খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

জনগণের ভোটে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান- আবদুস সালাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৩:২৭ পূর্বাহ্ণ
জনগণের ভোটে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান- আবদুস সালাম

 

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি জনগণের ভোট সমর্থনে ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলসহ দেশের জনগণ চায় অতিদ্রুত নির্বাচন। কিন্তু কেউ কেউ আবার চান নির্বাচন যেন দেরিতে অনুষ্ঠিত হয়। তবে আমার পরিস্কার কথা; আগামীতে যখনই নির্বাচন হয় সেই নির্বাচনে জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

 

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর হাসপাতাল মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সংসদ ও সামাজিক সংগঠন, হোসেনপুর উপজেলা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সংসদ এর প্রধান উপদেষ্টা ও চেতনায় বাংলাদেশের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগর।

 

তিনি বলেন, এই দেশ আমাদের। আমরা যারা বিএনপির রাজনীতি করি তাদেরকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে অনুসরণ করতে হবে। তিনি এমন একজন মানুষ ছিলেন যে তার শত্রুর বলতে পারেননি জিয়াউর রহমান দুর্নীতি করেছেন। পরবর্তীতে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে লড়াই করেছেন। জনগণই তাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছন তিন বার। আর আগামী দিনে উনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

 

 

 

শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাগ করেছেন মন্তব্য করে আবদুস সালাম বলেন, আওয়ামী লীগকে আবার ফিরে আনতে চায়; প্রতিবেশি দেশ ভারতের প্রধানমন্ত্রী রাগ করেছেন; কেন আমরা শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছি। কারণ বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা(ভারত) শুধু নেয়; বাংলাদেশকে কিছু দিতে হয় না। আমাদের লোকজন চাকুরি পায় না; অথচ ভারতের লোকজন বাংলাদেশে এসে চাকুরি পায়। চাকুরি করে কিন্তু ট্যাক্স দেন না। আবার এসব কথা বলার পর আমরা ভারত বিরোধী হয়ে যাই। আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি; কারও দয়ায় নয়। তবে ভিারত আমাদেরকে সহযোগিতা করেছে এটা অস্বীকার করছি না। স্পষ্ট কথা- এটা সিকিম কিংবা ভুটান নয়; এটা বাংলাদেশ। তাই ইচ্ছে করলে যে কেউ এই দেশ দখল করতে পারবে না।

 

পতিত আওয়ামী লীগের সমালোচনা করে জাতির এই বীর সন্তান বলেন, যে যাই বলুক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বড় একটি শক্তি ছিল। আমরা দলটির প্রধানকে বার বার বলেছি; ওইদিকে (বিনাভোট) না যেয়ে নির্বাচনের পথে হাটুন। কিন্তু তিনি ক্ষমতার দম্ভে নির্বাচনের পথে যাননি। আজকে নির্বাচনের মাধ্যমে পরাজয় হলে পিছনের দরজা দিয়ে তাকে ভারতে পালাতে হতো না। ভারতে আশ্রয় নিতে হতো না। তাই বলছি; ক্ষমতা দেখানোর কিছু নাই। ক্ষমতা চিরস্থায়ী নয়; যে কারণে ক্ষমতায় পেয়ে পতিত আওয়ামী লীগ সরকার যা খুশি তা শুরু করেছিল।

 

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ক্ষমতার দম্ভ কমাতে হবে। জনগণ কি চায় সেটা জানতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে ক্ষমতায় যেতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে জনগণ বিএনপিকে খারাপভাবে, দোষারোপ করে। বরং দলের নাম ভেঙে যারা অপকর্ম করবেন তাকে বিএনপিতে রাখা হবে না। অপরাধ করলে ইহকাল পরকাল বিচারের আওতায় যেতেই হবে। সবকিছুর বিচার হবে। ইহকাল ক্ষণস্থায়ী পরকাল অন্ততকালের। যারা দম্ভ করে বলত বিএনপি কোনো রাজনৈতিক দলই নয়; তার নেতা আবার তারেক রহমান। সেই আওয়ামী লীগের ক্ষমতার দম্ভ এখন কোথায়? পালিয়েছে। অথচ আওয়ামী লীগ যদি অতীত থেকে শিক্ষা নিত তাহলে এমটা হতো না। এমকি যে ক্ষোভে থানায় হামলা, পুলিশের উপর আঘাত তা জনগণের জনরোস।

