খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

মতলবে আওয়ামীলীগ নেতার  হামলায় যুবদলনেতা আহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮:০১ পূর্বাহ্ণ
মতলবে আওয়ামীলীগ নেতার  হামলায় যুবদলনেতা আহত

স্টাফ রিপোর্টেরঃ

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নে কালির বাজার নামক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মতলব উত্তর এর শীর্ষ সন্ত্রাসী ০৫ইং আগষ্টের পর পলাতক রফিক ডাকাতের নির্দেশে জিয়া উদ্দিন, রুহুল আমীন, জিশান, মিঠু, ইমন, লিখন, বাবলু. অন্তর, সাইফুল এবং সিয়াম সহ আরো কিছু সন্ত্রাসীরা জাকির হোসেন নামে এক বিএনপির কর্মীকে রাম-দা দিয়ে কুপিয়ে জখম করে। সন্ত্রাসীদের হামলায় জাকির হোসেন গুরতর আহত হন। উপজেলা হাসপাতালে লোকজন নিয়ে গেলে জানা যায় তার পায়ের রগ কেটে যায় এবং পা ভেঙ্গে যায় তাকে উচ্চ চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আনুমানিক সকাল ০৭ টার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ০৭ টার সময় জাকির এবং তার চাচাতো ভাই মনিরসহ পারিবারিক অনুষ্ঠানের বাজার সদাই কেনা কাটার জন্য মোটর সাইকেল যোগে বাজারে যাবার সময় বাজারের মাঝখানে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা জাকিরকে লক্ষ করে লাঠি দিয়ে আঘাত করে মোটর সাইকেল থেকে ফেলে দিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে পালিয়ে যায়। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মায়া চৌধুরীর গৃহপালিত ক্যাডার বাহিনী নামে পরিচিত। গত ০৫ ইং আগষ্টের স্বৈরাচার পতনের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদাকে টাকার বিনিময়ে কব্জা করে বিএনপি নেতা বনে গিয়ে এখন আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে।হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে কিন্তু বাদিদের দাবি আসামীরা এখনও এলাকায় ঘুরাফেরা করতেছে মামলা তুলে নেবার জন্য হুমকি দামকি দিচ্ছে ভয় দেখাচ্ছে। বাদিদের দাবি পুলিশ কাউকে কেনো ধরতেছেনা প্রধান আসামী কিভাবে এখনো তার নিজের দোকানে বসে ব্যবসা পরিচালনা করতেছে। দেশে কি কোন আইন নাই নাকি। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার আহ্বান জানান বাদির লোকজন। এ বিষয়ে মতলব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ রবিউল হক জানান গত ১৬ নভেম্বর ১৬.৩০ মিনিটের সময় খাদিজা আক্তার, স্বামী জাকির মিয়া,  খাগুরিয়া বাদীর টাইপকৃত এজাহার থানায় প্রাপ্ত হয় ।মতলব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোঃ রবিউল হক। জানান’

মাঠে আমাদের টিম কাজ করতেছে আশাবাদী আমরা খুব শীঘ্রই আসামীদেরকে আইনের আওতায় আনবো।

দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী— আওয়ামী লীগ সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী— আওয়ামী লীগ সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে

 

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় অন্যতম আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাঁ ছোয়ার বাইরে। গেল বছরের ৪ আগষ্ট দেবিদ্বারে রাজ্জাক রুবেল হত্যার দিন প্রকাশ্যে মহড়া দিয়েছে তার লোকজন নিয়ে৷

ঘটনাটি ঘটার দেড় বছর পেরিয়ে গেলেও হামলাকারী তোফাজ্জল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে,দি-রয়েল কলেজের শিক্ষক তোফায়েল হায়দার দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে কুমিল্লা শহরে তার আলিশান ফ্লাটে থাকছেন৷ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীরা কয়েক ধাপে গ্রেফতার হলেও তোফাজ্জল হোসেন রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছে।

গত ৫ তারিখের পর থেকে অভিযুক্ত তোফায়েল গা-ঢাকা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের কারণে পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করেনি।

অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে শিক্ষার্থীরা যাতে অংশ গ্রহন না করে সেজন্য কলেজের পেডে ঐ শিক্ষক

