিচালনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়।

চর্ম রোগের প্রতিকার সম্পর্কে কিছু তথ্য নিম্নে দেওয়া হলো :

১. ঘন রং আর্গান তেল ব্যবহার করা: এই তেল ত্বক নিউট্রালাইজ করতে সাহায্য করে এবং চর্মের উপর সুরক্ষাত্মক তিক্ত সীল প্রদান করে। বা নিমপাতা সিদ্ধ করে সেই পানি গোসলের সাথে দেওয়া যাতে পারে।

২. তরল হিসাবে পানিতে নাইট্রোজেন ব্যবহার করা: নাইট্রোজেন জাতীয় খাদ্যের বঙ্গস্বাদে ব্যবহার করা হতে পারে এবং চর্ম এর মাধ্যমে ক্ষতিকর অতিরিক্ত প্রিয় ও ত্বক চর্ম প্রকৃত তার বিপরীত বৈশিষ্ট্যগুলির বিরুদ্ধে যুগ্মিৎ হয়।

৩. ঔষধ প্রভৃতি প্রয়োগ করা: ঔষধ কোথায় আরও কোথায় প্রয়োগ করা হয় এবং চর্ম এর প্রতিসামস্যিক রোগীদের এলাকায় ডাক্তার দ্বারা সরাসরি পরিচালনা করা হয়।

৪. চর্ম দেখভাল: চর্মের ওপর সেরা সংগঠনগুলি চর্ম সুরক্ষারহিত রাখার জন্য ব্যবহৃত হয়। বিভিন্ন ক্লিনিক বা হাসপাতালে দেখানো যায়।

৫. চর্মের উপর স্বাস্থ্যসেবা সবচেয়ে বড় খাত থাকে চর্ম রোগের। এটি চর্মের একটি নিয়ন্ত্রণযোগ্য স্থান প্রদান করে এবং চর্মের বাধা প্রতিদিন পরিচালনা করে। চর্ম রোগের প্রতিকার বিষয়ে জানা যায় যে মানুষের স্বাস্থ্য অবশ্যই গুরুত্ব দিয়ে ওঠবে।

চর্ম রোগের সঠিক প্রতিকারও অত্যন্ত গুরুত্ব সহকারে এবং এর অগ্রকার্যে অংশগ্রহণ করলে চর্ম থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব। সুস্থ চর্ম থেকে চর্ম রোগের আক্রান্ত চর্ম পেশি থেকে মুক্তি পেতে হলে কাঠামোজনক পরামর্শের উপর থেডাক্কেতারের  পরামর্শ নিতে হবে। ব্যক্তির চর্ম প্রতিশ্রুতি পেতে চর্মের উপর সহীন কষ্ট প্রশিক্ষণ নড়ানোর মত পরামর্শ থেকে প্রাপ্ত চর্ম রোগের প্রতিকার পেতে প্রাধান্য দেওয়া উচিত।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার

রাসেল সোহেলকে সভাপতি ও এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভকে সাধারণ সম্পাদক এবং দেশ টিভির ভিডিও জার্নালিস্ট ও বার্তা ২৪ এর মঈন নাসের খাঁন রাফিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল ) রাতে সকলের সম্মতিতে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন মাই টিভির জসিম উদ্দিন,

রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ডেইলি প্রেজেন্ট টাইমস ও দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার মো.হাবিবুর রহমান মুন্না,

কোষাধ্যক্ষ পদে রয়েছেন জিটিভির কুমিল্লা উওর প্রতিনিধি মো.মাঈন উদ্দিন,দপ্তর সম্পাদক পদে রয়েছেন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি রাজিব সাহা,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন,

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন লাখোকন্ঠের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের কলামের স্টাফ রিপোর্টার জবিউল্লাহ মাহিন।

নির্বাহী সদস্য পদে রয়েছেন ডেইলি স্টারের কুমিল্লা জেলা প্রতিনিধি খালিদ বিন নজরুল, দৈনিক ভোরের কলামের সম্পাদক মো.তৌহিদ মাহমুদ অপু,

আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,ঢাকা মেইলের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের সূর্যোদয়ের স্টাফ রিপোর্টার সাকলাইন যোবায়ের,

দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার ও ম্যাক নিউজের সম্পাদক রকিবুল ইসলাম (ম্যাক রানা), দেশ রূপান্তরের কুমিল্লা জেলা প্রতিনিধি দুলাল মিয়া,

সময়ের আলো ও রাইজিং বিডির কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি মো.ইয়াছিন মিয়া।

দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম।

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় গতকাল মঙ্গলবার ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মেহেদী হাসান গত রোববার ঢাকা থেকে কুমিল্লা যাবার পথে দাউদকান্দি উপজেলার সুন্দলপুর বাস স্ট্যান্ড সংলগ্ন,

সাইদুর রহমানের হোটেলের সামনে প্রতিপক্ষ আলমগীর ও খাদিজার আক্তারের নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে ৮/১০ জন একত্রিত হয়ে রামদা,

চাপাতি ,সুইচ গিয়ার, লোহার রড, হকি স্টিক, লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে কুপিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে ।

এ সময় তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ও একটি মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেয়। মেহেদী হাসানের চিৎকারে এলাকাবাসী সাথে সাথে মেহেদী হাসানকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

মেহেদী হাসানের শরীরের বিভিন্ন স্থানে ১৬টি সেলাই করা হয়েছে।

প্রতিপক্ষরা যাওয়ার সময় বলে যায় মামলা করলে প্রাণে মেরে ফেলা হবে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মেহেদী হাসানের মা শাহিনা আক্তার বাদী হয়ে ৫ জনের নামে একটি মামলা দায়ের করেছে। আসামিরা হল,

