হালিশহরের ‘ইয়াবা সম্রাট’ নিরব হোসেন | পর্ব-০১
অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের হালিশহরের ‘কমিশনার গলি’র কে ব্লকে এক ব্যক্তি—নিরব হোসেন—নামধারী এক সমাজঘাতক মাদকসিন্ডিকেটের কুখ্যাত চালক হিসেবে এলাকায় পরিচিত। কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া ভিডিওতে যা উঠে এসেছে, তা শুধু আইন নয়, ন্যায়ের বুকে এক অপমানজনক থাপ্পড়।
ভিডিওতে যা দেখা গেছে— ফাঁস হওয়া একাধিক ভিডিও ও তথ্য-প্রমাণে স্পষ্টভাবে দেখা যায় নিরব হোসেন নিজেই ইয়াবা সেবনে নিমগ্ন। শুধু তাই নয়, অর্ধনগ্ন নারীদের সঙ্গেও একাধিকবার শারীরিক লিপ্ততায় তাকে দেখা গেছে। ভিডিওতে নিরব এক হাতে ইয়াবা, অন্য হাতে পানীয়, আর তার চারপাশে নাচতে থাকা নারী—এই যেন এক অশ্লীলতার রাজদণ্ড হাতে ‘মাদক-রাজা’র আত্মমগ্ন ভোগপর্ব।
নিরব হোসেনের বিরুদ্ধে এলাকাবাসীর বহু অভিযোগ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত তাকে টোকা দেয়নি কেউ। কারণ? খবরে জানা যায়, তার পেছনে আছে একাধিক প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া। ঠিক যেন মাদকের বস্তা নয়—প্রতিটি ইয়াবার পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক ছাড়পত্রের সিল।
নিরব শুধু মাদক বেচা-কেনা করে না, বরং তার বাসস্থানই হয়ে উঠেছে ‘মাদক ও নারী ভোগ’-এর আস্তানা। নিত্য নতুন তরুণীকে প্রলোভন দেখিয়ে ডেকে আনা, এরপর অ্যালকোহলের নেশায় বুঁদ করে শারীরিক সম্পর্ক—এ যেন এক চলমান ‘জীবন্ত দেহব্যবসা’, যার মূল হোতা হয়ে উঠেছে এই নিরব।
চলবে….



