খুঁজুন
বুধবার, ৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ, ১৪৩২

তিতাসের মাছিমপুর বাজারে আগুন: ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:১৮ অপরাহ্ণ
তিতাসের মাছিমপুর বাজারে আগুন: ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা

 

হালিম সৈকত, কুমিল্লা।।

কুমিল্লার তিতাসের মাছিমপুর বাজারে গতকাল সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০ টায় আগুন লেগে ৪ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চারটি দোকানের মালিক।

পল্লীমা ইলেকট্রিক এর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। 

পল্লীমা ইলেকট্রনিক এর মালিক মোঃ কবির হোসেন জানিয়েছেন তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েত প্রবাসি মাঈনুদ্দিন কিছু দিন আগে আমি নতুন দোকান করেছি মাত্র। সব পুড়ে গেছে। আমার ক্ষতির পরিমাণ ১ লক্ষ টাকা।

অপর দোকানের মালিক মজিব মেম্বার জানান,

দোকানে থাকা মালামাল পুড়ে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ভূইয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন মেম্বার জানান বই খাতা নষ্ট হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার। নগদ ২৯০০/ টাকা এবং একটি ল্যাপটপ খোয়া গেছে।

 

এবিষয়ে মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিব সরকার বলেন,আমি বাজারেই ছিলাম। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি, আমার ছোট ভাই মজিব ও আলাউদ্দিন টেইলার দৌড়ে ছুটে যাই।

মসজিদের মাইকে মাইকিং করি এবং মোবাইল লাইভে গিয়ে সকলকে আসার আমন্ত্রণ জানাই। নিজেরা পানি দিয়ে এলাকাবাসির সহযোগিতায় ৭০% আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

হোমনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, খবর পেয়েই আমার নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ১ ঘন্টায় পুরো কার্যক্রমের সমাপ্তি ঘটে।

আহত নিহতের কোন খবর পাওয়া যায় নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। পরে তিতাস থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

এক রাতে ৩ রাফাল হারাল ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ১:০৭ অপরাহ্ণ
এক রাতে ৩ রাফাল হারাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে হামলা চালাতে গিয়ে এক রাতে বিমান বাহিনীর সম্মুখ সারির তিনটি রাফাল যুদ্ধ বিমান হারিয়েছে ভারত। বুধবার (০৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। যার মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল এবং রাশিয়ান তৈরি একটি করে এসইউ-৩০ ও মিগ-২৯।

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১:২৬ পূর্বাহ্ণ
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১

 

আশিকুর রহমান :

নরসিংদীতে পুলিশ কনস্টেবল সহ বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
আটককৃত ব্যক্তি হলেন, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত হোসেন উদ্দিনের ছেলে মহিউদ্দিন (৫৫)। বর্তমানে সে নরসিংদী শহরের বিলাসদী এলাকার বাসিন্দা।
সোমবার (৫ মে) রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বেশ কয়েক মাস আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দড়িগাঁও গ্রামের আব্দুল লতিফের ভাগিনা ও নাতিকে পুলিশের কনস্টেবল সহ বিভিন্ন সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে ভুক্তভোগী লতিফের কাছ থেকে টাকা আদায় করে। প্রতারক বিভিন্ন সময়ে তার কাছ থেকে কৌশলে মোট ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং প্রতারক মহিউদ্দিন যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় শরণাপন্ন হোন। পরে ওই প্রতারকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নজরে আসে।পরে তিনি বিষয়টি উপপরিদর্শক আজিজুর রহমান নাঈমকে তদন্তের নির্দেশ দেন। উপপরিদর্শক আজিজুর রহমান তথ্য প্রযুক্তি সহায়তায় ঘটনার সত্যতা পান। পরে সোমবার অভিযান চালিয়ে বেলা ১২টায় ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে থেকে প্রতারক মহিউদ্দিনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল সেট ও ৩টি সিম উদ্ধার করা হয়।
ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, ভুক্তভোগী আব্দুল লতিফ ও প্রতারক মহিউদ্দিন একই উপজেলার বাসিন্দা হওয়ার সুবাদে তারা উভয়ই পূর্বপরিচিত। সেই সুবাদে প্রতারক মহিউদ্দিন ভুক্তভোগী আব্দুল লতিফের ভাগিনা ও নাতিকে নরসিংদী সহ বিভিন্ন স্থানে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেন। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের কথা প্রতারক স্বীকার করেছেন।