আলমগীর হোসেন, খাদিজা আক্তার ,মোঃ আল আমিন, শারমিন আক্তার, শরিফুল ইসলাম।

বর্তমানে মেহেদী হাসানের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগিতেছে। উল্লেখ্য প্রতিপক্ষদের বিরুদ্ধে এলাকায় বিগত দিনে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানে এক কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি, এমনকি মদ্যপান ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিজেকে বিভিন্ন জাতীয় ও অনলাইন পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন।

চাঁদাবাজির কৌশল

ভুক্তভোগীদের অভিযোগ, সুর্য চৌধুরী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দুর্বলতা খুঁজে পেলে তা নিয়ে ‘সংবাদ প্রকাশ’ করার ভয় দেখান। এরপর অর্থের বিনিময়ে ‘সংবাদ বন্ধ’ রাখার প্রস্তাব দেন। এমনকি কোন কোন সময় ক্যামেরা বা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সেটিকে ‘প্রমাণ’ হিসেবে ব্যবহার করে চাপ প্রয়োগ করেন।

বান্দরবানের রুমা এলাকার এক দোকান মালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, “উনি আমার দোকানে এসে বললেন, লাইসেন্স নাই, এটা নিউজ হলে সমস্যা হবে। পরে বলেন, ১০ হাজার টাকা দিলে নিউজ হবে না।”

অসামাজিক কর্মকাণ্ড

অভিযোগ রয়েছে, সুর্য চৌধুরী বিভিন্ন সময়ে পাহাড়ি পর্যটন এলাকায় মদ্যপান করেন এবং মাদক সেবন করেন। স্থানীয় কয়েকজন জানান, তিনি সন্ধ্যার পর বিভিন্ন হোটেলে ‘গোপন আড্ডা’ দেন যেখানে মদপানসহ অসামাজিক কার্যকলাপ চলে।

এক স্থানীয় রিসোর্টের কর্মচারী জানান, “ওনাকে প্রায়ই দেখি সন্ধ্যার দিকে গেস্টদের সঙ্গে বসে মদ খেতে। আমাদের বারবার নিষেধ করলেও উনি বলেন—আমি সাংবাদিক, কেউ কিছু করতে পারবে না।”

সাংবাদিকতার আড়ালে ‘ব্যবসা’

বান্দরবানের প্রকৃত সাংবাদিকদের একাংশ জানিয়েছেন, সুর্য চৌধুরীর মত কথিত সাংবাদিকদের কারণে এলাকার সাংবাদিক সমাজ বিব্রত। বান্দরবান প্রেস ক্লাবের এক সদস্য বলেন, “সাংবাদিকতার নামে এমন চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। আমরা চাই প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক।”

প্রশাসনের অবস্থান

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী যেকোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সজাগ রয়েছে।

সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। কিছু অসাধু ব্যক্তি এই পেশার আড়ালে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা চালিয়ে থাকেন, যা সমাজে সাংবাদিকতার ভাবমূর্তি নষ্ট করছে। প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এ ধরনের ব্যক্তিদের ব্যাপারে সতর্ক ও প্রতিবাদী হওয়া প্রয়োজন।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম। বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নরসিংদী চক্ষু হাসপাতালের উদ্বোধন  অবশেষে কারাগারে যেতে হল সেই সজীবকে আগরতলার বিশালঘরে ওয়াকফ আইন বাতিলের দাবীতে নাগরিক মঞ্চের বিক্ষোভ সমাবেশ জাল দলিল চক্রের ছত্রছায়ায় সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান: মোটা অঙ্কের ঘুষে চিরিরবন্দরে বদলি! চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার আটক ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলেন অটোতে, প্রাইভেট কারে এসে ছোঁ মেরে পগারপার কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা নরসিংদীতে প্রায় দেড়কোটি টাকার কাপড় উদ্ধার, আটক-৫ তিতাসে ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে আটক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ ছায়া প্রভু’ তুহিনের দুর্বৃত্ত সাম্রাজ্য রাজনীতি, পর্ব-৩ এপ্রিলের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১.৫ বিলিয়ন ডলার সাংবাদিকসহ তিনজনের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন গাজা যুদ্ধবিরতির জন্য জিম্মি মুক্তির দাবি ইসরাইলের গণমাধ্যম সপ্তাহের দাবিতে নরসিংদীতে বিএমএসএফ এর স্মারকলিপি সন্ত্রাসী হামলার বিচারের দাবীতে মানববন্ধন টোলকর্মীকে ‘কয়েক সেকেন্ডে সাত থাপ্পড়’ নারীর নরসিংদীতে গুলি করে একজনকে হত্যা বিএনপির তুহিন এখন আওয়ামী লীগের ছায়া সরকার-০২ ১৪৩২ বর্ষবরণ উপলক্ষে লোকজ বৈশাখী মেলার আয়োজন ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনি রাষ্ট্রদূত। সিদ্ধিরগঞ্জে স্ত্রী-ছেলেসহ তিন খুন: আসামি ইয়াছিন ৫ দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা March for Gaza ডেভিলহ্যান্ট অভিযানে দাউদকান্দিতে আ’লীগ ও ছাত্রলীগ সভাপতি গ্রেফতার টিকটকে পরিচয়, পরে দুই বন্ধু মিলে ধর্ষণ
Open chat
Hello
Can we help you?