ডিএমপির মিরপুর পিওএম পুলিশ লাইন্সে ‘কমিশনার’স ফিস্ট’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর উদ্যোগে মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম ) এর পুলিশ সদস্যদের জন্য ‘কমিশনার’স ফিস্ট” আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪খ্রি.) মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ‘কমিশনার ফিস্ট” এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি ।
ডিএমপি কমিশনার মিরপুর পিওএম মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং আধুনিক, জনবান্ধব ও মানবিক পুলিশ বাহিনী গড়তে পুলিশ সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি মিরপুর পিওএম পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ সদস্যদের মেসগুলো পরিদর্শন করেন। পরে ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে ফিস্টে অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।