কুমিল্লায় রেজভীয়া ফোরাম বাংলাদেশের মতবিনিময় সভা
হালিম সৈকত, কুমিল্লা।
কুমিল্লায় রেজভীয়া ফোরাম বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার (১১জানুয়ারি) কুমিল্লার আলেখারচর বিশ্বরোড সংলগ্ন মায়ামি রেস্টুরেন্টে রেজভীয়া ফোরাম বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টায় রেজভীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব এবং রেজভীয়া ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ সুফি বদরুল আমিন রেজভী(মাঃজিঃআঃ) মতবিনিময় সভার উদ্বোধন করেন।
রেজভীয়া দরবার শরীফের একটি অঙ্গ সংগঠন হলো রেজভীয়া ফোরাম বাংলাদেশ। দরবার শরীফের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন, লক্ষ্য ও উদ্দেশ্যভিত্তিক বিভিন্ন কার্যক্রম সম্পাদন,
দরবার শরীফের ভক্ত অনুসারীদেরকে নিয়ে মাঠে ময়দানে কার্যক্রম পরিচালনা করাসহ একটি যুগোপযোগী, আধুনিক ও সৃজনশীল সংগঠন হবে রেজভীয়া ফোরাম বাংলাদেশ।
রেজভীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা গাজী আকবর আলী রেজভী (রাঃ) ও শহীদ আলহাজ্ব আল্লামা ছদরুল আমিন রেজভী(রাঃ)’ স্বপ্ন বাস্তবায়নে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
দরবার শরীফের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সহ দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করাও রেজভীয়া ফোরাম বাংলাদেশের অন্যতম লক্ষ্য। উপস্থিত সকলেই এই সংগঠনের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন এবং সাংগঠনিকভাবে বিভিন্ন পরামর্শ দেন।
সাংগঠনিকভাবে রেজভীয়া দরবার শরীফের ভক্ত-আশেকানদের নিয়ে কাজ করার জন্য বিশেষ তাগিদ দেন।
উক্ত অনুষ্ঠানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে আগত দরবার শরীফের আলেম-খলিফা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ঢাকা মহানগর রেজভীয়া দরবার কমিটি,
কুমিল্লা জেলা ও মহানগর রেজভীয়া দরবার কমিটি, বিভিন্ন উপজেলা দরবার কমিটির নেতৃবৃন্দ ও দরবার শরীফের আপামর ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে এবং মিলাদ-কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



