খুঁজুন
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ়, ১৪৩২

দিনাজপুর সওজে আসাদুজ্জামানকে ’কমিশন না দিলে বরাদ্দ বন্ধ!

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ
দিনাজপুর সওজে আসাদুজ্জামানকে ’কমিশন না দিলে বরাদ্দ বন্ধ!

 

 

নিজস্ব প্রতিনিধি:

দিনাজপুর সড়ক বিভাগের প্রকৌশল কার্যালয় এখন ঠিকাদারদের কাছে পরিচিত এক নাম—’কমিশন অফিস’। আর এর মূল নিয়ন্ত্রক নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান। নিয়োগপত্রে ‘সরকারি কর্মচারী’, বাস্তবে ‘চুক্তিভিত্তিক কমিশন আদায়কারী’—এই দ্বৈত পরিচয়ের ভারে আজ নুয়ে পড়েছে পুরো সড়ক বিভাগ।

দ্বিতীয় দফায় আসাদুজ্জামানের দুঃসাহসিক বাণিজ্যিক কৌশল আরও পরিণত। ঠিকাদারদের অভিযোগ, কাজ পাওয়ার আগে শুধু কমিশনই নয়, আগে থেকেই দিতে হয় লিখিত বা মৌখিক ‘চুক্তি’। কে কতো দিতে পারবে, কত শতাংশ জমা পড়বে, কোন ঠিকাদার কাদের লোক—এসব না মিললে টেন্ডারে এলজিইডি বা সওজ নয়, ব্যর্থ হন ‘ক্যাশ হীন’ ঠিকাদাররা।

তদারকির নামে নির্বাহী প্রকৌশলী ঘন ঘন সরেজমিন যান না, বরং তার প্রতিনিধি হয়ে আসে ‘বিশেষ লোক’—যারা টাকা তোলার দায়িত্বে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের প্রতি তার একটাই নির্দেশ: “চুক্তির বাইরে কাজ নয়, কমিশন না দিলে বিল পাশ হবে না।” কয়েকজন ঠিকাদার জানিয়েছেন, ১০ লাখ টাকার কাজেও ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত অগ্রিম চুক্তির টাকা দিতে হয়েছে, বিল হওয়ার সময় আবারও নতুন করে ‘সিকিউরিটি’ দাবি করা হয়।

এদিকে এসব দুর্নীতির ফলে কাজের মানে ভয়াবহ অবনতি ঘটছে। পার্বতীপুর, বোচাগঞ্জ, ফুলবাড়ী ও নবাবগঞ্জে বিভিন্ন সড়কের সংস্কার কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং, ধসে পড়ছে ইট সলিং। অথচ এসব কাজের বিল প্রায় সম্পূর্ণ পরিশোধ হয়ে গেছে, প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায়।

অভ্যন্তরীণ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান দিনাজপুরে যোগদানের পরপরই ‘নিজস্ব দলবল’ সেট করেছেন। কেউ প্রতিবাদ করলে তার কাজে বাধা, এমনকি ঠিকাদারদের ‘ব্ল্যাকলিস্ট’ করে দেওয়া হচ্ছে। এমনকি অফিসের পুরনো ও সৎ কর্মকর্তাদের হয়রানি করে ঢাকায় বদলির পাঁয়তারা চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

চলবে….

সওজে কমিশন বাণিজ্যের নতুন কাণ্ডারি নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
সওজে কমিশন বাণিজ্যের নতুন কাণ্ডারি নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান

 

 

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান যেন এক ‘কাজের কাজী’। তবে কাজ নয়, ঠিকাদারদের পকেট চিরে নিজের সম্পদ ফোলানোই যেন তার প্রকৌশলগত দক্ষতা! ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দিনাজপুরে দায়িত্ব গ্রহণ করলেও, এর আগেই বগুড়ায় তার কুখ্যাতি ছড়িয়ে পড়ে বহু দূর।

 

বগুড়ায় কর্মরত থাকা অবস্থায় ঠিকাদারদের কাছ থেকে প্রতি প্রকল্পে ৫% ভাগ দাবি করতেন—এমন অভিযোগ আজ ওপেন সিক্রেট। অভিযোগ রয়েছে, তিনি সেখানে ভূয়া সাপ্লাই টেন্ডার বানিয়ে কাগুজে বিল তৈরি করে কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। স্থানীয় কিছু ‘অনুগত’ ঠিকাদারকে দিয়ে ম্যানেজিং টেন্ডার করিয়ে সরকারিভাবে কাজের নামে চালিয়েছেন লুটপাটের মহোৎসব।

 

দিনাজপুরে আসার পর সেই একই মডেল—কেবল পটভূমি বদলেছে, চরিত্রের রঙ আরও ঘন হয়েছে। সওজের অধীনে চলমান নানা প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার, কিন্তু আসাদুজ্জামান নির্বিকার। বরং শোনা যাচ্ছে, দিনাজপুরে তিনি গড়ে তুলেছেন একটি কমিশন সিন্ডিকেট—যেখানে প্রতি প্রকল্পে নির্ধারিত হারে কমিশন না দিলে কাজই বন্ধ করে দেওয়া হয়। এই সিন্ডিকেটে রয়েছেন বিভাগের কয়েকজন অভ্যন্তরীণ কর্মকর্তা এবং কিছু ‘বিশেষ সুবিধাভোগী’ ঠিকাদার।

 

সওজের স্বচ্ছতা ও জবাবদিহিতা যেখানে রাষ্ট্রীয় অঙ্গীকার, সেখানে একজন উচ্চপদস্থ প্রকৌশলী কীভাবে সরাসরি কমিশনের ব্যবসা চালাতে পারেন—তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সচেতন মহলের কাছে। অথচ দায়মুক্তির নিরাপদ চাদরে মোড়া থাকায় আসাদুজ্জামানের মতো কর্মকর্তা এখনও নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন তার দুর্নীতির সাম্রাজ্য।

