দাউদকান্দিতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ঘর ভাঙ্গার অভিযোগ

দাউদকান্দি উত্তর প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পেন্নাই গ্রামে চাঁদা না পেয়ে প্রতিবেশীর বিরুদ্ধে ব্যবসায়ীর ঘর ভাঙ্গার অভিযোগ উঠেছে। আজ শনিবার পেন্নাই ফকির বাড়ির মৃত মোরশেদ আলম ফকিরের ছেলে ব্যবসায়ী শরীফ হোসাইন ফকির গণমাধ্যমে এই অভিযোগ করেন।
অভিযোগে তিনি জানান একই বাড়ির প্রতিবেশী শাহআলম ফকির ও সেলিম ফকির বিগত আওয়ামী লীগ সরকারের সময় অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে তাহার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
এর প্রেক্ষিতে ব্যবসায়ী শরীফ ফকির নিরুপায় হয়ে দুই ধাপে প্রথমে ২০২২ সালে দুই লক্ষ পঞ্চাশ হাজার পরে ২০২৩ সালে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাঁদা দেয়। সব শেষ ২০২৫ সালে আবারও দশ লক্ষ টাকা চাঁদা দাবী করে তারা।
চাঁদা না দিলে পরিবারের লোকজনকে হেনস্তা করার হুমকি সহ তাহার সন্তানদেরকে স্কুলে যেতে বাধা দেওয়ারও হুমকি দেয় শাহ আলম ফকির গংরা। চাদা না দেওয়ায় বৃহস্পতিবার সকাল ১০ টায় শরীফ হোসাইন ফকিরের লোকজন ব্যবসায়ীক কাজে ব্যবহৃত ঘরটিতে কাজ করতে গেলে বাধা প্রধান করে শাহ আলম ফকির গংরা।
এসময় শাহ আলম ফকির গংরা রামদা শাবল সহ দেশীয় অশ্র দিয়ে কুপিয়ে শরীফ ফকিরের ঘরটি ভেঙে ফেলে। এঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং ভুক্তভোগী শরীফ ফকির বলেন, শাহ আলম ফকির,
সেলিম ফকির ও আজিজ ফকির চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। তাই প্রশাসনের নিকট আমার আবেদন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।
সরেজমিনে গেলে অভিযুক্ত শাহ আলম ফকির ঘর ভাংচুর ও চাদাবাজীর অভিযোগ বিষয়ে তিনি অস্বীকার করেন।
দাউদকান্দি মডেল থানার উপ পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।