খুঁজুন
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ, ১৪৩২

তিতাসের কোরআনের পাখি তামিম ভূইয়া বলরামপুরের গৌরব

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ
তিতাসের কোরআনের পাখি তামিম ভূইয়া বলরামপুরের গৌরব

 

হালিম সৈকত, কুমিল্লা:

 

পবিত্র কোরআনের হাফেজ হলেন বলরামপুর ইউনিয়নের উত্তর বলরামপুর গ্রামের তামিম ভূঁইয়া মিশাল।

মাত্র ৩ বছরের কর্মদিবসে তিনি হেফজ সম্পন্ন করেন। গত শনিবার (২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ ছবক গ্রহণের মাধ্যমে তিনি আল কোরআনের ৩০ পারার হাফেজ হলেন।

 

হাফেজ তামিম ভূঁইয়া মিশাল তিতাস উপজেলার উত্তর বলরামপুরের মোস্তফা ভূইয়ার (মোস্তফা নানা) পুত্র এবং জাহাঙ্গীর ভূইয়ার ভাতিজা৷ তার পিতা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোস্তফা ভূঁইয়া। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অবস্থিত জামি’আ ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষীপুর মাদ্রাসা থেকে হাফেজ তামিম ভূঁইয়া মিশাল এই কোর্স সম্পন্ন করেন।

 

১৫ বছরের হাফেজ তামিম ভূঁইয়া মিশাল তার নিজ গ্রাম বলরামপুরে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এলাকাবাসী। মিশাল ভূইয়ার বড় ভাই আরিয়ান পারভেজের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন,শাহ আলম মাষ্টার, হারুন মাষ্টার,আশু সর্দার,মনির হোসেন,মানিক মিয়া,সাত্তার মোল্লা, আলাউদ্দিন,শামসু ভূইয়া, আলমাছ ও মান্নানসহ গ্রামের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ৷

সুবিধা ভোগ শেষে বিএনপিতে যোগদান

ইঞ্জিনিয়ার সবুরের হাত ধরে  আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ারের দলবদল নিয়ে গুঞ্জন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
ইঞ্জিনিয়ার সবুরের হাত ধরে  আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ারের দলবদল নিয়ে গুঞ্জন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায়

রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দল পরিবর্তনের ঘটনা। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আওয়ামী লীগ ছেড়ে পুনরায় বিএনপিতে যোগ দিয়েছেন।

সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে ফিরে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিএনপি সরকারের আমলে তিনি প্রথমবার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এলেও বিএনপি সমর্থকদের ভোটব্যাংকের ওপর ভর করে আওয়ামী লীগ সরকারের সময় দ্বিতীয়বার এবং ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।

২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও তৎকালীন কুমিল্লা-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের আহ্বানে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার উদ্দেশ্যে আনোয়ার হোসেন আওয়ামী লীগে যোগ দেন।

নির্বাচনের পর দাউদকান্দি পৌর সদরের তৎকালীন যারীফ আলী শিশু পার্ক (বর্তমানে শহীদ রিফাত পার্ক) এ আওয়ামী লীগের আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন এমপি ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন আনোয়ার হোসেন।

তবে তার এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশের মধ্যে শুরু থেকেই অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেন, ওই নির্বাচনে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর মনোনয়ন পাওয়ার পর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পড়েন। বিজয় নিশ্চিত করার লক্ষ্যে কমিশনার সুমন খন্দকার ও কমিশনার সালাউদ্দিন সরকারসহ বিএনপির ডাই-হার্ড কর্মীদের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় জড়ান তিনি। এর ফলে দাউদকান্দির স্থানীয় আওয়ামী লীগে চরম মাত্রার বিভক্তি সৃষ্টি হয় এবং দলটি তিন থেকে চারটি গ্রুপে ভাগ হয়ে পড়ে।

পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে আনোয়ার হোসেন আবারও অবস্থান পরিবর্তন করেন। সম্প্রতি সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে ফিরে আসেন।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি শনিবার ইলিয়টগঞ্জ বাজারে আয়োজিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী পথসভায় আনোয়ার হোসেন বক্তব্য রাখেন এবং প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনীতিতে দলবদল, সুবিধাভোগ এবং এর পেছনের ভূমিকা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পূর্বাহ্ণ
বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:

 

বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানা সংক্রান্ত নতুন বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, ‘নন-সৌদিদের রিয়েল এস্টেট মালিকানা বিধিমালা’ এখন থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাতে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

 

নতুন ব্যবস্থার আওতায় নন-সৌদি নাগরিকদের সম্পত্তি মালিকানার সব আবেদন সরকার নির্ধারিত একক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সৌদি প্রপার্টিজ’ পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। এই প্ল্যাটফর্মে যোগ্যতা যাচাই থেকে শুরু করে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে।

 

এই বিধিমালা সৌদি আরবে বসবাসকারী বিদেশি, অনাবাসী বিদেশি, পাশাপাশি বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে আবেদনকারীর অবস্থান ও পরিচয়ের ভিত্তিতে আবেদন প্রক্রিয়া ভিন্ন হবে এবং নির্দিষ্ট নিয়ন্ত্রণ ও অনুমোদনের আওতায় তা পরিচালিত হবে।

 

বৈধ ইকামা (আবাসন অনুমতিপত্র) থাকা বিদেশি বাসিন্দারা সরাসরি সৌদি প্রপার্টিজ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেখানে স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা যাচাই হবে এবং অনলাইনে পুরো প্রক্রিয়া শেষ করা যাবে। অন্যদিকে, সৌদি আরবে বসবাস না করা বিদেশিদের ক্ষেত্রে নিজ নিজ দেশের সৌদি দূতাবাস বা মিশনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া

 

শুরু করতে হবে। সেখান থেকে একটি ডিজিটাল পরিচয়পত্র ইস্যু করা হবে, যা ব্যবহার করে তারা সৌদি প্রপার্টিজ প্ল্যাটফর্মে মালিকানা আবেদন চালিয়ে নিতে পারবেন।

 

যেসব বিদেশি কোম্পানি বা প্রতিষ্ঠান সৌদি আরবে সরাসরি উপস্থিত নয়, তাদের প্রথমে ইনভেস্ট সৌদি পোর্টালের মাধ্যমে বিনিয়োগ মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর একটি ইউনিফায়েড নম্বর (৭০০) সংগ্রহ করতে হবে, এরপর অনলাইনে সম্পত্তি মালিকানার আবেদন করা যাবে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিধিমালার আওতায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে নন-সৌদিদের সম্পত্তি মালিকানার সুযোগ থাকবে, তবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হবে। রাজধানী রিয়াদ ও জেদ্দা, পাশাপাশি পবিত্র নগরী মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানা আলাদা একটি বিধিমালার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, যা ভৌগোলিক জোনভিত্তিক হবে। এই নতুন কাঠামো ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ঘোষণা করা হতে পারে।

 

মক্কা ও মদিনার ক্ষেত্রে মালিকানা শুধুমাত্র সৌদি কোম্পানি এবং মুসলিম ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ থাকবে। সৌদি প্রপার্টিজ পোর্টালই এই বিধিমালা বাস্তবায়নের একমাত্র সরকারি মাধ্যম। এটি জাতীয় রিয়েল এস্টেট টাইটেল রেজিস্ট্রেশন সিস্টেমের সঙ্গে সরাসরি সংযুক্ত, ফলে আবেদনকারীরা সহজেই নিয়মনীতি যাচাই, প্রক্রিয়া সম্পন্ন ও মালিকানা চূড়ান্ত করতে পারবেন। এতে স্বচ্ছতা বাড়বে এবং সম্পত্তির অধিকার আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিধিমালার লক্ষ্য হলো আন্তর্জাতিক ডেভেলপার ও উচ্চমানের বিদেশি কোম্পানিকে আকৃষ্ট করে সৌদি আরবে রিয়েল এস্টেট উন্নয়নের মান বৃদ্ধি করা।

 

বিধিমালা কার্যকরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে রিয়েল এস্টেট জেনারেল অথরিটির মুখপাত্র তাইসির আল মুফারেজ বলেন, নন-সৌদিদের জন্য যেসব নির্দিষ্ট এলাকা ও ভৌগোলিক জোনে সম্পত্তি মালিকানার অনুমতি দেয়া হবে, তা শিগগিরই একটি আলাদা নথির মাধ্যমে ঘোষণা করা হবে। তিনি বিনিয়োগকারী ও সাধারণ জনগণকে গুজব বা অননুমোদিত তথ্যের ওপর নির্ভর না করার আহ্বান জানিয়ে বলেন, এখনো