 

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ৭২ থেকে ৭৫ এই দেশের গণতন্ত্র আওয়ামী লীগ খেয়ে ফেলেছিল। মানুষের মৌলিক অধিকার ছিল না, এমনকি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিও ছিল না। না খেয়ে মানুষ বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকত। ইতিহাস থেকে আওয়ামী লীগ শিক্ষা গ্রহণ করে নাই। যদি করতো তাহলে গত ১৫ বছর আগের মতোই নির্যাতনের পথ বেছে নিতো না। স্বাধীনতার পর পল্টন ময়দানে মওলানা ভাষানী বললেন মুজিব তোমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে থামাও। এরা দেশটা লুটপাট করে খাচ্ছে। আওয়ামী লীগের নেতারা বললেন- এত কষ্ট করেছে নেতাকর্মীরা; না হয় কিছু খাবে। অথচ খাইতে খাইতে শেখ মুজিবরেও খেয়ে ফেলেছে, দেশটাকেও খেয়ে ফেলেছে। আর ৫ আগস্টের আগে বিএনপি নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, তাদের ব্যবসা বাণিজ্য জায়গা দখল, চাকরি থেকে বিতাড়িত করেছে। মনের মধ্যে তো ক্ষোভ থাকতেই পারে। কিন্তু আমাদের নেতা খালেদা জিয়া ও তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আপনারা এই মুহূর্তে হারানো সম্পদ পুনরুদ্ধার করতে যাবেন না। ফলে আমাদের নেতার নির্দেশে কোথাও কিছু হয় নাই। তাই আওয়ামী লীগ আর বিএনপিকে এক পাল্লায় মাপা যাবে না।

 

হোসেনপুরবাসীর কাছে নিজের সন্তানকে পরিচয় করে দিয়ে আবদুস সালাম বলেন, আজকেই প্রথম সন্তানকে নিয়ে আপনাদের সামনে এসেছি, কথা বলছি। আমার সন্তানকে হোসেনপুরবাসীর কাছে দিয়ে গেলাম; আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ভালো মন নিয়ে আপনাদের কাছে জনগণের কাছে আসতে পারে। আর আল্লাহ যেটা চায় সেটা হবে। কপালে লিখন যার যেখানে আছে সেখানে পাবে; কেউ কাউকে আটকাতে পারবে না। আমার সন্তান ভুল করলে আপনারা সংশোধন করে দিবেন। একটা কথা মনে রাখতে হবে পড়াশোনা করতে হবে। ভালো মানুষের বিকল্প নাই। নেতৃত্ব দিতে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে তাদেরকে সৎ হতে হবে।

 

হোসেনপুর-পাকুন্দিয়া নিয়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, এই হোসেনপুর-পাকুন্দিয়ার এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমি যাইনি। এখানে সবাই আমার আপনজন। এখানেই আমি বড় হয়েছি। এই বাংলাদেশ একটা বিশাল সম্পদের দেশ। ইচ্ছা করলে আমরা দেশ ভালো রাখতে পারি। যদি নেতৃত্ব ভালো হয়। তবে তথাকথিত কিছু শিক্ষিত লোকদের জন্য আজ দেশের এই অবস্থা। তারা এখন শুধু সংস্কার সংস্কার দাবি তুলছেন। অথচ সংষ্কার করতে কেউ মানা করেনি। কিন্তু সংস্কারের নামে যদি ধীর্ঘদিন সময় নেন তা হবে না। ভারত বাণিজ্যের নামে লুট করে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সব ব্যাংক লুট করেছে। জনগণ আজ ভোগান্তির মধ্যে আছে; নিত্যপণ্য দাম কমে না। কারণ ডলার নাই। ডলার কিনতে হয় বেশি টাকা দিয়ে, যে টাকা বাংলাদেশের নাই।

দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী— আওয়ামী লীগ সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী— আওয়ামী লীগ সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে

 

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় অন্যতম আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাঁ ছোয়ার বাইরে। গেল বছরের ৪ আগষ্ট দেবিদ্বারে রাজ্জাক রুবেল হত্যার দিন প্রকাশ্যে মহড়া দিয়েছে তার লোকজন নিয়ে৷

