মহান ভাষা আন্দোলনের শহিদ স্মরণে হোমনার জয়পুরে “নাইট ক্রিকেট প্রীতিম্যাচ” অনুষ্ঠিত

হালিম সৈকত, কুমিল্লা।
হোমনার জয়পুরে মহান ভাষা আন্দোলনের শহিদ স্মরণ সভা, দোয়া মাহফিল ও “নাইট ক্রিকেট প্রীতিম্যাচ” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ টায় জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ খন্দকার সাব মিয়া। প্রধান মেহমান হিসেবে ছিলেন, জয়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল হক ভূইয়া। প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ জামাল।
উদীচী শিল্পীগোষ্ঠী হোমনা উপজেলা শাখার সভাপতি কবি আহমেদ উল্লাহ’র পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মেম্বার, সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম মোল্লা,জয়পুর ইউনিয়ন বিএনপির সদস্য সাইদুর রহমান ভূইয়া, সাবেক মেম্বার জাহাঙ্গীর মোল্লা,
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সালাউদ্দিন (ছালু মেম্বার) , মাছিমপুর বাজারের ব্যবসায়ী আইয়ূব আলী সরকার, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন মোল্লা, হোমনা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহসিন বেপারী ও এডভোকেট আব্দুল ওয়াদুদ সরকার প্রমূখ।
প্রধান উপদেষ্টা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি উপস্থিত থাকতে পারেন নি।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বাবুল ও কুয়েত প্রবাসি আবু তাহের মনা।
সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান ভূইয়া।
ধারা বিবরণীতে ছিলেন, ধারাভাষ্যকার নুর নবী।
খেলায় মোট ৪ টি দল অংশগ্রহণ করেন
ধ্রুবতারা একাদশ বনাম সূর্যতরুণ একাদশ।
বসন্ত একাদশ বনাম হেমন্ত একাশ।
খেলায় সূর্যতরুণ একাদশ ধ্রুবতারা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ছোটদের খেলায় হেমন্ত একাদশ বসন্ত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
খেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন সাংবাদিক হালিম সৈকত ও রবিউল আউয়াল।