মাহফুজ আহম্মেদ, কুমিল্লা
কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলায় কিশোর গ্যাং এর হামলায় নিহত শিক্ষার্থী সুজন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার(০৮-১০-২৫) বিকালে অলুয়া চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,নিহতের বাবা আবুল কালাম, নিহতের মা সেলিনা বেগম, স্থানীয় বাসিন্দা মাহাম্মদ পুলিশ,মনতাজ মেম্বার, সোহেল ভূইয়া, নজরুল মাষ্টার, ইউনুস মেম্বার,এরশাদ ভূইয়া,অলি ভূইয়া,মোশতাক ভূইয়া,রবিউল, করিম মিয়া, মোহাম্মদ রব,জাহের মিয়া সহ অনন্যরা৷
মানববন্ধনে বক্তরা বলেন, সংঘবদ্ধ ভাবে একটি কিশোর গ্যাং এর হামলায় নিহত সুজনের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন৷
বক্তরা আরো বলেন, মালাপাড়া ইউনিয়নের মধ্যে মনোরহরপুর গ্রামের ৫/৬ টি ছেলের কারনে পুরো ইউনিয়ন জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে৷ আমরা চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে আসামীদের গ্রেফতার করবে ।
মানববন্ধনে নিহত সুজনের বাবা আবুল কালাম বলেন, আমার কলিজার টুকরা ছেলেকে যারা নিশংস ভাবে হত্যা করছে, আমি তাদের বিচার চাই। প্রশাসন যদি তাদের গ্রেফতার না করে তাহলে আমি কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ করবো।
নিহতের মা সেলিনা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে কিশোর গ্যাং হত্যা করেছে, কী দোষ ছিল আমার সন্তানের৷ আমার বুক যারা খালি করেছে প্রশাসন যাতে তাদের কে ফাসিঁ দেয়।
প্রসঙ্গত,গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এনামুলের দোকানের সামনে কিশোর গ্যাং এর হামলার ঘটনা ঘটে ঐ ঘটনায় ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার (৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় সুজনের।