খুঁজুন
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১

বন্ধ হচ্ছে প্রায় ৩০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৫:১৯ পূর্বাহ্ণ
বন্ধ হচ্ছে প্রায় ৩০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

 

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোর তুলনায় শিক্ষার্থী হাতে গোনা। দীর্ঘ সময় ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সংখ্যা বাড়ছে না। আবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক। শিক্ষার্থীও একজন।

 

সারাদেশে এমন প্রায় ৩শ’ সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার চিহ্নিত করেছে, যাদের শিক্ষার্থী সংখ্যা ৫০ এর নিচে। কেড়ে নেয়া হচ্ছে এই বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষমতা। এগুলোকে পাশের সরকারি স্কুলের সাথে একীভূত করা হবে।

 

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, গত ১০ বছর ধরে যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০ এর নিচে, সেসব স্কুলকে আমরা পাশের সরকারি স্কুলের সাথে একীভূত বা এক শিফটের করে দেবো। স্কুলের সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের একীভূত করা হবে।এদিকে আবার খুলনার বাটিয়াঘাটার মুহাম্মাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী পড়ছে হাজারের বেশি। সেখানে শিক্ষকের সংখ্যা ৫ জন। শ্রেণিকক্ষের সঙ্কট রয়েছে। এমন ক্ষেত্রেও উদ্যোগী হচ্ছে মন্ত্রণালয়।

 

ফরিদ আহাম্মদ বলেন, খুলনাতে একটা স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ১২শ’ এর উপরে। আরও ৬০০ শিক্ষার্থী রয়েছে, যারা এই স্কুলে ভর্তি হতে চায়। আশপাশে ৩-৪টা কিন্ডারগার্ডেন স্কুল বন্ধ হয়ে গেছে। প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি স্কুলকে ওই পর্যায়ে নিয়ে গেছে। আমরা এ ধরনের স্কুলকে উৎসাহিত করছি।

 

৩০০ স্কুল একীভূতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন শিক্ষা গবেষকরা। পাশাপাশি এগুলোর ভৌত অবকাঠামোকে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন তারা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মজিবুর রহমান বললেন, আগামী ২০ বছর সেখানে শিক্ষার্থী বাড়বে না, এ ধরনের কোনো ডেটা থাকলে স্কুল বন্ধ হতে পারে। তবে স্কুলের ভৌত কাঠামোকে কাজে লাগিয়ে কমিউনিটি সেন্টার করা যেতো। যেখানে নিরক্ষর আছে, সেখানে স্বাক্ষর করার বিষয় আছে। লাইফ লং লার্নিংয়ের অংশ হিসেবে ওই স্কুলগুলোতে ব্যবহার করা যেতো। একবার বন্ধ করে দিলে আবার চালু করা অনিশ্চিত হয়ে যায়। তাই একেবারে বন্ধ না করে অন্য কীভাবে কাজে লাগাতে পারি, তা করা গেলে ভালো ফল আসবে।

 

শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত সুষম করার পাশাপাশি প্রাথমিক শিক্ষা ক্ষেত্রের অনিয়ম ও দুর্নীতি বন্ধ না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিক করা কঠিন বলেও মনে করেন শিক্ষা গবেষকেরা।

বাল্য বিবাহ থেকে নিজেকে রক্ষা করে জীবন দক্ষতা নেতৃত্ব দেওয়া প্রতিবাদী শিক্ষার্থী অনামিকা।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৪২ অপরাহ্ণ
বাল্য বিবাহ থেকে নিজেকে রক্ষা করে জীবন দক্ষতা নেতৃত্ব দেওয়া প্রতিবাদী শিক্ষার্থী অনামিকা।

 

রনবীর চন্দ্র রায়: ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।

সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবনযুদ্ধ। আর সেই জীবন যুদ্ধে নিজেকে ব্যাতিক্রমী হিসেবে উপস্থাপিত হয়েছে অনামিকা রানী। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের সাহসী বালিকা অনামিকা রানী।

 

ছোটবেলা থেকেই অনামিকা ছিল প্রতিবাদমুখর। যেখানে সে অন্যায়, অবিচার, দুর্নীতি, বাল্যবিবাহ দেখতো সেখানেই সে রুখে দাড়াতো। যখন সে তার মতো মেয়েশিশুদের অবহেলিত, নির্যাতীত, ধর্ষিত হতে দেখতো, তখনি তার মধ্যে মেয়ে শিশুদের নিয়ে কাজ করার উদ্দীপনা জাগতো। তার সেই উদ্দীপনার সহযোগিতা করলেন child Not Bride (CNB) Project. Child Not Bride Project এর সহযোগিতায় সে আলোকিত কাশিপুর যুবসংগঠনের সদস্য হয়ে সে মেয়ে শিশুদের নিয়ে কাজ করতে শুরু করে।

 

 

অনামিকা, প্রতিবেদককে জানান, সে আমি সংগঠনের প্রতিমাসের মিটিং এ নিয়মিত সদস্য হয়ে উঠি। মাসিক মিটিং এ বাল্যবিবাহ, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, শিশু অধিকার, শিশু সুরক্ষা, যুবদের নেতৃত্ব সম্পর্কে জানতে পারি।

 

 

 

পরবর্তীতে আমি মেয়ে শিশুদের নিয়ে ক্যাম্পেইন করি, বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করি, ১০৯ ইটলাইন নাম্বার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করি। এছাড়া মাসিক মিটিং এ ছেলে যুবদের মাদকাসক্তি রোধে আলোচনা করি। এভাবে কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য হই। চেয়ারম্যান, মেম্বার, ইমাম, প্ররোহিতদের সাথে বাল্যবিবাহ রোধ নিয়ে আলোচনা করি। আবার উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতির মাধ্যমে UNO office এ বাল্যবিবাহ প্রতিরোধে যুবদের সক্ষমতা বৃদ্ধি উপলক্ষে মিটিং করা হতো। পিছিয়ে পড়া মেয়ে শিশুদের নিয়ে তৈরি করি জেলা ব্রেভগার্লস, কুড়িগ্রাম।

 

 

 

সেখানে প্রতি উপজেলা থেকে প্রতিমাসিক মিটিং এ ২জন করে সাহসী বালিকা অংশগ্রহন করে। এছাড়াও child Not project আয়োজিত গার্লস লিডারশীপ-২০২৩ এ অংশগ্রহন করে অনেক সাহসী নারীর গল্প জেনেছি, নারী অধিকার সম্পর্কে জেনেছি, নিজেকে কিভাবে আত্মরক্ষা করবো তার সম্পর্কে জেনেছি,অনলাইন সহিংসতার শিকার হলে প্রশাসনিক সহযোগিতা সম্পর্কে জেনেছি।

 

 

সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ CNB Project এর plan International বাংলাদেশের কে Bangladesh এর সম্মানিত স্যার সহ নেপালের অপ্রিথিবৃন্দ। সেখানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রন করে একটি বই এবং একটি সার্টিফিকেট অর্জন করি।

 

আবার ১১ই অক্টোরর আন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে গালর্স টেকওভার-২০২৩” এ অংশগ্রহন করে একদিনের প্রতিকী SP এর দায়িত্ব পালন করি। অনামিকা আরও জানান, আমি পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি, সঙ্গীত, একক অভিনয়, বির্তক, কুইজ, উপস্থাপনা, ভাষা ও সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ে স্কুল, কলেজ, উপজেলা ও জেলা পর্যায়ে অংশগ্রহন করে বিভিন্ন ক্রেষ্ট ও সার্টিফিকেট এবং অসংখ্য বই পুরুষ্কার প্রাপ্ত হয়েছি। আমি ২০২২ সালে SSC পরীক্ষায় GPA 5.0 পেয়ে উত্তীর্ন হই বিজ্ঞান বিভাগ থেকে।

 

 

২০২৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে HSC পরীক্ষায় GPA 4.58 পেয়ে উত্তীর্ণ হই।সর্বদা আমার বাবা-মা আমাকে সার্পোট করেছিলো।তারা পাশে ছিলো বলে আমি আজ এতদুর আসতে পেরেছি। বর্তমান আমি CNB prraject এর Voluntearisom এব পাশাপাশি Global platform এর ActionAid Bangladesh এর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি।

 

এক কথায় আমি আলোকিত কাশিপুর যুব সংগঠনের সহসভাপতি এবং জেলা ব্রেড গার্লস সদস্য।আমি আমার স্বপ্ন পূরন করে সবার সামনে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। প্রকৃত মানুষ হতে চাই।

যে কোন মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে: প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৫:০৮ অপরাহ্ণ
যে কোন মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে: প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

 

নিজস্ব প্রতিবেদক:

যে কোন মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) কুমিল্লা জেলার প্রাণকেন্দ্র টাউন হল ময়দানে ‘আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ’ কুমিল্লা জেলার উদ্যোগে অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহতারাম আমীরে জামা’আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব এ কথা বলেন। তিনি বলেন, এক শ্রেণীর ষড়যন্ত্রকারী এদেশকে ধ্বংসের জন্য বিদেশী নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছে। তাদের চক্রান্তের ব্যাপারে আমাদের সদা সতর্ক থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, আল্লাহর নৈকট্য হাছিলের জন্য তিনটি বিষয় অর্জন করতে হবে। বিশুদ্ধ আক্বীদা-বিশ্বাস, বিশুদ্ধ পদ্ধতি ও আল্লাহর পথে জিহাদ। আল্লাহভীতি না থাকলে সর্বক্ষেত্রে ধ্বংস নেমে আসবে। তাই ইহকালে কল্যাণ ও পরকালে মুক্তি পেতে হলে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহকে ভয় করে চলতে হবে এবং তাঁর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।জেলা আন্দোলন’-এর সভাপতি মাওলানা ছফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম মাদানী প্রমুখ।

ডিএমপির মিরপুর পিওএম পুলিশ লাইন্সে ‘কমিশনার’স ফিস্ট’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
ডিএমপির মিরপুর পিওএম পুলিশ লাইন্সে ‘কমিশনার’স ফিস্ট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

 

ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর উদ্যোগে মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম ) এর পুলিশ সদস্যদের জন্য ‘কমিশনার’স ফিস্ট” আয়োজন করা হয়েছে।

 

আজ শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪খ্রি.) মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে অনুষ্ঠিত ‘কমিশনার ফিস্ট” এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি ।

 

ডিএমপি কমিশনার মিরপুর পিওএম মসজিদে জুমার নামাজ আদায় করেন। এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং আধুনিক, জনবান্ধব ও মানবিক পুলিশ বাহিনী গড়তে পুলিশ সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি মিরপুর পিওএম পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ সদস্যদের মেসগুলো পরিদর্শন করেন। পরে ডিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে ফিস্টে অংশগ্রহণ করেন ।

 

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাল্য বিবাহ থেকে নিজেকে রক্ষা করে জীবন দক্ষতা নেতৃত্ব দেওয়া প্রতিবাদী শিক্ষার্থী অনামিকা। যে কোন মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে: প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ডিএমপির মিরপুর পিওএম পুলিশ লাইন্সে ‘কমিশনার’স ফিস্ট’ অনুষ্ঠিত ৪নং ওয়ার্ড কলাকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশ ১.৫ কোটি টাকার বিনিময়ে সাবেক মন্ত্রী মায়ার আর্শীবাদপ্রাপ্ত দুর্নীতিবাজ কর্মকর্তা হলেন ব্রীজের ডিপিডিঃ ৪০০ পিস ই’য়া’বাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা আটক  অনেক ষড়যন্ত্র চলছে, অদৃশ্য শক্তি কাজ করছে : তারেক রহমান প্রেম-ভালোবাসা এখন আর বিশ্বাস করি না : অহনা উদ্ভাবনী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার ঘোষণা দিলেন মিজানুর রহমান আজহারী ক্যালিফোর্নিয়ায় পর্দা উঠলো বাংলাদেশ চ্যাম্পিয়নস লিগের নিয়োগ দেবে পূবালী ব্যাংক, এসএসসি পাসেই আবেদনের সুযোগ কুমিল্লায় ধনুয়াখলা মাওলানা আলী আহাম্মদ পাঠাগার উদ্বোধন। আসছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’ আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭ খুনের অভিযোগে নার্গিস ফাখরির বোন গ্রেফতার হজমশক্তি বাড়ানোর ৫ উপায় থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত যুব বিশ্বকাপের হকিতে বাংলাদেশ ইরাকি সশস্ত্র গোষ্ঠী সরকারকে আহ্বান জানালো সিরিয়ায় সেনা মোতায়েনের বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ পরিকল্পনা শেভরনের মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন। শুধু সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নয় বাংলাদেশের সকল ধর্মের মানুষের বসবাসের সমান অধিকার জেলা প্রশাসক নওগাঁ দেবীগঞ্জে অনুষ্ঠিত হলো প্রাইভেট মাদ্রাসার বৃত্তি পরীক্ষ বেশি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জেল ও জরিমানা তিতাসে কলাকান্দি ইউনিয়নে ৩নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত  নওগাঁয় ৪৮ বোতল ফেন্সিডিলসহ নাহিদ হোসেন নামে এক জন কে গ্রেফতার ও ফেন্সিডিল বহনে নোহা মাইক্রোবাস জব্দ সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, দেবে ৬০ লক্ষাধিক টাকা তিতাসের গাজীপুরে ইয়াং স্টার ডে- নাইট শর্ট পিচ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত জিংলাতলীর মাদক সম্রাট ইসলাম গ্রেফতার মতলবে আওয়ামীলীগ নেতার  হামলায় যুবদলনেতা আহত ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
Open chat
Hello
Can we help you?