হোমনায় নিহত জবি’র ছাত্রদল নেতা জুবায়েদের বাড়িতে শোকের মাতম: বিচারের দাবিতে বিক্ষোভ
হালিম সৈকত।
ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি, ছাত্রদল নেতা জুবায়েদ হাসানের বাড়িতে এখন শোকের মাতম। সম্ভাবনাময় এই তরুণের মৃত্যুতে পুরো উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জুবায়েদকে হত্যা করা হয়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র ও কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামের সন্তান ছিলেন।
স্থানীয়রা জানান, জুবায়েদ ছিলেন বিনয়ী, পরিশ্রমী ও নেতৃত্বগুণে সমৃদ্ধ এক তরুণ। তাঁর অকাল মৃত্যু শুধু পরিবার নয়, পুরো অঞ্চলের জন্যই এক অপূরণীয় ক্ষতি।
এদিকে, হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার রাতে হোমনা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল।
আজ সোমবার মাগরিব নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার প্রথম জনাজা অনুষ্ঠিত হয়।
নিহত যুবায়েদের চাচা সাংবাদিক আক্তার হোসেন বলেন, “জুবায়েদের টিউশনের ছাত্রী পুলিশের কাছে হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। আশা করি পুলিশ দ্রুত আসামীদের গ্রেফতার করতে পারবে।
আমার ভাতিজা একজন মেধাবী ও আদর্শবান ছাত্রনেতা ছিল। তাকে যারা খুন করেছে আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই।



