মতলবে আওয়ামীলীগ নেতার হামলায় যুবদলনেতা আহত
স্টাফ রিপোর্টেরঃ
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে কালির বাজার নামক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মতলব উত্তর এর শীর্ষ সন্ত্রাসী ০৫ইং আগষ্টের পর পলাতক রফিক ডাকাতের নির্দেশে জিয়া উদ্দিন, রুহুল আমীন, জিশান, মিঠু, ইমন, লিখন, বাবলু. অন্তর, সাইফুল এবং সিয়াম সহ আরো কিছু সন্ত্রাসীরা জাকির হোসেন নামে এক বিএনপির কর্মীকে রাম-দা দিয়ে কুপিয়ে জখম করে। সন্ত্রাসীদের হামলায় জাকির হোসেন গুরতর আহত হন। উপজেলা হাসপাতালে লোকজন নিয়ে গেলে জানা যায় তার পায়ের রগ কেটে যায় এবং পা ভেঙ্গে যায় তাকে উচ্চ চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আনুমানিক সকাল ০৭ টার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ০৭ টার সময় জাকির এবং তার চাচাতো ভাই মনিরসহ পারিবারিক অনুষ্ঠানের বাজার সদাই কেনা কাটার জন্য মোটর সাইকেল যোগে বাজারে যাবার সময় বাজারের মাঝখানে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা জাকিরকে লক্ষ করে লাঠি দিয়ে আঘাত করে মোটর সাইকেল থেকে ফেলে দিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে পালিয়ে যায়। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মায়া চৌধুরীর গৃহপালিত ক্যাডার বাহিনী নামে পরিচিত। গত ০৫ ইং আগষ্টের স্বৈরাচার পতনের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদাকে টাকার বিনিময়ে কব্জা করে বিএনপি নেতা বনে গিয়ে এখন আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে।হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে কিন্তু বাদিদের দাবি আসামীরা এখনও এলাকায় ঘুরাফেরা করতেছে মামলা তুলে নেবার জন্য হুমকি দামকি দিচ্ছে ভয় দেখাচ্ছে। বাদিদের দাবি পুলিশ কাউকে কেনো ধরতেছেনা প্রধান আসামী কিভাবে এখনো তার নিজের দোকানে বসে ব্যবসা পরিচালনা করতেছে। দেশে কি কোন আইন নাই নাকি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার আহ্বান জানান বাদির লোকজন। এ বিষয়ে মতলব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ রবিউল হক জানান গত ১৬ নভেম্বর ১৬.৩০ মিনিটের সময় খাদিজা আক্তার, স্বামী জাকির মিয়া, খাগুরিয়া বাদীর টাইপকৃত এজাহার থানায় প্রাপ্ত হয় ।মতলব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ রবিউল হক। জানান’
মাঠে আমাদের টিম কাজ করতেছে আশাবাদী আমরা খুব শীঘ্রই আসামীদেরকে আইনের আওতায় আনবো।



