খুঁজুন
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র, ১৪৩২

জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর (এমপি) কে নাগরিক সংবর্ধনা । 

স্টাফ রিপোর্টার, মোঃ সাহাবউদ্দিন 
প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ণ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর (এমপি) কে নাগরিক সংবর্ধনা । 

 

 

দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, কুমিল্লা -১ (দাউদকান্দি-তিতাস) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর এমপি ইঞ্জিনিয়ার কে দাউদকান্দি এবং তিতাসের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এক ঝমকালো আয়োজন এর মধ্য দিয়ে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে । এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা-২ (হোমনা+মেঘনা) সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল মজিদ ।

সংবর্ধনা শেষে দেশী এবং বিদেশী প্রখ্যাত শিল্পীদের জমকালো সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয় ।

MD ZAKIRUL ISLAM জাকিরুল ইসলাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
MD ZAKIRUL ISLAM জাকিরুল ইসলাম

 

Staff Reporter

Mobile: 01970451188

Gmail: jakir451188@gmail.com

দৈনিক ভোরের নতুন বার্তা

স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিলেন । জাকিরুল ইসলাম

দাউদকান্দির মোহাম্মদপুরে চোরের দৌরাত্ম্যঃ জনজীবন অতিষ্ঠ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ
দাউদকান্দির মোহাম্মদপুরে চোরের দৌরাত্ম্যঃ জনজীবন অতিষ্ঠ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ

 

 

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন যেন আজ চোরের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে দক্ষিণ মোহাম্মদপুর গ্রাম রাত হলেই আতঙ্কের নগরীতে রূপ নেয়।

দলবেঁধে সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে নির্দিষ্ট টার্গেট করা গৃহে হামলে পড়ে, লুটে নেয় সর্বস্ব। ভোর হলে ঘুম ভাঙতেই অসহায় গৃহস্থ আবিষ্কার করেন- দেয়াল বেয়ে আসা চোরেরা রাতের আঁধারে উধাও করে দিয়েছে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ও প্রয়োজনীয় জিনিসপত্র।

প্রতিদিন কারো না কারো ঘর থেকে হাহাকার ভেসে আসে। কান্নার শব্দে প্রতিবেশীরা ছুটে এসে একই করুণ বাস্তবতার সাক্ষী হন। ধারাবাহিক এই লুটপাট ইতোমধ্যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করেছে।

এমনকি ৪ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে জাতীয় দেশপত্রের মফস্বল সম্পাদক মোঃ মাইনুল ইসলাম মহিনের বাড়িতেও সংঘবদ্ধ চোরচক্র ধ্বংসযজ্ঞ চালিয়েছে। মুহূর্তের মধ্যে তারা নিয়ে গেছে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ দামী ও প্রয়োজনীয় জিনিসপত্র।

এ যেন এক প্রহসন- দিনের বেলায় সভা-সমিতি আর রাতের আঁধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চোরচক্রের দাপট। জনমনে প্রশ্ন উঠেছে- প্রশাসন কি ইচ্ছাকৃতভাবে নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে? নাকি এই চক্রের পেছনে অদৃশ্য প্রভাবশালী মহলের হাত রয়েছে?

এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানাচ্ছেন- এভাবে চলতে থাকলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়বে, আর মোহাম্মদপুর পরিণত হবে দুর্বৃত্তদের নিরাপদ আশ্রয়ে। সাধারণ মানুষ এখন আর কেবল ক্ষতির হিসাব করছেন না, বরং প্রশাসনের প্রতি আঙুল তুলছেন।

অবিলম্বে এ সংঘবদ্ধ চোরচক্রের সকল সদস্যকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাচ্ছে জনসাধারণ। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনীকে চোরচক্রের সহযোগী হিসেবেই গণ্য করবে এলাকাবাসী।

test website maintenance MD ZAKIRUL ISLAM জাকিরুল ইসলাম দাউদকান্দির মোহাম্মদপুরে চোরের দৌরাত্ম্যঃ জনজীবন অতিষ্ঠ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ দুর্যোগ ব্রীজ প্রকল্পর এপিডি মহিদুল ফারুকের শত কোটি টাকা লুটপাট  আওয়ামী দোসর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা– পর্ব ১ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দাউদকান্দিতে ১৯ গরু ও ট্রাক ছিনতাই লন্ডনে তারেক রহমান ও ড. মোশাররফের ফলপ্রসূ ও স্মরণীয় বৈঠক আওয়ামী দোসর: বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী রকিবুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের পাহাড় চিত্রনায়িকার চরিত্রে নতুন সিনেমায় রুনা খান মুরাদনগরে কিশোরী’কে অপহরন,৭ দিনেও হয়নি উদ্ধার   শুভ জন্মদিন ববি ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হরিলুট | পর্ব- ০১  তরিকুল ইসলামের রাজস্ব লুটপাট: নামে-বেনামে অবৈধ সম্পদের পাহাড় ঢাকা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওয়ালিউল হাসানের হরিলুট | পর্ব – ০১ সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ সহকারী রাজস্ব কর্মকর্তা পীযূষের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ মতলবের পিআইও সেলিম খানের বিরুদ্ধে ঘুষ বানিজ্য অনিয়মের অভিযোগ আদালত কে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বিশ্ববিদ্যালয় দখলের চেষ্টা ড. মকবুল খান, তদন্তে ইউজিসি ছাত্রলীগের অর্থদাতা সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী এখনও বহাল তবিয়তে আসছে ইয়াশ-নীহার নাটক ‘উইশ কার্ড’ গান আমার প্রাণ আর আমি গানেরই মানুষ হাসনাত-সারজিসসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ সহকারী রাজস্ব কর্মকর্তা এম হাসান মেহেদীর ঘুষ বাণিজ্য: শুভ জন্মদিন ভাবনা দেশবরণ্য অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমন’র মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লা ২ তিতাস হোমনা কে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করাই আনার স্বপ্ন __ ড, মোশাররফ ।।