গাজীপুরে নিষিদ্ধ ছাত্র লীগের শাকিব কাদের ছত্রছায়ায়: ২য় পর্ব

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, এবং সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। সম্প্রতি ছাত্রলীগ নেতা শাকিব হোসেন ইমনকে কেন্দ্র করে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শাকিব হোসেন ইমন ক্ষমতার দাপটে গাজীপুরে রীতিমতো রামরাজত্ব কায়েম করেছেন। গাজীপুরে অবৈধ ছাত্রলীগের নেতা কর্মীদের বেশ কয়েকজন আটক হলেও ধরাছোঁয়ার বাহিরে শাকিব হোসেন ইমন।
ছাত্রলীগের ক্যাডার বাহিনী দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় অর্থ যোগান দিতো নিষিদ্ধ ছাত্র লীগের এই শাকিব।
নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের এক বাসিন্দা বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, এবং অবৈধ আবাসিক হোটেল নিয়ন্ত্রণ করতেন শাকিব হোসেন ইমন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি, তার ক্যাডার বাহিনী ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে এবং যেকোনো প্রতিবাদ কঠোরভাবে দমন করা হয়।
স্বৈরাচার হাসিনা পতনের পর সম্প্রতি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কিছু অডিও ফাঁস হয়েছে, যেখানে ছাত্র-জনতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনার কথা শোনা যায়।
এই ঘটনার পরেই শহরের বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটে, যার অন্যতম অভিযুক্ত ব্যক্তি হিসেবে শাকিব হোসেন ইমনের নাম উঠে এসেছে।
বিশ্বস্ত সূত্রের দাবি, শাকিব হোসেন ইমনের পরামর্শেই ছাত্রলীগের আরেক নেতা এ এন এম নকিব আশরাফ চৌধুরী ফেসবুকে ছাত্র-জনতাকে গণধোলাই দেওয়ার আহ্বান জানান। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশগ্রহণের অভিযোগও রয়েছে।
গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ইমনের সংশ্লিষ্টতা ছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ছাত্রদের দমন করার জন্য নকিবকে সহায়তা করেছিলেন তিনি।
অবৈধ সম্পদ ও প্রভাবশালীদের আশ্রয়
শাকিব হোসেন ইমন কীভাবে অল্প সময়ের মধ্যে এত সম্পদের মালিক হলেন, সে নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে।
বিলাসবহুল গাড়ি, অবৈধ হোটেল ব্যবসা এবং মাদক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও এখনো তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে আইনশৃঙ্খলা বাহিনী ইমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তিনি এখনো গাজীপুরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে।
সাধারণ জনগণের প্রশ্ন, শাকিব হোসেন ইমন কি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থেকে আইনের ঊর্ধ্বে? কেন তাকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন,
যাতে গাজীপুরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। গাজীপুরের পরিস্থিতি নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রশাসন এবং রাজনৈতিক মহল এই অভিযোগগুলোর তদন্ত করে কী ধরনের পদক্ষেপ নেয়।
চলবে….