 

চলবে…

বগুড়া সওজে অনিয়ম-দুর্নীতির খলনায়ক আবুল মনসুর আহমেদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ণ
বগুড়া সওজে অনিয়ম-দুর্নীতির খলনায়ক আবুল মনসুর আহমেদ

 

 

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদকে ঘিরে উঠেছে সীমাহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ। পাবনা সড়ক বিভাগে দায়িত্ব পালনের সময় থেকেই শুরু হয় তার অবৈধ টেন্ডার বাণিজ্য, ভাগ-বাঁটোয়ারা আর কমিশনের খেলা।

৩১তম বিসিএসের এই কর্মকর্তা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বগুড়ায় যোগদানের পর একই দুর্নীতির ছক এখানে বিস্তার করেন।

অভিযোগ রয়েছে, তিনি ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে গোপন আঁতাতে সরকারি প্রকল্পে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন এবং অল্প সময়ে গড়ে তুলেছেন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পাহাড়।

 

বিস্তারিত পরবর্তী সংখ্যায়.

অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আসিফ—প্রশ্ন জুলকারনাইন সায়েরের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আসিফ—প্রশ্ন জুলকারনাইন সায়েরের

 

অনলাইন ডেস্ক:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে। আজ রবিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।

রাতে এক ফেসবুক পোস্টেও উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যাগে গুলির ম্যাগাজিন থাকার বিষয়টি স্বীকার করে ঘটনাটিকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রবিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উপদেষ্টা আসিফ জানিয়েছেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র আছে, সে কারণে ধন্যবাদ। তবে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে, আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলি পূরণ করতে হয়।

তিনি বলেন, ‘আসিফের বয়স হয়তো ৩০ অতিক্রম করেছে, তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তীর তিন বছর, ধারাবাহিকভাবে প্রতিবছর তিন লক্ষ টাকা (পিস্তল/রিভলবার/রাইফেলের ক্ষেত্রে)

অথবা, প্রতিবছর এক লক্ষ টাকা—শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ডসহ, এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ‍্যবাধকতা আছে, সেটা কি পূরণ করেছেন?’

তিনি আরো বলেন, ‘অবশ‍্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটা বের করা সহজ হয়ে যাবে। আর যদি বিশেষ কারণে—মন্ত্রী পদমর্যাদা হওয়ার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই পেয়ে

যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন? কোথায় থেকে অস্ত্র কিনলেন, সেসবও একটু আমাদের জানালে ভালো হয়।

দিনাজপুর সওজে আসাদুজ্জামানকে ’কমিশন না দিলে বরাদ্দ বন্ধ! সওজে কমিশন বাণিজ্যের নতুন কাণ্ডারি নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বগুড়া সওজে অনিয়ম-দুর্নীতির খলনায়ক আবুল মনসুর আহমেদ অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আসিফ—প্রশ্ন জুলকারনাইন সায়েরের কুমিল্লায় দরজা ভেঙে ঘরে ঢুকে হিন্দু তরুনীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতা ফজর আলীর বিরুদ্ধে।  বোদা ইউএনও নিজেই ঠিকাদার—‘ম্যানেজার’ বিপুল মোফাজ্জলের ছত্রছায়ায় দুর্নীতির সাম্রাজ্য! গণপূর্তের প্রকৌশলী উজির আলী ঢাকায় গড়েছেন সম্পদের পাহাড়! জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দাউদকান্দি মডেল থানা জুনায়েত চৌধুরী যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনেয়ি। উন্নয়ন থামাতে নয়, প্রশাসনকে কালিমালিপ্ত করতেই এই তৎপরতা ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯ দেশের উদ্দেশে লন্ডন ছাড়লেন প্রধান উপদেষ্টা ক্যামেরার আড়ালে মানবিক পুলিশ সোহান টুঙ্গিপাড়ায় কোটি টাকার দুর্নীতির ‘আওয়ামী দোসর’—ভুয়া প্রকল্প, নাম-বেনামে সম্পদের পাহাড়, আর প্রশাসনিক ছত্রছায়ায় দুর্নীতির তুফান! উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের নতুন কমিটি ঘোষণা: প্রবাসীদের ঐক্য ও উন্নয়নের প্রত্যয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ নিয়োগঃ ন্যায়বিচারের মহা যুদ্ধে এসপির অবিচল দৃঢ়তা বিএনপির আলোচনা সভা ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব: তারেক রহমান How to keeps healthy body ঈদুল আজহা ২০২৫ কত তারিখে ওএসডি থেকে চেয়ারম্যান: সলিম উল্লাহর সীমাহীন লুটপাট | পর্ব-০১ জাতীয় রাজস্ব ব্যবস্থাপনায় শুদ্ধাচারের প্রতীক: রাজস্ব কর্মকর্তা মোঃ গোলাম সারোয়ার মতলব উত্তর পিআইও অফিস যেন ঘুস-দুর্নীতির স্বর্গরাজ্য দাউদকান্দিতে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন তিতাসে চার বছরের সাজাসহ একাধিক মাদক মামলার এক আসামি গ্রেফতার সাংবাদিক সংকটে ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিত প্রশাসনিক শুদ্ধতায় আপসহীন এক নারী প্রকৌশলী দৈনিক ভোরের নতুন বার্তার স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিলেন, সানা উল্লাহ মধ্যরাতে ফ্যাসিবাদবিরোধী পাঁচ দলের জরুরি বৈঠক। ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু দাউদকান্দিতে বিশ্ব জীববৈচিত্র্য দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত।