তিতাসে প্রাক্তন ছাত্র পরিষদ পানিবন্দি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিলো খাবার
হালিম সৈকত :
কুমিল্লাসহ বাংলাদেশের যেসব জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সব এলাকায় ত্রাণ পৌছাতে ব্যস্ত সময় পার করছে স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণ। তারই অংশ হিসেবে ২৫ আগস্ট রবিবার দুপুরে তিতাসের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন “প্রাক্তন ছাত্র পরিষদ” তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে বন্যায় পানিবন্দি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন রান্না করা খাবার। মানিকনগর, খানেবাড়ি ও আফজালকান্দি গ্রামের প্রায় ৬০০ পরিবারের মাঝে সুপেয় পানি ও খাবার পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ। খাবার বিতরণ কার্যক্রমে সংগঠনের সভাপতি আল মামুন সরকার ছোটনের নেতৃত্বে অংশগ্রহণ করেন, সাধারণ সম্পাদক সোলেমান হাসান, সিনিয়র সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ শ্যামল, মেহেদী হাসান দুলাল মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন চন্দ্র দাস, সাংবাদিক হালিম সৈকত ও মোঃ আলমগীর হোসেনসহ সংগঠনের আরও অনেকে।