তিতাসে বৈষম্যবিরোধী মামলাসহ, একাধিক মামলার পলাতক আসামী সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:০৮ পূর্বাহ্ণ
তিতাসে বৈষম্যবিরোধী মামলাসহ, একাধিক মামলার পলাতক আসামী সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেপ্তার

 

হালিম সৈকত তিতাস, কুমিল্লা

 

তিতাস উপজেলার শাহাপুর গ্রামের, মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া (৫৩) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। বৈষম্যবিরোধী মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামী এবং ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই পলাতক ফারুক কে তিতাস থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

রবিবার (০৪ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিতাস থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত মোঃ ফারুক মিয়ার পিতার নাম আনু মিয়া চেয়ারম্যান এবং বাড়ি শাহপুর (চেয়ারম্যান বাড়ি), তিতাস থানার অন্তর্গত।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে একটি গুরুত্বপূর্ণ মামলা ছাড়াও তিনটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বমোট ৯টি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যা তাকে দীর্ঘদিন ধরে পলাতক আসামী হিসেবে চিহ্নিত করে রেখেছিল।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদ উল্লাহ
বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ বেশি দিন পালিয়ে থাকতে পারে না। আমরা ধারাবাহিকভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। তারই ধারাবাহিকতায় তাকে আটক করা হলো। ”

সাবেক এই চেয়ারম্যানের গ্রেফতারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এক রাতে ৩ রাফাল হারাল ভারত পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ১ তিতাসে বৈষম্যবিরোধী মামলাসহ, একাধিক মামলার পলাতক আসামী সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া গ্রেপ্তার ১৪ বছর ধরে রাজনৈতিক পিষনে জর্জরিত রূপগঞ্জের শাহাবাজ মোল্লা আদর: নিরাপত্তা নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা দাউদকান্দি উপজেলার প্রতিনিধ দিদারুল আলম সাবেক এমপির ওপর দিনে হামলা, রাতে বাসায় অগ্নিকাণ্ড সাংবাদিকতা থেকে পর্দার আলো—দুই ভুবনের পথচলায় এম এইচ মুন্না আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙ্গিয়ে চাদাঁবাজি করতে গিয়ে হামলার স্বীকার সোর্স সোহাগ পাকিস্তানের বিমান দেখে পালাল ভারতের ৪ যুদ্ধবিমান এলজিইডি সিন্ডিকেটের মাস্টার প্ল্যান কে সেই আতাউর রহমান: সাবেক প্রধান প্রকৌশলী আলী আখতারের মদদে লিফট চুরির নাটক বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সন্তানের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ নতুন এক লাখ ১৩ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ দাউদকান্দিতে রিফাত হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার বান্দরবানে জনস্বাস্থ্যের জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন  নির্মাণাধীন নৌপুলিশ ফাঁড়ি ভবনে চুরি-ভাংচুর!!স্থানীয়রা বলছেন অন্যকিছু র‍্যাবের পৃথক অভিযানে খুন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তার নারী সংস্কার বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ  কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন দাউদকান্দিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম। বান্দরবানে কথিত সাংবাদিক সুর্য চৌধুরীর চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নরসিংদী চক্ষু হাসপাতালের উদ্বোধন  অবশেষে কারাগারে যেতে হল সেই সজীবকে আগরতলার বিশালঘরে ওয়াকফ আইন বাতিলের দাবীতে নাগরিক মঞ্চের বিক্ষোভ সমাবেশ জাল দলিল চক্রের ছত্রছায়ায় সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান: মোটা অঙ্কের ঘুষে চিরিরবন্দরে বদলি! চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার আটক ব্যাংক থেকে টাকা তুলে যাচ্ছিলেন অটোতে, প্রাইভেট কারে এসে ছোঁ মেরে পগারপার কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে: প্রধান উপদেষ্টা নরসিংদীতে প্রায় দেড়কোটি টাকার কাপড় উদ্ধার, আটক-৫ তিতাসে ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে আটক
Open chat
Hello
Can we help you?