জরুরী নোটিশ দিয়েছিল।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঘটনার তদন্ত চলছে, আমরা কাউকে ছাড় দেব না।” তবে এখনো কোনো গ্রেপ্তার না হওয়ায় ছাত্রসমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, “আমরা ন্যায়বিচার চাই। যারা আমাদের ওপর হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে আন্দোলন আরও বিস্তৃত হবে।”

এ বিষয়ে অভিযুক্ত তোফায়েল হায়দারের ব্যবহৃদ মোবাইল নাম্বারে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা অপরাধীরা যদি আইনের আওতায় না আসে, তবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।তাই

হামলাকারী তোফায়েল হায়দার ও তার সঙ্গীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন।

Md. Tofael Ahmed  তোফায়েল আহমেদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
Md. Tofael Ahmed  তোফায়েল আহমেদ

Md. Tofael Ahmed

(Special Correspondent)

B Positive (B+)

phone (01601363847)

Gmail. Mdtofaelahmed377@gmail

দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী— আওয়ামী লীগ সন্ত্রাসী তোফায়েল হায়দার এখনো ধরাছোঁয়ার বাইরে Md. Tofael Ahmed  তোফায়েল আহমেদ সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আহাদ ভূঁইয়ার সীমাহীন লুটপাট: কমলাপুর থেকে বরগুনা- দুর্নীতির বিস্তৃত সাম্রাজ্য সদস্য প্রশাসন মোয়াজ্জেম’র বিরুদ্ধে নীতিমালা বহির্ভূতভাবে ১১শ কর্মকর্তাকে পোস্টিং বাণিজ্য অর্ধশত কোটি টাকা ঘুষ গ্রহনের অভিযোগ রাজউক ইঞ্জিনিয়ার টিপুর ‘অঘোষিত সাম্রাজ্য’  পাখির খাদ্যের আড়ালে এলো ২৫ হাজার কেজি মাদক গৌরসারে প্রিয় শিক্ষকের বিদায়: ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে উঠল পুরো গ্রাম সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়া অস্ত্রসহ যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা দেবিদ্বারে ব্যবসায়ীর ছেলেকে মারধর ও হত্যাচেষ্টা, ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লার তিতাসে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে ৪ নারীকে  তিতাসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার  সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর’…..আপোষহীন তরুণ নেতা আল আমিন হক বাবু  তিতাসে ভূয়া দলিল সৃজন করে মনিরুজ্জামান লিটনের কবরস্থান দখলের পায়তারা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী তামজীদ হোসেন এর সেন্ডিকেটের ব্যবস্থা নিতে গড়িমসি হোমনায় নিহত জবি’র ছাত্রদল নেতা জুবায়েদের বাড়িতে শোকের মাতম: বিচারের দাবিতে বিক্ষোভ  কুমিল্লার দেবিদ্বারে ছোট বোনকে জিন ছাড়াতে গিয়ে ধর্ষনের শিকার বড়বোন, অতপর ব্লাক মেইল ও অর্থ আত্নসাৎ  দেবিদ্বার ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জালালের অপসারণ ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ধানের জমিতে কারেন্ট পোকা দমনের উপায় গণপূর্ত প্রকৌশলী জহুরুল ইসলামের বিরুদ্ধে ৭৮ লাখ টাকার বিল জালিয়াতির অভিযোগ গণপূর্ত প্রকৌশলী লতিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির পাহাড়, একাধিক মামলার আসামি হয়েও বহাল তবিয়তে দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন  রাজস্ব কর্মকর্তা দর্জি রুবেলের অবৈধ সম্পদের সাম্রাজ্য : প্রভাব, দুর্নীতি আর দায়মুক্তির গল্প কর পরিদর্শক রুবেল দর্জির নামে-বেনামে কোটি টাকার সম্পদ উন্মোচন এতিম মেয়ের বিবাহ উপলক্ষে মানবতার হাত বাড়িয়ে দিলো দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা তিতাসে তারেক রহমানের নির্দেশে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন আক্তারুজ্জামান সরকার  ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের আতঙ্ক এসআই মেহেদী হাসান জুয়েলকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার