নরসিংদী চক্ষু হাসপাতালের উদ্বোধন

আশিকুর রহমান :
উন্নত মানের চক্ষু চিকিৎসা সেবায় আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে মনোরম পরিবেশে নরসিংদী সদর উপজেলার খাটেহারা এলাকায় নরসিংদী চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকালে পৌর শহরের খাটেহারা নাদির টাওয়ারে হাসপাতাল ভবনে অনারম্বর পরিবেশে ফিতা কেটে এবং মিলাদ ও দোয়ার মাধ্যমে উক্ত হাসপাতালে শুভ উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান মোঃ কবির হোসেন।
হাসপাতালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাকিল মিয়ার পরিচালনায় এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্ট মোঃ সোহাগ মিয়া, রহমান মিয়া সহ সকল শেয়ার হোল্ডারবৃন্দ।
এসময় ম্যানেজিং ডাইরেক্ট মোঃ সোহাগ মিয়া বলেন, নরসিংদীবাসীর জন্য সুখবর। এই চক্ষু হাসপাতাল উদ্বোধনের মধ্যদিয়ে নরসিংদীবাসীর চক্ষু চিকিৎসায় এক নতুন ধারা উন্মোচিত হয়েছে। এতে করে নরসিংদীবাসী ২৪ ঘন্টা চিকিৎসা সেবা নিতে পারবে।
যেকোনো দূর্ঘটনায় আমরা রোগীকে জরুরি চিকিৎসা দিতে পারবো। পাশাপাশি এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। সেই কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি কোরআনে হাফেজ শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গ এবং গরীব এতিম ও প্রতিবন্ধীদের জন্য চোখের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করবে।
এছাড়াও চিকিৎসক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসার আলেম-উলামাগণ এসময় উপস্থিত ছিলেন। পরে স্থানীয় দারুল নাজাত ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল গাফ্ফার দোয়া ও মোনাজাত করেন।