তিতাসের মাছিমপুর বাজারে আগুন: ক্ষতির পরিমাণ ১৫ লক্ষাধিক টাকা

হালিম সৈকত, কুমিল্লা।।
কুমিল্লার তিতাসের মাছিমপুর বাজারে গতকাল সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১০ টায় আগুন লেগে ৪ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চারটি দোকানের মালিক।
পল্লীমা ইলেকট্রিক এর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স।
পল্লীমা ইলেকট্রনিক এর মালিক মোঃ কবির হোসেন জানিয়েছেন তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েত প্রবাসি মাঈনুদ্দিন কিছু দিন আগে আমি নতুন দোকান করেছি মাত্র। সব পুড়ে গেছে। আমার ক্ষতির পরিমাণ ১ লক্ষ টাকা।
অপর দোকানের মালিক মজিব মেম্বার জানান,
দোকানে থাকা মালামাল পুড়ে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ভূইয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মোঃ মনির হোসেন মেম্বার জানান বই খাতা নষ্ট হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার। নগদ ২৯০০/ টাকা এবং একটি ল্যাপটপ খোয়া গেছে।
এবিষয়ে মাছিমপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিব সরকার বলেন,আমি বাজারেই ছিলাম। আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি, আমার ছোট ভাই মজিব ও আলাউদ্দিন টেইলার দৌড়ে ছুটে যাই।
মসজিদের মাইকে মাইকিং করি এবং মোবাইল লাইভে গিয়ে সকলকে আসার আমন্ত্রণ জানাই। নিজেরা পানি দিয়ে এলাকাবাসির সহযোগিতায় ৭০% আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হোমনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, খবর পেয়েই আমার নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০-১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ১ ঘন্টায় পুরো কার্যক্রমের সমাপ্তি ঘটে।
আহত নিহতের কোন খবর পাওয়া যায় নি। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। পরে তিতাস থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।