পর্যন্ত কোনো আবাসিক বা বাণিজ্যিক প্রকল্পকে আনুষ্ঠানিকভাবে নন-সৌদি মালিকানার অনুমোদন দেয়া হয়নি। এ বিষয়ে কেবল সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্যকেই গুরুত্ব দিতে অনুরোধ জানান তিনি।

প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ, আলোচনা অনুষ্ঠান, সংবাদ সম্মেলন কিংবা বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনে সংবাদ কাভারেজের জন্য আমন্ত্রিত সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট স্থান বরাদ্দের রীতি একসময় প্রচলিত ছিল।

এই আলাদা টেবিল বা নির্ধারিত জায়গাটিই পরিচিত ছিল ‘প্রেস টেবিল’ নামে। এটি কেবল বসার স্থান নয়, বরং সাংবাদিকদের পেশাগত পরিচয় ও নিরাপত্তার একটি স্বীকৃত কাঠামো ছিল। তা এখন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই গুরুত্বপূর্ণ ব্যবস্থাটি অনেকটাই হারিয়ে গেছে।

আজকের বাস্তবতায় প্রেস টেবিলের অনুপস্থিতি সাংবাদিকতার জন্য একটি নীরব সংকটে পরিণত হয়েছে। অথচ এই প্রেস টেবিল কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা, স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রতীক।

বর্তমানে অধিকাংশ রাজনৈতিক দলের আয়োজনে সাংবাদিকদের জন্য আলাদা কোনো ব্যবস্থা না থাকায় সংবাদকর্মীরা বাধ্য হচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীদের ভিড়ে, কখনো মঞ্চের একেবারে পাশে, কখনো বা কর্মীদের ঘাড়ে ঘাড় মিলিয়ে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করতে।

এমন পরিস্থিতিতে একজন পেশাদার সাংবাদিকের নিরপেক্ষতা যেমন প্রশ্নবিদ্ধ হয়, তেমনি তার ব্যক্তিগত নিরাপত্তাও পড়ে চরম ঝুঁকিতে। একজন দায়িত্বশীল সাংবাদিকের জন্য এ ধরনের পরিবেশ শুধু বিব্রতকরই নয়, অনেক ক্ষেত্রে তা অবমাননাকর এবং অসহনীয়ও বটে।

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে একটি স্থিরচিত্র বা কয়েক সেকেন্ডের ভিডিও একজন সাংবাদিককে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক হিসেবে চিহ্নিত করতে যথেষ্ট। বাস্তবে নিরপেক্ষ থাকলেও এসব বিভ্রান্তিকর উপস্থাপনার দায় শেষ পর্যন্ত সাংবাদিককেই বহন করতে হয়।

বিশেষ করে গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা দেখেছি রাজনৈতিক দলের নেতাকর্মী না হয়েও শুধুমাত্র কোনো একটি ফ্রেমে বা ভিডিওতে উপস্থিত থাকার কারণে বহু সাংবাদিক হামলা, মামলা, জেল-জুলুমের শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়া একজন সাংবাদিকের জন্য চরম দুর্ভাগ্যজনক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্যও অশনিসংকেত।

প্রেস টেবিল থাকলে এ বিপর্যয় এড়ানো যেত:রাজনৈতিক দলগুলোর আয়োজনে যদি গণমাধ্যমকর্মীদের জন্য নির্দিষ্ট ‘প্রেস টেবিল’ বা আলাদা মিডিয়া জোন রাখা হতো, তবে সাংবাদিকদের এমন করুণ পরিণতির মুখোমুখি হতে হতো না। এতে একদিকে যেমন সংবাদ সংগ্রহ হতো সহজ, সুশৃঙ্খল ও পেশাদার পরিবেশে, অন্যদিকে সাংবাদিকদের দলীয় পরিচয়ের অপবাদ থেকেও মুক্ত রাখা যেত।

প্রেস টেবিল সাংবাদিক ও রাজনৈতিক দলের মধ্যে একটি স্বাস্থ্যকর পেশাদার দূরত্ব তৈরি করে, যা একটি গণতান্ত্রিক সমাজে অত্যন্ত জরুরি। এই দূরত্ব সাংবাদিকদের স্বাধীনভাবে প্রশ্ন করার সাহস জোগায় এবং রাজনৈতিক দলগুলোকেও গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল হতে বাধ্য করে। একই সঙ্গে এটি ভবিষ্যতের নিরাপত্তা ঝুঁকিও অনেকাংশে কমিয়ে দেয়।

