পাবলিক ইন্সটিটিউট এর ৭৫ বছরপূর্তি উপলক্ষে “দীপ্তিময় করিমপুর

আশিকুর রহমান :
নরসিংদী সদর উপজেলার করিমপুর চরাঞ্চলে পাবলিক ইন্সটিটিউট এর ৭৫ বছর পূর্তি ও কার্যনির্বাহী পরিষদের পরিচিতি উপলক্ষে “দীপ্তময় করিমপুর” নামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোঃ ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে এবং মোঃ মোছলেহ উদ্দিন ভুইয়া ও লামিয়া ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকীর সহধর্মিণী ডা. সুলেহা রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল, টিআইএম মনজুর মোর্শেদ, ও ড. কেএম সাইফুল্লাহ, বদরুজ্জামান ফিরোজ, ডা. মোঃ তানভীরুল হক, ও অধ্যাপক তানজিমূল হক।
প্রধান অতিথি ডা. এফ. এম. সিদ্দিকী তার বক্তব্যে বলেন, ৭৫ বছর অতিক্রান্তকারী এবং সমৃদ্ধ ঐতিহ্যের ধারক পাবলিক ইনস্টিটিউট, করিমপুর।
এই ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়ে শুধু করিমপুর নয় সমগ্র নরসিংদী জেলার হৃদয়ে আপন মহিমায় উদ্ভাসিত।
ভারতীয় উপমহাদেশে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার আন্দোলন শুরুর সূচনা লগ্নেই প্রতিষ্ঠিত হয় করিমপুর পাবলিক ইন্সটিটিউট।
বাংলাদেশে পাবলিক লাইব্রেরির ইতিহাসে করিমপুর পাবলিক ইন্সটিটিউট প্রাচীন সেবার মান এবং কার্যক্রমের দিক থেকে সর্ববৃহৎ ও সর্বোত্তম।
তবে এ সম্মান কেবলমাত্র বেসরকারি পাবলিক ইন্সটিটিউট হিসেবেই তার প্রাপ্য। প্রধানত নিজস্ব আয়ে পরিচালিত হয়ে করিমপুর পাবলিক ইনস্টিটিউট জনগণকে নানামাত্রিক সেবা দিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই গ্রামের ছাত্র-যুবক, প্রবাসী ও ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় বাস্তবায়ন হয়েছে এ প্রতিষ্ঠান। আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
আর কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ায়। দেখতে দেখতে ৭৫টি বছর অতিক্রান্ত হয়েছে। আজ এই পাবলিক ইন্সটিটিউটের প্লাটিনাম জয়ন্তী ও নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা। সেজন্য আমি আনন্দিত ও অবিভূত।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
নবগঠিত ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছেন :- মোঃ ফরহাদ হোসেন মৃধা (সভাপতি), কাজী শাখাওয়াত ইসলাম জুয়েল (সিনিয়র সহসভাপতি), গোলাম ফারুক (সহসভাপতি) মোঃ সিরাজুল ইসলাম (সহসভাপতি), মোঃ মোসলেহ উদ্দিন ভূঁইয়া (সাধারণ সম্পাদক),
মোঃ মোক্তার হোসেন সরকার (সি.যুগ্ম সম্পাদক), মোঃ জসিম উদ্দিন সরকার (যুগ্ম সম্পাদক), ইবনে আদেল শশীন(যুগ্ম সম্পাদক), সুজন মিয়া (সাংগঠনিক সম্পাদক) জালাল উদ্দিন (সহ-সাংগঠনিক সম্পাদক), আব্দুর রাজ্জাক (কোষাধ্যক্ষ), জাহিদুর রহমান (দপ্তর সম্পাদক), শাখাওয়াত ফরাজী (প্রচার সম্পাদক), তাইজুল ইসলাম (সহ-প্রচার সম্পাদক), কাউসার মাহমুদ (শিক্ষা বিষয়ক সম্পাদক),
তপন সরকার তন্ময় (ক্রীড়া বিষয়ক সম্পাদক), ওয়ালিদ সরকার (পাঠাগার সম্পাদক), সাব্বির আহমেদ (সমাজ কল্যাণ সম্পাদক)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হলেন, মোঃ গোলাম ফারুক ভূইয়া,
মোঃ মনিরুল ইসলাম, মোঃ জাকারিয়া, মোঃ আব্দুল হক, মোঃ জাওয়াদুল হক, টুটুল সরকার, মোঃ শফিকুল ইসলাম, ফারুক মোল্লা, আব্দুল হাইয়ূল,
মোঃ আবু বাকার, বিল্লাল সরকার, হানিফ শমসের, আশিক হোসেন মুন্না এবং আরিফ ফরাজী সহ পাবলিক ইন্সটিটিউট, করিমপুর এর পরিচালার দায়িত্ব প্রাপ্ত হন।