রনবীর চন্দ্র রায়: ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।
সংগ্রাম করে বেঁচে থাকার নামই জীবনযুদ্ধ। আর সেই জীবন যুদ্ধে নিজেকে ব্যাতিক্রমী হিসেবে উপস্থাপিত হয়েছে অনামিকা রানী। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের সাহসী বালিকা অনামিকা রানী।
ছোটবেলা থেকেই অনামিকা ছিল প্রতিবাদমুখর। যেখানে সে অন্যায়, অবিচার, দুর্নীতি, বাল্যবিবাহ দেখতো সেখানেই সে রুখে দাড়াতো। যখন সে তার মতো মেয়েশিশুদের অবহেলিত, নির্যাতীত, ধর্ষিত হতে দেখতো, তখনি তার মধ্যে মেয়ে শিশুদের নিয়ে কাজ করার উদ্দীপনা জাগতো। তার সেই উদ্দীপনার সহযোগিতা করলেন child Not Bride (CNB) Project. Child Not Bride Project এর সহযোগিতায় সে আলোকিত কাশিপুর যুবসংগঠনের সদস্য হয়ে সে মেয়ে শিশুদের নিয়ে কাজ করতে শুরু করে।
অনামিকা, প্রতিবেদককে জানান, সে আমি সংগঠনের প্রতিমাসের মিটিং এ নিয়মিত সদস্য হয়ে উঠি। মাসিক মিটিং এ বাল্যবিবাহ, বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, শিশু অধিকার, শিশু সুরক্ষা, যুবদের নেতৃত্ব সম্পর্কে জানতে পারি।
পরবর্তীতে আমি মেয়ে শিশুদের নিয়ে ক্যাম্পেইন করি, বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করি, ১০৯ ইটলাইন নাম্বার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করি। এছাড়া মাসিক মিটিং এ ছেলে যুবদের মাদকাসক্তি রোধে আলোচনা করি। এভাবে কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে ইউনিয়ন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য হই। চেয়ারম্যান, মেম্বার, ইমাম, প্ররোহিতদের সাথে বাল্যবিবাহ রোধ নিয়ে আলোচনা করি। আবার উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতির মাধ্যমে UNO office এ বাল্যবিবাহ প্রতিরোধে যুবদের সক্ষমতা বৃদ্ধি উপলক্ষে মিটিং করা হতো। পিছিয়ে পড়া মেয়ে শিশুদের নিয়ে তৈরি করি জেলা ব্রেভগার্লস, কুড়িগ্রাম।
সেখানে প্রতি উপজেলা থেকে প্রতিমাসিক মিটিং এ ২জন করে সাহসী বালিকা অংশগ্রহন করে। এছাড়াও child Not project আয়োজিত গার্লস লিডারশীপ-২০২৩ এ অংশগ্রহন করে অনেক সাহসী নারীর গল্প জেনেছি, নারী অধিকার সম্পর্কে জেনেছি, নিজেকে কিভাবে আত্মরক্ষা করবো তার সম্পর্কে জেনেছি,অনলাইন সহিংসতার শিকার হলে প্রশাসনিক সহযোগিতা সম্পর্কে জেনেছি।
সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ CNB Project এর plan International বাংলাদেশের কে Bangladesh এর সম্মানিত স্যার সহ নেপালের অপ্রিথিবৃন্দ। সেখানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রন করে একটি বই এবং একটি সার্টিফিকেট অর্জন করি।
আবার ১১ই অক্টোরর আন্তজাতিক নারী দিবস উপলক্ষ্যে গালর্স টেকওভার-২০২৩” এ অংশগ্রহন করে একদিনের প্রতিকী SP এর দায়িত্ব পালন করি। অনামিকা আরও জানান, আমি পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি, সঙ্গীত, একক অভিনয়, বির্তক, কুইজ, উপস্থাপনা, ভাষা ও সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ে স্কুল, কলেজ, উপজেলা ও জেলা পর্যায়ে অংশগ্রহন করে বিভিন্ন ক্রেষ্ট ও সার্টিফিকেট এবং অসংখ্য বই পুরুষ্কার প্রাপ্ত হয়েছি। আমি ২০২২ সালে SSC পরীক্ষায় GPA 5.0 পেয়ে উত্তীর্ন হই বিজ্ঞান বিভাগ থেকে।
২০২৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে HSC পরীক্ষায় GPA 4.58 পেয়ে উত্তীর্ণ হই।সর্বদা আমার বাবা-মা আমাকে সার্পোট করেছিলো।তারা পাশে ছিলো বলে আমি আজ এতদুর আসতে পেরেছি। বর্তমান আমি CNB prraject এর Voluntearisom এব পাশাপাশি Global platform এর ActionAid Bangladesh এর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি।
এক কথায় আমি আলোকিত কাশিপুর যুব সংগঠনের সহসভাপতি এবং জেলা ব্রেড গার্লস সদস্য।আমি আমার স্বপ্ন পূরন করে সবার সামনে আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। প্রকৃত মানুষ হতে চাই।