দল নিরপেক্ষ সাংবাদিকতা এখনো বেঁচে আছে:এখনো দেশে বহু দল নিরপেক্ষ সাংবাদিক রয়েছেন, যারা কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন বা সহযোগী শক্তি না হয়েও সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের কাছে রাজনৈতিক দলের আয়োজনে এই অব্যবস্থাপনা, অবহেলা ও অসচেতনতা চরম হতাশাজনক এবং অসহনীয়।

রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের বিনীত অনুরোধ; গণমাধ্যমকে প্রতিপক্ষ কিংবা সুবিধাভোগী হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি পরিহার করুন। সাংবাদিকরা কোনো দলের মুখপাত্র নন, আবার শত্রুও নন। তারা সমাজের দর্পণ—যেখানে ভালো-মন্দ উভয় চিত্রই প্রতিফলিত হয়।

রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ: আমরা আশা করবো, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এ বিষয়টি আন্তরিকভাবে বিবেচনা করবেন এবং ভবিষ্যতে সকল রাজনৈতিক আয়োজনে গণমাধ্যমের জন্য আলাদা প্রেস টেবিল বা নির্ধারিত স্থান নিশ্চিত করবেন। এটি সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার পাশাপাশি একটি সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতেও সহায়ক হবে।

সবশেষ কথা, প্রেস টেবিল কোনো বিলাসিতা নয়—এটি সাংবাদিকতার ন্যূনতম অধিকার। এই অধিকার নিশ্চিত করা মানেই গণতন্ত্রকে শক্তিশালী করা।

লেখক: আহমেদ আবু জাফর সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

ইঞ্জিনিয়ার সবুরের হাত ধরে  আওয়ামী লীগে যোগ দেওয়া আনোয়ারের দলবদল নিয়ে গুঞ্জন বিদেশিদের জন্য নতুন নিয়ম কার্যকর করল সৌদি আরব প্রেস টেবিল: দল নিরপেক্ষ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন ৫ দফায় কত টাকা বাড়ল স্বর্ণের দাম? ইসির ওপর আস্থা আছে, আশা করি তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল প্রবাসী কর্মীদের বড় সুখবর দিলো মালয়েশিয়া কারওয়ান বাজার মোড় অবরোধ সারাদেশে ১৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৭২৩ : ইসি মুস্তাফিজের ১২ কোটি টাকার কী হবে, আইপিএলের নিয়ম যা বলছে নাহিদের বছরে আয় ৩২ লাখ টাকা, স্থাবর সম্পদে উল্লেখ করেননি কিছু দেবিদ্বারে পাঁচ বছরের শিশুকে বলাৎকার : মামলা তুলে নিতে পরিবারকে হুমকী  গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে কথিত জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেফতার DIDARUL ALAM দিদারুল আলম ফুটপাত দখলে ‘ভাইরাল মিজান ভাতের হোটেল’ শেওড়াপাড়ায় জনদুর্ভোগ, সাংবাদিক হেনস্তার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতা মো. রেজাউল করিমের জন্মদিনে দেবিদ্বারে কেক কাটা অনুষ্ঠান এখনো সরকারি বাসা ছাড়েননি আসিফ মাহমুদ ও মাহফুজ আলম দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ ১১ বছরের লুকানো সাম্রাজ্য: রাকিবুলের কোটি টাকার টেন্ডার বাণিজ্য | পর্ব-০২  ভিংলাবাড়ী–কোম্পানীগঞ্জে মাদকের তাণ্ডব: সালাউদ্দিনের দৌরাত্ম্যে ধ্বংস হচ্ছে নতুন প্রজন্ম (পর্ব–০১) দুর্নীতির বরপুত্র পিআইও মনিরুজ্জামান এখনো বহাল তবিয়তে গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন (পর্ব ১) গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামছুদ্দোহার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ! মতলবে সূর্য তরুন সংগঠনের পক্ষ থেকে ইলেকট্রিক চেয়ার প্রদান এভারকেয়ারের সামনে সাংবাদিক হেনস্তা অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত আব্দুল্লাহ দাউদকান্দিতে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল  দেশে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ মানুষ