দাউদকান্দিতে রিফাত হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা দাউদকান্দিতে জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলন নিহত রিফাত হত্যা মামলা আসামি যুবলীগ নেতা সোহাগ গ্রেফতার করা হয়েছে।
সে মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগ নেতা ও শায়েস্তা নগর গ্রামের মৃত শামছুল হক ভুইয়ার ছেলে। আজ রোববার বিকেলে মডেল থানায় রিফাত হত্যা মামলার অজ্ঞাত আসামি হিসাবে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েদ চৌধুরী বলেন, পুলিশ শনিবার দিবাগত রাতে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রাম থেকে সোহাগ কে আটক করা হয়। রোববার বিকেল তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।