ঘটনাটি ঘটার দেড় বছর পেরিয়ে গেলেও হামলাকারী তোফাজ্জল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে,দি-রয়েল কলেজের শিক্ষক তোফায়েল হায়দার দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কুমিল্লা শহরে তার আলিশান ফ্লাটে থাকছেন৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীরা কয়েক ধাপে গ্রেফতার হলেও তোফাজ্জল হোসেন রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছে।

গত ৫ তারিখের পর থেকে অভিযুক্ত তোফায়েল গা-ঢাকা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করেনি।

অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে শিক্ষার্থীরা যাতে অংশ গ্রহন না করে সেজন্য কলেজের পেডে ঐ শিক্ষক

জরুরী নোটিশ দিয়েছিল।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঘটনার তদন্ত চলছে, আমরা কাউকে ছাড় দেব না।” তবে এখনো কোনো গ্রেপ্তার না হওয়ায় ছাত্রসমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, “আমরা ন্যায়বিচার চাই। যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে আন্দোলন আরও বিস্তৃত হবে।”

এ বিষয়ে অভিযুক্ত তোফায়েল হায়দারের ব্যবহৃদ মোবাইল নাম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা অপরাধীরা যদি আইনের আওতায় না আসে, তবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।তাই

হামলাকারী তোফায়েল হায়দার ও তার সঙ্গীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন।

Md. Tofael Ahmed  তোফায়েল আহমেদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
Md. Tofael Ahmed  তোফায়েল আহমেদ

Md. Tofael Ahmed

(Special Correspondent)

B Positive (B+)

phone (01601363847)

Gmail. Mdtofaelahmed377@gmail

দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী— আওয়ামী লীগ সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে Md. Tofael Ahmed  তোফায়েল আহমেদ সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ ভূঁইয়ার সীমাহীন লুটপাট: কমলাপুর থেকে বরগুনা- দুর্নীতির বিস্তৃত সাম্রাজ্য সদস্য প্রশাসন মোয়াজ্জেম’র বিরুদ্ধে নীতিমালা বহির্ভূতভাবে ১১শ কর্মকর্তাকে পোস্টিং বাণিজ্য অর্ধশত কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগ রাজউক ইঞ্জিনিয়ার টিপুর ‘অঘোষিত সাম্রাজ্য’  পাখির খাদ্যের আড়ালে এলো ২৫ হাজার কেজি মাদক গৌরসারে প্রিয় শিক্ষকের বিদায়: ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে উঠল পুরো গ্রাম সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা দেবিদ্বারে ব্যবসায়ীর ছেলেকে মারধর ও হত্যাচেষ্টা, ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লার তিতাসে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে ৪ নারীকে  তিতাসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার  সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর’…..আপোষহীন তরুণ নেতা আল আমিন হক বাবু  তিতাসে ভূয়া দলিল সৃজন করে মনিরুজ্জামান লিটনের কবরস্থান দখলের পায়তারা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ হোসেন এর সেন্ডিকেটের ব্যবস্থা নিতে গড়িমসি হোমনায় নিহত জবি’র ছাত্রদল নেতা জুবায়েদের বাড়িতে শোকের মাতম: বিচারের দাবিতে বিক্ষোভ  কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার বড়বোন, অতপর ব্লাক মেইল ও অর্থ আত্নসাৎ  দেবিদ্বার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালালের অপসারণ ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ধানের জমিতে কারেন্ট পোকা দমনের উপায় গণপূর্ত প্রকৌশলী জহুরুল ইসলামের বিরুদ্ধে ৭৮ লাখ টাকার বিল জালিয়াতির অভিযোগ গণপূর্ত প্রকৌশলী লতিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির পাহাড়, একাধিক মামলার আসামি হয়েও বহাল তবিয়তে দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন  রাজস্ব কর্মকর্তা দর্জি রুবেলের অবৈধ সম্পদের সাম্রাজ্য : প্রভাব, দুর্নীতি আর দায়মুক্তির গল্প কর পরিদর্শক রুবেল দর্জির নামে-বেনামে কোটি টাকার সম্পদ উন্মোচন এতিম মেয়ের বিবাহ উপলক্ষে মানবতার হাত বাড়িয়ে দিলো দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা তিতাসে তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন আক্তারুজ্জামান সরকার  ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার