সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসীর হামলা

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন রায়পুর সিংগুলা মিয়া বাড়ির সাংবাদিক মনির হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৫:৩০ মিনিটে মোঃ বাবু নামের এক সন্ত্রাসী তার বাড়িতে হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ রবিবার বিকেলে সাংবাদিক মনির হোসেনের ফার্মেসি দোকানে এসে দোকানের পরিচালক মোঃ কায়েসকে প্রাণনাশের হুমকি দেয় সন্ত্রাসী বাবু। সে বলেন, যদি দোকানে কোনরকম প্রাথমিক চিকিৎসা দেয় তাহলে মালিক মনির হোসেনকে জবাই করে হত্যা করা হবে।
এ ঘটনায় এলাকাবাসীর পরামর্শে ১০ মার্চ সোমবার দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সাংবাদিক মনির। অভিযোগ পাওয়ার পর গৌরীপুর তদন্ত কেন্দ্র থেকে বাবুকে জানানো হয় তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
এরপর আজ সন্ধ্যায় বাবু ফের মনির হোসেনের বাড়িতে এসে দ্বিতীয়বারের মতো প্রাণনাশের হুমকি দেয়। তবে পরিবারের সদস্যরা চিৎকার করলে বাবু দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।